মোসেলিন ড্যানিয়েলস

মোসেলিন ড্যানিয়েলস (জন্ম: ০১ ফেব্রুয়ারী ১৯৯০) একজন আন্তর্জাতিক ক্রিকেটার; যিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে 8টি একদিনের আন্তর্জাতিক এবং ১৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।[1] ২০১৮ সালের মার্চে তিনি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ২০১৮-১৯ মৌসুমের জন্য চুক্তিপ্রাপ্ত ১৪ জন খেলোয়াড়দের মধ্যে অন্যতম একজন ছিলেন।[2]

মোসেলিন ড্যানিয়েলস
Moseline Daniels
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোসেলিন ড্যানিয়েলস
জন্ম (1990-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯০
পার্ল, দক্ষিন আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনবাহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনবাহাতি মাঝারি
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
  • দক্ষিন আফ্রিকা
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৭)
৬ অক্টোবর ২০১০ বনাম শ্রীলংকা
শেষ ওডিআই১৮ জুলাই ২০১৭ বনাম ইংল্যান্ড
ওডিআই শার্ট নং১৫
টি২০আই অভিষেক
(ক্যাপ ২৪)
১৪ অক্টোবর ২০১০ বনাম নেদারল্যান্ডস
শেষ টি২০আই১৮ নভেম্বর ২০১৮ বনাম বাংলাদেশ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
বোলান্দ মহিলা
পশ্চিম প্রদেশ নারী
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওয়ানডে টি২০
ম্যাচ সংখ্যা ৩৩ ২৭
রানের সংখ্যা ৪০ ১৮
ব্যাটিং গড় ১০.০০ ৪.৫০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১১* ৮*
বল করেছে ১৩৯৭ ৪৩৮
উইকেট ২৮ ১৬
বোলিং গড় ৩৩.২৫ ২৭.৩৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৪/২৫ ৩/১৭
ক্যাচ/স্ট্যাম্পিং ১০/– ৬/–
উৎস: ESPNcricinfo, ১৮ নভেম্বর ২০১৮

২০১৮ সালের নভেম্বর তারিখে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য ২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার জন্য দক্ষিণ আফ্রিকা মহিলা দলে তাকে অন্তর্ভূক্ত করা হয়েছিল।

তথ্যসূত্র

  1. "Player Profile: Moseline Daniels"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১০-১১-২৫
  2. "Ntozakhe added to CSA womens' contracts"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.