২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ

২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি: 2017 Women's Cricket World Cup) মহিলা ক্রিকেট বিশ্বকাপের ১১শ আসর। মহিলা ক্রিকেট বিশ্বকাপের এ প্রতিযোগিতাটি স্বাগতিক ইংল্যান্ডে[nb 1] ২০১৭ সালের ২৪ জুন থেকে ২৩ জুলাই অনুষ্ঠিত হবে।[1] এটি ইংল্যান্ডে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের তৃতীয় আসর। এর পূর্বে ১৯৭৩১৯৯৩ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশের মর্যাদা পেয়েছিল। ৮টি দল এবারের আসরে অংশগ্রহণ করবে।

২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ
তারিখ২৪ জুন – ২৩ জুলাই
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ পর্বনক আউট
আয়োজক ইংল্যান্ড এবং ওয়েলস[nb 1]
বিজয়ী ইংল্যান্ড (৪র্থ শিরোপা)
রানার-আপ ভারত (২য় বার)
অংশগ্রহণকারী
খেলার সংখ্যা৩১
প্রতিযোগিতার সেরা
খেলোয়াড়
তামসিন বিউমন্ট
সর্বোচ্চ রান তামসিন বিউমন্ট (৪১০)
সর্বোচ্চ উইকেট ডেন ফন নাইকার্ক (১৫)
ইউডিআরএসহ্যা

যোগ্যতা

২০১৪-১৬ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপের শীর্ষ ৮টি দল বিশ্বকাপ ক্রিকেটে খেলার সুযোগ পায়। প্রথম ৪টি দল চ্যাম্পিয়নশীপ ফাইনাল থেকে সরাসরি যোগ্যতা অর্জন করে এবং বাকি ৪টি দল নির্বাচনের জন্য ২০১৭ সালের মহিলা বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্ব ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়নশীপের ৪টি দল ও অন্যান্য ৬টিসহ মোট ১০টি দল অংশগ্রহণ করে।[2]

দল যোগ্যতার ধরন
 অস্ট্রেলিয়া মহিলা চ্যাম্পিয়নশীপ
 ইংল্যান্ড মহিলা চ্যাম্পিয়নশীপ
 নিউজিল্যান্ড মহিলা চ্যাম্পিয়নশীপ
 ওয়েস্ট ইন্ডিজ মহিলা চ্যাম্পিয়নশীপ
 ভারত বিশ্বকাপ বাছাইপর্ব
 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ বাছাইপর্ব
 শ্রীলঙ্কা বিশ্বকাপ বাছাইপর্ব
 পাকিস্তান বিশ্বকাপ বাছাইপর্ব

মাঠ

৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে আইসিসি ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী ঘোষণা করে। লর্ড’সে ফাইনাল এবং বাকী খেলাসমূহ ইংল্যান্ডের আরও চারটিসহ সর্বমোট পাঁচটি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।[3][4] অন্য মাঠগুলো হল: ডার্বিশায়ার, লিচেস্টারশায়ার, সমারসেটগ্লুচেস্টারশায়ার

লন্ডন ডার্বি ব্রিস্টল লিচেস্টার টনটন
লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, ডার্বি ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড গ্রেস রোড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, টনটন
ধারণক্ষমতা: ২৮,০০০ ধারণক্ষমতা: ৯,৫০০ ধারণক্ষমতা: ৮,০০০ ধারণক্ষমতা: ১২,০০০ ধারণক্ষমতা: ৮,৫০০

দলীয় সদস্য

সময়সূচী

গ্রুপ পর্ব

৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে গ্রুপ পর্বের সময়সসূচী ঘোষণা করা হয়। আট দল একে-অপরের বিপক্ষে একক লীগ পদ্ধতিতে খেলবে। লীগের খেলা শেষে শীর্ষ চার দল সেমি-ফাইনালে অংশ নিবে। ২৩ জুলাই, ২০১৭ তারিখে লর্ডসে সেমি-ফাইনালের বিজয়ী দল চূড়ান্ত খেলায় মুখোমুখি হবে। ২৮ দিনের এ প্রতিযোগিতায় সর্বমোট ৩১ খেলা অনুষ্ঠিত হবে।[5] আন্তর্জাতিক নারী দিবসকে উপজীব্য করে ৮ মার্চ, ২০১৭ তারিখে আইসিসি কর্তৃপক্ষ প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা করে।[6] গ্রুপ-পর্বের সময়সূচীকে সামনে রেখে ১৯ জুন থেকে চারটি প্রস্তুতিমূলক খেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[7]

দল
খেলা জয় পরাজয় ফহ এনআরআর পয়েন্ট
 ইংল্যান্ড ১২+১.২৯৫
 অস্ট্রেলিয়া ১২+১.০০৪
 ভারত ১০+০.৬৬৯
 দক্ষিণ আফ্রিকা +১.১৯৩
 নিউজিল্যান্ড +০.৩০৯
 ওয়েস্ট ইন্ডিজ –১.৫২২
 শ্রীলঙ্কা –১.০৯৯
 পাকিস্তান –১.৯৩০

     সেমি-ফাইনালে উত্তীর্ণ হবে

২৪ জুন, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, ডার্বি



২৬ জুন, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, টনটন

২৭ জুন, ২০১৭
স্কোরকার্ড
গ্রেস রোড, লিচেস্টার

২৮ জুন, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, ডার্বি


২৯ জুন, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, টনটন


২ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, ডার্বি


২ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, টনটন


৫ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, ডার্বি


৬ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, টনটন

৮ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
গ্রেস রোড, লিচেস্টার

৮ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, টনটন


৯ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, ডার্বি



১২ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, ডার্বি

১২ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, টনটন


১৫ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, ডার্বি

১৫ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
গ্রেস রোড, লিচেস্টার

১৫ জুলাই, ২০১৭
স্কোরকার্ড
কাউন্টি গ্রাউন্ড, টনটন

সেমি-ফাইনাল

সেমি-ফাইনাল ১
১৮ জুলাই ২০১৭
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২১৮/৬ (৫০ ওভার)
 ইংল্যান্ড
২২১/৮ (৪৯.৪ ওভার)
মিগনন দু প্রিজ ৭৬* (৯৫)
হিদার নাইট ১/৮ (২ ওভার)
সারাহ টেইলর ৫৪ (৭৬)
সুন লুস ২/২৪ (৫ ওভার)
ইংল্যান্ড ২ উইকেটে জয়ী
ব্রিস্ট্রল কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল
আম্পায়ার: গ্রেগরি ব্রাথওহুইট (ওয়েষ্ট ইন্ডিজ) এবং পল উইলসন (অস্ট্রেলিয়া)
সেরা খেলোয়াড়: সারাহ টেইলর (ইংল্যান্ড)
  • দক্ষিন আফ্রিকা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সেমি-ফাইনাল ২
২০ জুলাই ২০১৭
স্কোরকার্ড
ভারত 
২৮১/৪ (৪২ ওভার)
 অস্ট্রেলিয়া
২৪৫ (৪০.১ ওভার)
হারমানপ্রীত কৌর ১৭১* (১১৫)
এলিস ভিলানি ১/১৯ (১ ওভার)
এ্যালেক্স ব্ল্যাকওয়েল ৯০ (৫৬)
দিপ্তি শার্মা ৩/৫৯ (৭.১ ওভার)
ভারত ৩৬ রানে জয়ী
কাউন্টি গ্রাউন্ড, ডার্বি
আম্পায়ার: আহসান রেজা (পাকিস্তান) এবং শন জর্জ (দক্ষিন আফ্রিকা)
সেরা খেলোয়াড়: হারমানপ্রীত কৌর (ভারত)
  • ভারত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারনে উভয় পক্ষকেই ৪২ ওভারে খেলতে হয়।
  • হারমানপ্রীত কৌর (Ind) made the highest score by a woman in the knockout stages of World Cups and the highest individual score for India in a Women's World Cup.[8]

চূড়ান্ত খেলা

৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে লর্ডসে অনুষ্ঠিতব্য ২৩ জুলাই, ২০১৭ চূড়ান্ত খেলার কথা ঘোষণা করা হয়।[9]

চূড়ান্ত খেলা
২৩ জুলাই ২০১৭
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২২৮/৭ (৫০ ওভার)
 ভারত
২১৯ (৪৮.৪ ওভার)
পুনম রাউত ৮৫ (১১৫)
অ্যানিয়া শ্রাবসোল ৬/৪৬ (৯.৪ ওভার)
ইংল্যান্ড ৯ রানে জয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট উন্ডিজ) এবং শন জর্জ (দক্ষিন আফ্রিকা)
সেরা খেলোয়াড়: অ্যানিয়া শ্রাবসোল (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

পাদটীকা

  1. আনুষ্ঠানিকভাবে, প্রতিযোগিতাটির স্বাগতিক দেশ হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলস। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড উভয় দেশে এ ক্রীড়ার নিয়ন্ত্রণ করছে। তবে, সবগুলো খেলাই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র

  1. "Match dates revealed for ICC Women's World Cup 2017"International Cricket Council। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৭
  2. "World Cup 2017: Women's Championship will form qualifying"BBC Sport। ৪ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬
  3. "Women's World Cup: Five venues named for 2017 tournament"BBC Sport। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬
  4. "Lord's to host 2017 Women's World Cup final"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬
  5. "ICC Women's World Cup 2017 venues announced"ICC Cricket। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৬
  6. "ICC Women's World Cup schedule announced on International Women's Day"International Cricket Council। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭
  7. "Practice match schedule announced for ICC Women's World Cup 2017"International Cricket Council। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭
  8. "103 off 40 balls, 22 off one over"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  9. "Lord's to host 2017 Women's World Cup final"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.