২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপের দলসমূহ
অত্র নিবন্ধটি ২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দলসমূহের তালিকা সম্পর্কীয়। ২১ এপ্রিল, ২০১৭ তারিখে প্রত্যেক দলের অধিনায়কদের নাম ঘোষণা করা হয়।[1]
অস্ট্রেলিয়া
১৮ মে, ২০১৭ তারিখে অস্ট্রেলিয়া দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়:[2]
- মেগ ল্যানিং (অঃ)
- সারাহ অ্যালে
- ক্রিস্টেন বিমস
- এ্যালেক্স ব্ল্যাকওয়েল
- নিকোল বোল্টন
- অ্যাশলেই গার্ডনার
- র্যাচেল হেনেস
- এলিশা হিলি
- জেস জোনাসেন
- বেথ মুনি
- এলিসি পেরি
- মেগান শুট
- বেলিন্ডা ভাকারিওয়া
- এলিস ভিলানি
- আমান্ডা-জেড ওয়েলিংটন
ইংল্যান্ড
২২ মে, ২০১৭ তারিখে ইংল্যান্ড দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[3]
- হিদার নাইট (অঃ)
- ট্যামি বিউমন্ট
- ক্যাথারিন ব্রুন্ট
- জর্জিয়া এলউইস
- জেনি গান
- অ্যালেক্স হার্টলি
- ড্যানিয়েল হ্যাজেল
- বেথ ল্যাংস্টন
- লরা মার্শ
- অ্যানিয়া শ্রাবসোল
- নাতালি সিভার
- সারাহ টেলর
- ফ্রান উইলসন
- লরেন উইনফিল্ড
- ড্যানিয়েল ওয়াট
ভারত
১৫ মে, ২০১৭ তারিখে ভারত দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[4]
- মিতালী রাজ (অঃ)
- একতা বিস্ত
- রাজেশ্বরী গায়কোয়াড়
- ঝুলন গোস্বামী
- মানসী জোশী
- হারমানপ্রীত কৌর
- বেদ কৃষ্ণমূর্তি
- স্মৃতি মন্ধনা
- মনা মেশরাম
- শিখা পাণ্ডে
- নাজাত পারভীন (উইঃ)
- পুনম রাউত
- দীপ্তি শর্মা
- সুষমা বর্মা (উইঃ)
- পুনম যাদব
নিউজিল্যান্ড
১৬ মে, ২০১৭ তারিখে নিউজিল্যান্ডের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[5]
- সুজি বেটস (অঃ)
- এমি স্যাটার্দওয়েট (সহঃ অঃ)
- ইরিন বার্মিংহাম
- সোফি ডিভাইন
- ম্যাডি গ্রীন
- হোলি হাডলস্টোন
- লেই কাস্পারেক
- অ্যামিলিয়া কার
- কেটি মার্টিন
- থামসিন নিউটন
- কেটি পার্কিন্স
- আনা পিটারসন
- র্যাচেল প্রিস্ট
- হান্না রো
- লি তাহুহু
পাকিস্তান
২২ এপ্রিল, ২০১৭ তারিখে পাকিস্তান দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[6]
- সানা মীর (অঃ)
- আয়েশা জাফর
- নাহিদা খান
- মেরিনা ইকবাল
- বিসমাহ মারুফ
- জাভেরীয়া খান
- নায়েন আবিদি
- সিদ্রা নওয়াজ (উইঃ)
- কাইনাত ইমতিয়াজ
- আসমাভিয়া ইকবাল খোখর
- ডায়ানা বেগ
- ওয়াহিদা আখতার
- নাশ্রা সান্ধু
- গুলাম ফাতিমা
- সাদিয়া ইউসুফ
দক্ষিণ আফ্রিকা
২৩ মে, ২০১৭ তারিখে দক্ষিণ আফ্রিকার দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[7]
- ডেন ফন নাইকার্ক (অঃ)
- তৃষা ছেত্তি
- মোসলাইন ড্যানিয়েলস
- শাবনিম ইসমাইল
- মারিজান কাপ
- আয়াবোঙ্গা খাকা
- মাসাবাতা ক্লাস
- নাডাইন ডি ক্লার্ক
- লিজেল লি
- সুন লুস
- রাইসিবে এনতোজাখে
- মিগনন দু প্রিজ
- আন্দ্রি স্টেইন
- ক্লো ট্রায়ন
- লরা উলভার্ট
শ্রীলঙ্কা
২৩ মে, ২০১৭ তারিখে শ্রীলঙ্কা দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[8]
- ইনোকা রাণাবীরা (অঃ)
- চামারি আতাপাত্তু
- চন্ডিমা গুণরত্নে
- নিপুণী হংসিকা
- এমা কাঞ্চনা
- ঈষানী কৌশল্যা
- হর্ষিতা মাধবী
- দিলানী মানোদারা
- হাসিনি পেরেরা
- চামারি পোলগাম্পোলা
- উদেশিকা প্রবোদানী
- ওশাদি রানাসিংহে
- শশীকলা শ্রীবর্ধনে
- প্রসাদানী বীরাক্কোডি
- শ্রীপালি বীরাক্কোডি
ওয়েস্ট ইন্ডিজ
৯ মে, ২০১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[9]
- স্তাফানি টেলর (অঃ)
- মেরিজা অ্যাগুইলেরা
- রেনিস বয়েস
- শামিলা কনেল
- শানেল ডেলি
- ডিন্দ্রা ডটিন
- অ্যাফি ফ্লেচার
- কায়ানা যোসেফ
- কাইশোনা নাইট
- হেলি ম্যাথুজ
- আনিসা মোহাম্মদ
- চেডিন ন্যাশন
- আকেইরা পিটার্স
- শাকেরা সেলমান
- ফেলিসিয়া ওয়াল্টার্স
তথ্যসূত্র
- "Practice match schedule announced for ICC Women's World Cup 2017"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- "Uncapped Vakarewa, Aley in Australia's World Cup squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭।
- "Sarah Taylor included in England's World Cup squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৭।
- "Mandhana returns to India squad for Women's World Cup"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭।
- "NZ pick 16-year-old Kerr for World Cup"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৭।
- "Pakistan ring in changes for Women's World Cup 2017"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- "Van Niekerk declared fit for Women's World Cup"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭।
- "Squads confirmed for ICC Women's World Cup 2017"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭।
- "West Indies pick 16-year-old quick for World Cup"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.