পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯১

পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১, বাংলাদেশে ২৭শে ফেব্রুয়ারি ১৯৯১ সালে অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে দুটি প্রধান দল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে ছিল খালেদা জিয়া। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ৪২৪জন সতন্ত্র প্রার্থীসহ ৭৫টি দল থেকে মোট ২৭৮৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি জয় লাভ করে। তারা ৩০০টি আসনের মধ্যে ১৪০টি আসন লাভ করে। মোট ভোট গৃহীত হয়েছিল ৫৫.৪%।[1]

বাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৯১

২৭ ফেব্রুয়ারি ১৯৯১ (1991-02-27)

জাতীয় সংসদের ৩০০টি আসনের
সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ১৫১টি আসন
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা খালেদা জিয়া শেখ হাসিনা
দল বিএনপি আওয়ামী লীগ
নেতা হয়েছেন ১৯৮৪ ১৯৮১
নেতার আসন ফেনী-১ গোপালগঞ্জ-৩
সর্বশেষ নির্বাচন বর্জন বর্জন
আসনে জিতেছে ১৪০ ৮৮
Popular ভোট ১০,৫০৭,৫৪৯ ১০,২৫৯,৮৬৬
শতকরা ৩০.৮% ৩০.০১%

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

হুসেইন মুহাম্মদ এরশাদ
জাতীয় পার্টি

মনোনীত প্রধানমন্ত্রী

খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

এই নিবন্ধটি
বাংলাদেশের রাজনীতি ও সরকার
ধারাবাহিকের অংশ

রাজনীতি প্রবেশদ্বার

ফলাফল

দল ভোট % আসন +/-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল১০,৫০৭,৫৪৯৩০.৮১৪০নতুন
বাংলাদেশ আওয়ামী লীগ১০,২৫৯,৮৬৬৩০.১৮৮নতুন
বাংলাদেশ জামায়াতে ইসলামী৪,১৩৬,৪৬১১২.১১৮নতুন
জাতীয় পার্টি৪,০৬৩,৫৩৭১১.৯৩৫-২১৬
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ৬১৬,০১৪১.৮নতুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি৪০৭,৫১৫১.২নতুন
ইসলামী ঐক্য জোট২৬৯,৪৩৪০.৮নতুন
জাতীয় আওয়ামী পার্টি (মুজাফ্‌ফর)২৫৯,৯৭৮০.৮নতুন
গণতান্ত্রিক পার্টি১৫২,৫২৯০.৪নতুন
জাতীয় ডোমোক্র্যাটিক পার্টি১২১,৯১৮০.৪নতুন
জাতীয় সমাজতান্ত্রিক দল (সিরাজ)৮৪,২৭৬০.২-২
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি৬৩,৪৩৪০.২নতুন
৬৩টি অন্যান্য দল১,৬৬৩,৮৩৪৪.৯-
সতন্ত্র১,৪৯৭,৩৬৯৪.৪-২২
অবৈধ/খালি ভোট৩৭৪,০২৬---
মোট৩৪,৪৭৭,৮০৩১০০৩০০
উৎস: Nohlen et al.
কিছু তথ্য
  • মোট ভোট কেন্দ্র - ২৪,১৫৪
  • মোট ভোটর - ৬,২১,৮১,৭৪৩[2]
    • পুরুষ - ৩,৩০,৪০,৭৭৫
    • মহিলা - ২,৯১,৪০,৯৮৬
  • মোট মহিলা প্রার্থী - ৩৭

তথ্যসূত্র

  1. Nohlen, D, Grotz, F & Hartmann, C (2001) Elections in Asia: A data handbook, Volume I, p537 ISBN 019924958
  2. "বাংলাদেশ নির্বাচন কমিশন"। ১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.