২০১৬ এশিয়া কাপ ফাইনাল

২০১৬ এশিয়া কাপ ফাইনাল ক্রিকেট ম্যাচটি একটি দিবা-রাত্রি ব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা যেটি ২০১৬ সালের ৬ মার্চ বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হয় ২০১৬ এশিয়া কাপ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল নির্ধারণের জন্য।[1]

২০১৬ এশিয়া কাপ ফাইনাল
প্রতিযোগিতা২০১৬ এশিয়া কাপ
বাংলাদেশ ভারত
১২০/৫ ১২২/২
(১৫ ওভার) (১৩.৫ ওভার)
ভারত ৮ উইকেটে জয়ী
তারিখ৬ মার্চ ২০১৬
মাঠশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
ম্যাচসেরা খেলোয়াড় শিখর ধাওয়ান
আম্পায়ার রুচিরা পল্লিয়াগুরু
সোজাব রাজা
২০১৪

খেলার সংক্ষিপ্ত-সার

খেলা শুরুর কয়েক ঘন্টা পূর্বে বৃষ্টি হওয়ার ফলে ২০ ওভারের ম্যাচটিকে ১৫ ওভারে পুনর্নির্ধারণ করা হয়; ফলে ফিল্ডিং সীমাবদ্ধতা ৫ ওভারের জন্য এবং প্রতি বোলার ৩ ওভার করে বোলিং করার সুযোগ পায়।

টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ দল ব্যাটিং করে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান করতে সক্ষম হয় এবং প্রতিপক্ষকে ১৫ ওভারে ১২১ রান করার টার্গেট দেয়। ভারত ২ উইকেট হারিয়ে ইংসের ১৩ বল বাকী থাকতেই লক্ষ্যে পৌছে যায় এবং ২০১৬ এশিয়া কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

স্কোরকার্ড

বাংলাদেশ ব্যাটিং
ব্যাটসম্যান রান বল স্ট্রাইক রেট
তামিম ইকবাল১৩১৭৭৬.৪৭
সৌম্য সরকার১৪১৫৫.৫৫
সাব্বির রহমান৩২২৯১১০.৩৪
সাকিব আল হাসান২১১৬১৩১.২৫
মুশফিকুর রহিম৮০.০০
মাশরাফি বিন মর্তুজা০.০০
মাহমুদুল্লাহ রিয়াদ৩৩১৩২৩৪.৭৮
নাসির হোসেনব্যাট করেনি--
আল-আমিন হোসেনব্যাট করেনি--
আবু হায়দারব্যাট করেনি--
তাসকিন আহমেদব্যাট করেনি--
মোট১২০/৫(১৫ ওভার)রান রেট: ৮.০০
ভারত বোলিং
বোলার ওভার মেইডেন রান উইকেট
রবিচন্দ্রন অশ্বিন১৪
আশীষ নেহরা৩৩
জসপ্রীত বুমরাহ১৩
রবীন্দ্র জাদেজা২৪
হারদিক পাণ্ডা৩৫
ভারত ব্যাটিং
ব্যাটসম্যান রান বল স্ট্রাইক রেট
রোহিত শর্মা২০.০০
শিখর ধাওয়ান৬০৪৪১৩৬.৩৬
বিরাট কোহলি৪১২৮১৪৬.৪২
মহেন্দ্র সিং ধোনি২০৩৩৩.২৫
সুরেশ রায়নাব্যাট করেনি--
যুবরাজ সিংব্যাট করেনি--
হারদিক পাণ্ডাব্যাট করেনি--
রবীন্দ্র জাদেজাব্যাট করেনি--
রবিচন্দ্রন অশ্বিনব্যাট করেনি--
জসপ্রীত বুমরাহব্যাট করেনি--
আশীষ নেহরাব্যাট করেনি--
মোট১২২/২(১৩.৫ ওভার)রান রেট: ৯.৩৭
বাংলাদেশ বোলিং
বোলার ওভার মেইডেন রান উইকেট
তাসকিন আহমেদ১৪
আল-আমিন হোসেন২.৫৩০
আবু হায়দার রনি১৪
সাকিব আল হাসান২৬
মাশরাফি বিন মর্তুজা১৬
নাসির হোসেন২২

উৎস :

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "খেলার চুম্বক অংশ"Cricbuzz। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.