১৯৮৬ এশিয়া কাপ

১৯৮৬ এশিয়া কাপ (জন প্লেয়ার গোল্ডলিফ ট্রফি হিসাবেও পরিচিত) হলো এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় আসর, যা ১৯৮৬ সালের ৩০ মার্চ হতে ৬ এপ্রিল সময়কালের মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।

১৯৮৬ এশিয়া কাপ
ব্যবস্থাপকএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন পদ্ধতি
আয়োজক শ্রীলঙ্কা
বিজয়ী শ্রীলঙ্কা (১ম শিরোপা)
রানার-আপ পাকিস্তান
অংশগ্রহণকারী
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা
খেলোয়াড়
অর্জুনা রানাতুঙ্গা
সর্বোচ্চ রান অর্জুনা রানাতুঙ্গা (১০৫)
সর্বোচ্চ উইকেট আবদুল কাদির (৯)

১৯৮৬ এশিয়া কাপ ছিলো রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতা যেখানে প্রতিটি দল প্রতিটি দলের সাথে একবার করে মোকাবেলা করে এবং পয়েন্ট তালিকার শীর্ষস্থানীয় দুটি দল ফাইনালে মুখোমুখি হয়। পাকিস্তান দুটি খেলাতেই জয় লাভ করে ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়। ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে শ্রীলঙ্কা তাদের প্রথম এশিয়া কাপের শিরোপা জয় করে।

খেলাসমূহ

গ্রুপ পর্যায়

দলখেলাজয়পরাজয়টাইঅমীমাংসীতপয়েন্টরান রেট
 পাকিস্তান৩.৮২৩
 শ্রীলঙ্কা৩.৭৯৬
 বাংলাদেশ২.৭৯৫

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.