বোলিং (ক্রিকেট)
বোলিং ক্রিকেট খেলায় ব্যবহৃত একটি পরিভাষা। ক্রিকেট বলকে পিচের শেষ প্রান্তে পুতানো উইকেট বরাবর নিক্ষেপের মাধ্যমে ব্যাটসম্যানকে পরাস্ত করতে কিংবা রান না করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। একজন খেলোয়াড় যদি বোলিংরত অবস্থায় থাকেন, তাহলে তিনি বোলার হিসেবে চিহ্নিত হবেন। স্পেশালিস্ট বোলার পরিভাষাটি সচরাচর শুধুমাত্র বোলিংয়ে পারদর্শী খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে তাকে শুধুমাত্র বোলাররূপে অভিহিত করা হয়ে থাকে। একইভাবে স্পেশালিস্ট ব্যাটসম্যান পরিভাষাটি শুধুমাত্র ব্যাটিংয়ে পারদর্শী খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি একজন বোলার ব্যাটিং এবং বোলিং - উভয় বিভাগেই সমান পারদর্শিতা প্রদর্শন করেন, তাহলে তিনি অল-রাউন্ডারের মর্যাদা পান। ম্যালকম মার্শাল, রিচার্ড হ্যাডলি, ক্রেগ ম্যাকডারমট, কপিল দেব, মুত্তিয়া মুরালিধরন, ইমরান খান, সাকিব আল হাসান প্রমূখ ক্রিকেটার বিশ্ব ক্রিকেট ইতিহাসে শীর্ষস্থানীয় বোলাররূপে পরিচিত ব্যক্তিত্ব।

বোলিং কৌশল

সঠিক বোলিং কলা-কৌশল রপ্ত করার জন্য কনুই বাঁকানোর নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। ব্যাটসম্যানকে লক্ষ্য করে বোলিংয়ের ভঙ্গীমা প্রদর্শনকে বল বা ডেলিভারি নামে আখ্যায়িত করা হয়। বোলার কর্তৃক সফলভাবে ছয়টি বল ডেলিভারি দেয়াকে ওভার বলে। বোলার এক ওভার বোলিং করলে পরবর্তী ওভার তার দলীয় সঙ্গী পিচের অপর প্রান্ত থেকে বোলিং করে থাকেন। ক্রিকেটের আইনে কিভাবে একটি বল ডেলিভারি করতে হয়, তার সংজ্ঞা দেয়া আছে।[1] যদি কোন কারণে অবৈধভাবে বোলিং করা হয়, তাহলে খেলা পরিচালনাকারী কর্মকর্তা হিসেবে আম্পায়ার নো বল হিসেবে ঘোষণা করতে পারেন।[2] আবার, ব্যাটিং প্রান্তে অবস্থানরত ব্যাটসম্যানের নাগালের বাইরে দিয়ে বল চলে গেলে আম্পায়ার ওয়াইড ঘোষণা করতে পারেন।[3]
শীর্ষস্থানীয় বোলার
পুরুষ
আইসিসি শীর্ষ ১০ টেস্ট বোলার | ||||
---|---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | রেটিং | ||
১ | ![]() | ৮৭৮ | ||
২ | ![]() | ৮৬২ | ||
৩ | ![]() | ৮৫১ | ||
৪ | ![]() | ৮১৩ | ||
৫ | ![]() | ৭৯৪ | ||
৬ | ![]() | ৭৭০ | ||
![]() | ৭৭০ | |||
৮ | ![]() | ৭৬৯ | ||
৯ | ![]() | ৭৬৬ | ||
১০ | ![]() | ৭৬৩ | ||
সূত্র: আইসিসি র্যাঙ্কিংস, ৩ মার্চ, ২০১৯ |
আইসিসি শীর্ষ ১০ ওডিআই বোলার | ||||
---|---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং | |
১ | যশপ্রীত বুমরাহ | ![]() | ৮০৮ | |
২ | রশীদ খান | ![]() | ৭৮৮ | |
৩ | ট্রেন্ট বোল্ট | ![]() | ৭৩২ | |
৪ | কুলদীপ যাদব | ![]() | ৭১৯ | |
৫ | যুজবেন্দ্র চাহাল | ![]() | ৭০৯ | |
৬ | মোস্তাফিজুর রহমান | ![]() | ৬৯৫ | |
৭ | কাগিসো রাবাদা | ![]() | ৬৮৮ | |
৮ | আদিল রশীদ | ![]() | ৬৮৩ | |
৯ | মুজিব উর রহমান | ![]() | ৬৭৯ | |
১০ | জশ হজলউড | ![]() | ৬৬৫ | |
তথ্যসূত্র: রিলায়েন্সআইসিসি র্যাঙ্কিংস - ওডিআইবোলিং, ১১ মার্চ, ২০১৯ |
আইসিসি শীর্ষ-১০ টি২০আই বোলার | ||||
---|---|---|---|---|
অবস্থান | পরিবর্তন | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং |
১ | ![]() | ![]() | ![]() | ৮১৩ |
২ | ![]() | শাদাব খান | ![]() | ৭২৩ |
৩ | ![]() | ইশ সোধি | ![]() | ৭০০ |
৪ | ![]() | ![]() | ![]() | ৬৮৫ |
৫ | ![]() | মিচেল সেন্টনার | ![]() | ৬৬৫ |
৬ | ![]() | এন্ড্রিউ টাই | ![]() | ৬৫৮ |
৭ | ![]() | সামুয়েল বদ্রী | ![]() | ৬৫৫ |
৮ | ![]() | ইমরান তাহির | ![]() | ৬৫০ |
৯ | ![]() | আদিল রশিদ | ![]() | ৬৩৯ |
১০ | ![]() | মোহাম্মাদ নবী | ![]() | ৬৩৮ |
তথ্যসূত্র: রিলায়েন্স, আইসিসি র্যাঙ্কিং-টি২০আই-বোলিং, ৫ জুলাই, ২০১৮ |
মহিলা
তথ্যসূত্র
- "Laws of Cricket: Law 42 (Fair and unfair play)"। Lords.org। ২০১৩-০১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-২৩।
- "Laws of Cricket: Law 24 (No ball)"। Lords.org। ২০১২-১২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-২৩।
- "Laws of Cricket: Law 25 (Wide ball)"। Lords.org। ২০১২-১১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-২৩।
আরও দেখুন
- ফাস্ট বোলিং
- ব্যাটিং (ক্রিকেট)
- ডেনিস লিলি
- টেস্ট ক্রিকেট অভিষেকে ৫ উইকেট লাভকারী বাংলাদেশী ক্রিকেটারদের তালিকা