ভবানীপুর বিধানসভা কেন্দ্র

ভবানীপুর(বিধানসভা কেন্দ্র) ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই পাতায় কালিঘাট (বিধানসভা কেন্দ্র) সম্পর্কে তথ্য রয়েছে।

ভবানীপুর
বিধানসভা কেন্দ্র
ভবানীপুর
ভবানীপুর
কলকাতা
স্থানাঙ্ক: ২২°৩১′৪৮″ উত্তর ৮৮°২০′৩৫″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাকলকাতা
কেন্দ্র নং.১৫৯
লোকসভা কেন্দ্র২৩.কলকাতা দক্ষিণ

এলাকা

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী,১৫৯ নং ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি নিম্নলিখিত ওয়ার্ড গুলি দ্বারা গঠিত হয়। এই বিধানসভার অন্তর্গত কলকাতা পৌরসংস্থার ওয়ার্ড নং ৬৩, ৭০, ৭১, ৭২,৭৩,৭৪, ৭৭ এবং ৮২[1] ভবানীপুর(বিধানসভা কেন্দ্র) ২৩নং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র এর অংশ।[1]

বিধানসভারর সদস্য

নির্বাচন
বছর
কেন্দ্রM.L.A.এর নামপার্টি
১৯৫১ভবানীপুরমিরা দত্ত গুপ্তভারতীয় জাতীয় কংগ্রেস[2]
কালীঘাটমনিকুন্তলা সেনভারতের কমিউনিস্ট পার্টি[2]
১৯৫৭ভবানীপুরসিদ্ধার্থ শংকর রায়ভারতীয় জাতীয় কংগ্রেস [3]
কালীঘাটমনিকুন্তলা সেনভারতের কমিউনিস্ট পার্টি[3]
১৯৬২ভবানীপুরসিদ্ধার্থ শংকর রায়নির্দল[4]
কালীঘাটবেভা মিত্রভারতীয় জাতীয় কংগ্রেস [4]
১৯৬৭বেভা মিত্রভারতীয় জাতীয় কংগ্রেস [5]
১৯৬৯সাধন গুপ্তভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)[6]
১৯৭১রথীন তালুকদারভারতীয় জাতীয় কংগ্রেস[7]
১৯৭২রথীন তালুকদারভারতীয় জাতীয় কংগ্রেস [8]
২০১১ভবানীপুরসুব্রত বক্সীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২০১১ উপ-নির্বাচনমমতা ব্যানার্জীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২০১৬মমতা ব্যানার্জীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

নির্বাচনী ফলাফল

২০১৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: ভবানীপুর বিধানসভা কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী ৬৫,৫২০ ৪৭.৬৭ -২৯.৭৯
কংগ্রেস দীপা দাসমুন্সী ৪০,২১৯ ২৯.২৬ +২৯.২৬
বিজেপি চন্দ্র কুমার বোস ২৬,২৯৯ ১৯.১৩ +১৯.১৩
বিএসপি নির্মল কান্তি সমাদ্দার ৬৬৯ ০.৪৯ +০.৪৯
নির্দল পিঙ্কি তেওয়ারি ৬০৪ ০.৪৪ +০.৪৪
অনান্য অনান্য ২,৪৬১ ১.৭৯ +১.৭৯
জয়ের ব্যবধান ২৫,৩০১ ১৮.৪১ -৩৮.৬৫
ভোটার উপস্থিতি ১,৩৭,৪৫৫ ৬৬.৮২ +২২.১০
তৃণমূল কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং -২৯.৮০

ভবানীপুর ১৯৫১ - ১৯৬২

১৯৫১ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভবানীপুরের একটি বিধানসভা আসন ছিল। বেশিরভাগ বছরে প্রতিযোগিতার সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু বেশিরভাগই বিজয়ী এবং রানার্সকে উল্লেখ করা হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস মিরা দত্ত গুপ্ত, নির্দল দেবনাথ দাস,বিপ্লবী সমাজতান্ত্রিক দলের সোমেন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্যদের পরাজিত করেন।[2] ১৯৫৭ সালে,ভারতীয় জাতীয় কংগ্রেসের সিদ্ধার্থ শংকর রায় প্রজা সোশালিস্ট পার্টির সৈলা সেনকে পরাজিত করেন।[3] ১৯৬২ সালে সিদ্ধার্থ শঙ্কর রায় স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রীতিন রায় চৌধুরী পরাজিত করে ভারতীয় জাতীয় কংগ্রেস।[4]

তথ্যসূত্র

  1. "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (PDF)West Bengal (ইংরেজি ভাষায়)। নির্বাচন কমিশন of India। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৫
  2. "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (PDF)179 (ইংরেজি ভাষায়)। নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫
  3. "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (PDF)146 (ইংরেজি ভাষায়)। নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫
  4. "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (PDF)115 (ইংরেজি ভাষায়)। নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫
  5. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (PDF)137 (ইংরেজি ভাষায়)। নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ February 2015 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  6. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (PDF)137 (ইংরেজি ভাষায়)। নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫
  7. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF)137 (ইংরেজি ভাষায়)। নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫
  8. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF)137 (ইংরেজি ভাষায়)। নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.