ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) ১৯৬৯ সালে কলকাতায় কমিউনিস্ট বিপ্লবীদের সর্বভারতীয় সমন্বয় কমিটি (এআইসিসিআরসি)'র একটি কংগ্রেসে গঠিত হয়। ২৩ এপ্রিল কলকাতায় (লেনিনের জন্মদিনে) একটি গণসমাবেশে সাক্ষেত্রে কানু সান্যাল পার্টি প্রতিষ্ঠার ঘোষণা দেন।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)
Communist Party of India (Marxist–Leninist)
প্রতিষ্ঠাতাচারু মজুমদার, Kanu Sanyal
প্রতিষ্ঠা২২ এপ্রিল ১৯৬৯
ভাঙ্গন৩১ জুলাই ১৯৭২
মতাদর্শমার্কসবাদ-লেনিনবাদ

নকশালবাড়ি বিদ্রোহ

দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে নকশালবাড়ি বিদ্রোহ চারু মজুমদার এবং আরো কয়েকজন কমিউনিস্ট নেতার নেতৃত্বে গঠিত হয়, যারা পরে সিপিআই (এমএল) অংশে পরিণত হন।[1]

শ্রীকাকুলাম কৃষক বিদ্রোহ

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার মধ্যে, কমিউনিস্ট নেতারা তৎকালীন এআইসিসিসিআর- এর সাথে একত্রিত হন এবং শ্রীকাকুলামে কৃষক বিদ্রোহ প্রবর্তন করেন, যা ১৯৬০-এর দশকের শেষের দিকে এবং ১৯৭০-এর দশকের প্রথম দিকে অব্যাহত ছিল।[1]

১৯৭০ পরবর্তী

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)-'র প্রথম দলীয় কংগ্রেস ১৯৭০ সালে কলকাতায় অনুষ্ঠিত হয়।[1] উক্ত কংগ্রেসে একটি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। যাদেরকে নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছিল তারা হচ্ছেনঃ

    • সত্যনারায়ণ সিংহ
    • গুরুবক্স সিংহ
    • রাজকিশোর সিংহ
    • শিব কুমার মিশ্র
    • মাহিন্দর সিংহ
  • অন্ধ্র প্রদেশ:
    • ডঃ নাগভূষণ পটনায়েক
    • ম আপ্পালাসুরী
    • ভেমাপাটাপু সত্য নারায়ণ
    • আদিবাঠাল কৈলাসম
    • আপ্পু
    • কোডাসুদায়ানাম

তথ্যসূত্র

  1. ""The Hindustan Times""History of Naxalism
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.