নবগ্রাম বিধানসভা কেন্দ্র

নবগ্রাম (বিধানসভা কেন্দ্র) ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি এসসি এর জন্য সংরক্ষিত।

নবগ্রাম
বিধানসভা কেন্দ্র
নবগ্রাম
নবগ্রাম
পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক: ২৪°০৭′২২″ উত্তর ৮৮°১২′২৩″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলামুর্শিদাবাদ
কেন্দ্র নং.৬৫
আসনএসসি এর জন্য সংরক্ষিত
লোকসভা কেন্দ্র৯.জঙ্গিপুর
নির্বাচনী বছর১৮৩,৩৩৬ (২০১১)

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৬৫ নং নবগ্রাম বিধানসভা কেন্দ্রটি নবগ্রাম সমষ্টি উন্নয়ন ব্লক এবং নিয়াল্লিসপাড়া গোয়ালজান, রাধারঘাট-১, রাধারঘাট-২ এবং সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েত গুলি বহরমপুর সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[1]

নবগ্রাম বিধানসভা কেন্দ্রটি ৯ নং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[1]

বিধানসভার বিধায়ক

নির্বাচন
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৬৭নবগ্রামএ.কে. বক্সীভারতীয় জাতীয় কংগ্রেস[2]
১৯৬৯বীরেন্দ্র নারায়ণ রায়নির্দল[3]
১৯৭১বীরেন্দ্র নারায়ণ রায়নির্দল[4]
১৯৭২আদিত্য চরণ দত্তভারতীয় জাতীয় কংগ্রেস[5]
১৯৭৭বীরেন্দ্র নারায়ণ রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[6]
১৯৮২বীরেন্দ্র নারায়ণ রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[7]
১৯৮৭বীরেন্দ্র নারায়ণ রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[8]
১৯৯১শিশির কুমার সরকারভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[9]
১৯৯৬অধীর রঞ্জন চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস[10]
২০০০ উপনির্বাচননৃপেন চৌধুরীভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[11]
২০০১নৃপেন চৌধুরীভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[12]
২০০৬মুকুল মণ্ডলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[13]
২০১১কানাই চন্দ্র মণ্ডলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[14]

নির্বাচনী ফলাফল

২০১৬

২০১৬ সালের নির্বাচনে, সিপিআই (এম) -এর কানাই চন্দ্র মণ্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দিলীপ সাহাকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: নবগ্রাম (এসসি) কেন্দ্র[14][15]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) কানাই চন্দ্র মণ্ডল ৯৯,৫৪৫ ৫৫.৮০%
তৃণমূল কংগ্রেস দিলীপ সাহা ৬১,১০২ ৩৪.২০%
বিজেপি সুশান্ত মার্জিত ১৩,০৮৪ ৭.৩০%
এসপি রাধা মাধব মণ্ডল ২,৩৭২ ১.৩০%
ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া অমিত মেহেনা ১,২৩২ ০.৭০%
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) বাবুন মণ্ডল ১,১৪৩ ০.৬০%
সংখ্যাগরিষ্ঠতা ৩৮,৪৩৩
ভোটার উপস্থিতি ১,৭৮,৪৭৮ ৮৭.৬৫
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং -৪.৩৪#

২০১১

২০১১ সালের নির্বাচনে, সিপিআই (এম) -এর কানাই চন্দ্র মণ্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রবল সরকারকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:নবগ্রাম (এসসি) কেন্দ্র [14][15]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) কানাই চন্দ্র মণ্ডল ৭৮,৭০৩ ৪৮.৯৮ -৩.২০
কংগ্রেস প্রবল সরকার ৭১,১৪৭ ৪৪.২৭ +১.১৪#
বিজেপি দীলিপ হালদার ৪,৪৯৮ ২.০৫
এসডিপিআই গুরুপদ দাস ৩,২৯৮
নির্দল অনিল মণ্ডল ৩,০৫৭
ভোটার উপস্থিতি ১৬০,৬৯৪ ৮৭.৬৫
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং -৪.৩৪#

২০০০ উপনির্বাচন

১৭ ফেব্রুয়ারি, ২০০০ সালের উপনির্বাচনে, বিধায়ক অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর (লোকসভা কেন্দ্রের) সংসদ সদস্য রুপে নির্বাচিত হয়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০০০:নবগ্রাম কেন্দ্র [11]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) নৃপেন চৌধুরী ৬২,৬৪৮ ৪৯.৭২
কংগ্রেস শ্যামল রায় ৫৪,৩৩৯ ৪৩.১৩
তৃণমূল কংগ্রেস নির্মল কুমার দত্ত ৮,৭০৭ ৬.৯১
নির্দল প্রনব ঘোষ ১৮৪ ০.১৪
নির্দল দেবাশিষ সরকার ১২২ ০.১০
সংখ্যাগরিষ্ঠতা ১৭১,১৮৯ ৮৯.৯৯
ভোটার উপস্থিতি ১,২৭,১৮৬
কংগ্রেস থেকে সিপিআই(এম) অর্জন করেছে ঘুরে যাওয়া +২১.২৭

১৯৯৬

১৯৯৬ সালের নির্বাচনে, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর মুজাফফার হোসেনকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৯৬:নবগ্রাম কেন্দ্র[10][16]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী ৭৬,৮৫২ ৫৫.৮৪%
সিপিআই(এম) মুজাফফার হোসেন ৫৬,৫২৩ ৪১.০৭%
বিজেপি আলাউদ্দিন শেখ ২,৬৭১ ১.৯৪%
শিব সেনা অনাথ বন্ধু দাস ৮৯৮ ০.৬৫%
বিএসপি সৌমেন দাস ৪৭৮ ০.৩৫%
জেডি(ইউ) বঙ্কিম চন্দ্র ঘোষ ২০৮ ০.১৫%
সংখ্যাগরিষ্ঠতা ২০,৩২৯
ভোটার উপস্থিতি ১,৩৭,৬৩০ ৮৯.৭১%
সিপিআই(এম) থেকে কংগ্রেস অর্জন করেছে ঘুরে যাওয়া

১৯৭৭-২০০৬

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে[13], সিপিআই (এম) -র মুকুল মণ্ডল নবগ্রাম কেন্দ্র থেকে জয়লাভ করেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রথীন ঘোষকে পরাজিত করেন। ২০০১ সালে সিপিআই (এম) -এর নৃপেন চৌধুরী কংগ্রেসের অরিত মজুমদারকে পরাজিত করেন।[12] অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০০ সালের উপনির্বাচনে, সিপিআই (এম) -এর নৃপেন চৌধুরী কংগ্রেসের শ্যামল রায়কে পরাজিত করেন। ২০০০ সালের উপনির্বাচনে, বিধায়ক অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর (লোকসভা কেন্দ্রের) সংসদ সদস্য রুপে নির্বাচিত হয়। ১৯৯৬ সালে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী সিপিআই (এম) -এর মুজাফফার হোসেনকে পরাজিত করেছিলেন।[10] ১৯৯১ সালে সিপিআই (এম) -এর শিশির কুমার সরকার কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছিল।[9] ১৯৮৭[8] এবং ১৯৮২ সালে[7] সিপিআই (এম) -এর বীরেন্দ্র নারায়ণ রায় কংগ্রেসের প্রদীপ মজুমদারকে পরাজিত করেন এবং ১৯৭৭ সালে জনতা পার্টির দুর্গাপদ সিংহ পরাজিত করেন।[6][17] পরে শ্রী প্রদীপ মজুমদার পশ্চিমবঙ্গের বহরমপুর পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি নির্বাচনে জয়ী হন এবং সফলভাবে বহরমপুর পৌরসভার প্রধান হয়ে উঠেন।

১৯৬৭-১৯৭২

কংগ্রেসের আদিত্য চরণ দত্ত ১৯৭২ সালে জয়ী হন।[5] নির্দলের বীরেন্দ্র নারায়ণ রায় ১৯৭১[4] এবং ১৯৬৯ সালে জয়ী হন।[3] কংগ্রেসের এ. কে. বক্সী ১৯৬৭ সালে জয়ী হন।[2] নবগ্রাম কেন্দ্রটি এর আগে বিদ্যমান ছিল না।

তথ্যসূত্র

  1. "Delimitation Commission Order No. 18" (PDF)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪
  2. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  3. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  4. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  5. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  6. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  7. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  8. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  9. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  10. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  11. "AC By Election: Nabagram 2000"AC No 163 (ইংরেজি ভাষায়)। India Votes। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫
  12. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  13. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  14. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  15. "West Bengal Assembly Election 2011"Nabagram (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১
  16. "West Bengal Assembly Election 1996"Entally (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ১ মে ২০১১
  17. "57 - Nabagram Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.