চামারি পোলগাম্পোলা

পোলগাম্পোলা রালালাগে চামারি সারোজিকা কুমারিহামি (জন্ম: ২০ মার্চ, ১৯৮১) ওয়ারাকাপোলা এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা শ্রীলঙ্কান প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।[1] শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। এছাড়াও জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিংয়েও পাশাপাশি ডানহাতে মিডিয়াম ফাস্ট বোলিং করে থাকেন চামারি পোলগাম্পোলা

চামারি পোলগাম্পোলা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপোলগাম্পোলা রালালাগে চামারি সারোজিকা কুমারিহামি
জন্ম (1981-03-20) ২০ মার্চ ১৯৮১
ওয়ারাকাপোলা, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
উৎস: ক্রিকইনফো, ৮ এপ্রিল ২০১৪
চামারি পোলগাম্পোলা
পদক রেকর্ড
মহিলাদের ক্রিকেট
 শ্রীলঙ্কা -এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস

ব্রোঞ্জপদক

২০১৪ ইনছনদলগত

খেলোয়াড়ী জীবন

শ্রীলঙ্কার মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিক দলের অধিনায়করূপে ২০০৯ সালে তিনটি খেলা পরিচালনা করেন। তন্মধ্যে, একটি খেলায় জয় পায় তার দল, বাকী দুইটিতে পরাজিত হয়। ২০১৪ সালে ইনছনে অনুষ্ঠিত ১৭শ এশিয়ান গেমসের ব্রোঞ্জপদক বিজয়ী শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০৫২০০৯ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছেন। আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ইনোকা রাণাবীরার অধিনায়কত্বে শ্রীলঙ্কা দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। এতে তিনিও অন্যতম সদস্য মনোনীত হন।[2]

তথ্যসূত্র

  1. "Chamari Polgampola"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৪
  2. "Squads confirmed for ICC Women's World Cup 2017"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.