শানেল ডেলি

শানেল ফ্রান্সিন ডেলি (ইংরেজি: Shanel Daley; জন্ম: ২৫ ডিসেম্বর, ১৯৮৮) জামাইকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ওয়েস্ট ইন্ডিয়ান প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার। বামহাতে মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি বামহাতে ব্যাটিং করে থাকেন শানেল ডেলি

শানেল ডেলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামশানেল ফ্রান্সিন ডেলি
জন্ম (1988-12-25) ২৫ ডিসেম্বর ১৯৮৮
জামাইকা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
ওডিআই অভিষেক
(ক্যাপ ৬৬)
৫ নভেম্বর ২০০৮ বনাম শ্রীলঙ্কা
টি২০আই অভিষেক১৩ জুন ২০০৬ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ৬৪ ৬৮
রানের সংখ্যা ৯৪১ ৪৬৪
ব্যাটিং গড় ২০.৪৫ ১২.২১
১০০/৫০ ০/৩ ০/০
সর্বোচ্চ রান ৬৩ ৪৮
বল করেছে ২৮২৭ ১৩৬৩
উইকেট ৭১ ৭২
বোলিং গড় ২২.০৯ ১৫.৪৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৪/২৯ ৫/১৫
ক্যাচ/স্ট্যাম্পিং ২২/– ১৫/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ১৩ মে ২০১৭

খেলোয়াড়ী জীবন

সমগ্র খেলোয়াড়ী জীবনে ৩১টি একদিনের আন্তর্জাতিক ও ২৪টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশ নিয়েছেন তিনি।[1] ৫ নভেম্বর, ২০০৮ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। এরপর ১৩ জুন, ২০০৯ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষিক্ত হন তিনি। ৯ মে, ২০১৭ তারিখে স্তাফানি টেলরকে অধিনায়ক করে ২০১৭ সালে অনুষ্ঠিতব্য মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫-সদস্যের তালিকা ঘোষণা করা হয়। এতে তিনিও অন্তর্ভূক্ত হন।[2]

ডিসেম্বর, ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ছয়জন ওয়েস্ট ইন্ডিয়ান মহিলা ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করা হয় যা এ অঞ্চলের মহিলা ক্রিকেটে গতিশীল করা প্রচেষ্টা হিসেবে বিবেচিত। এতে তিনিও অন্যতম ক্রিকেটার হিসেবে আমন্ত্রিত হন।[3]

তথ্যসূত্র

  1. "Player Profile: Shanel Daley"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১১
  2. "West Indies pick 16-year-old quick for World Cup"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭
  3. ESPNcricinfo staff (১৪ ডিসেম্বর ২০১০)। "WICB offers central contracts to six women cricketers"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১১

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.