২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – মহিলাদের ১০০ মিটার

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ১০০মিটার সবেগে দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৬ ও ১৭ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[1]

XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ১০০ মিটার
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ১৬ই আগস্ট (হিট)
১৭ই আগস্ট (সেমিফাইনাল ও ফাইনাল)
প্রতিযোগী৬৯ টি দেশের ৮৫জন প্রতিযোগী
পদকবিজয়ী
   জ্যামাইকা
   জ্যামাইকা
   জ্যামাইকা
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ

২০০৮ অলিম্পিকে যোগ্যতানির্ণয়ের মাপকাঠি ছিল ১১.৩২ সেকেন্ড (এ মান) এবং ১১.৪২ সেকেন্ড (বি মান)।[2]

এই প্রতিযোগিতায় জামাইকার প্রতিযোগিনীরা সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। শেলি-অ্যান ফ্রেজার স্বর্ণপদক জেতেন এবং শ্যারন সিম্পসনক্যারন স্টুয়ার্ট রৌপ্য পদক জেতেন। যেহেতু, সিম্পসন ও স্টুয়ার্ট দুজনেই একই সময় ১০.৯৮ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন, তাই দুটি রৌপ্য পদক দেওয়া হয়; ফলে সরকারিভাবে, কোনো ব্রোঞ্জ পদক দেওয়া হয় নি।[3]

ফাইনালে পিস্তল ছোঁড়ার মুহূর্তে আমেরিকান দৌড়বীর টোরি এডওয়ার্ডস নড়ে ওঠেন, এবং সম্ভবতঃ মনে করেছিলেন আবার প্রতিযোগিতা শুরু হবে; কিন্তু, তা না হওয়ায় তিনি সবশেষে প্রতিযোগিতা শেষ করেন।[4] প্রতিযোগিতার শেষে, যুক্তরাষ্ট্র দলের পক্ষ থেকে এডওয়ার্ডসের ভুল শুরুর কারণ দেখিয়ে পুনর্বার দৌড়ের অনুরোধ করা হয়, কিন্তু তা খারিজ হয়ে যায় ও ফলাফল একই থাকে।[5] এডওয়ার্ডসের বিবৃতি সত্বেও, প্রকৃতপক্ষে তার প্রতিক্রিয়ার সময় ০.১৭৯ সেকেন্ড দ্রুততম না হলেও আটজন প্রতিযোগিনীর মধ্যে ধীরতমও ছিল না।[6][7] হয়ত, তিনি যখন নড়ে ওঠেন তখন তিনি পায়ের কাছের ব্লকগুলিতে যথেষ্ট পরিমাণ চাপ দেননি যাতে অ্যালার্ম বেজে ওঠে, বা হয়তো, তার শরীরের উপরের অংশই শুধু নড়ে ওঠে; পা ছিল স্থির।[6]

রেকর্ড

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার (USA)১০.৪৯ সেকেন্ডইন্ডিয়ানাপোলিস, যুক্তরাষ্ট্র১৬ই জুলাই ১৯৮৮
অলিম্পিক রেকর্ড ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার (USA)১০.৬২ সেকেন্ডসিওল, দক্ষিণ কোরিয়া২৪শে সেপ্টেম্বর ১৯৮৮

এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।

ফলাফল

এখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -

রাউন্ড ১

প্রত্যেক হিটের প্রথম তিনজন ও সবমিলিয়ে পরবর্তী সেরা দশজনকে নিয়ে কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড ২ অনুষ্ঠিত হয়।

ক্রমহিটপ্রতিযোগিনীরাষ্ট্রসময়টিকা
ওলুডামোলা ওসায়ুমি নাইজেরিয়া১১.১৩Q
ডেবি ফার্গুসন বাহামা দ্বীপপুঞ্জ১১.১৭Q
দারিয়া কোরজিন্স্কা পোল্যান্ড১১.২২Q, PB
ইভজেনিয়া পলিয়াকোভা রাশিয়া১১.২৪Q
টোরি এডওয়ার্ডস মার্কিন যুক্তরাষ্ট্র১১.২৬Q
১০ক্যারন স্টুয়ার্ট জ্যামাইকা১১.২৮Q
জ্যানেট কোয়াকি গ্রেট ব্রিটেন১১.৩০Q
চন্দ্রা স্টুরাপ বাহামা দ্বীপপুঞ্জ১১.৩০Q
১০ইজিন ওকপারেবো নরওয়ে১১.৩২Q, NR
১০কিম গেভার্ট বেলজিয়াম১১.৩৩Q
১০আইভেট লালোভা বুলগেরিয়া১১.৩৩Q
১০মুনা লি মার্কিন যুক্তরাষ্ট্র১১.৩৩Q
১৩শেলি-অ্যান ফ্রেজার জ্যামাইকা১১.৩৫Q
১৪মন্টেল ডগলাস গ্রেট ব্রিটেন১১.৩৬Q
১৫ক্রিস্টিন অ্যারন ফ্রান্স১১.৩৭Q
১৬লরিন ঊইলিয়ামস মার্কিন যুক্তরাষ্ট্র১১.৩৮Q
১৭কেলি-অ্যান ব্যাপটিস্ট ত্রিনিদাদ ও টোবাগো১১.৩৯Q
১৭ইয়োমারা হিনেস্ট্রোজা কলম্বিয়া১১.৩৯q
১৯য়ুলিয়া নেস্টসিয়ারেঙ্কা বেলারুশ১১.৪০Q
২০১০ল্যাভার্ন জোন্স-ফেরেট ভার্জিন দ্বীপপুঞ্জ১১.৪১Q
২১লিনা গ্রিঙ্কিকাইট লিথুয়ানিয়া১১.৪৩Q
২১অ্যানিটা পিস্টন ইতালি১১.৪৩Q
২৩গুজেল খুব্বিয়েভা উজবেকিস্তান১১.৪৪Q
২৪ভার্জিন বেনাভিডেস কিউবা১১.৪৫Q, SB
২৫জেড বেইলি বার্বাডোস১১.৪৬Q
২৫তাহেসিয়া হ্যারিগান ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ১১.৪৬Q, SB
২৭ভিডা অ্যানিম ঘানা১১.৪৭Q
২৮ভার্জিল হজ সেন্ট কিট্‌স ও নেভিস১১.৪৮q
২৮শ্যারন সিম্পসন জ্যামাইকা১১.৪৮Q
৩০১০বারবারা পিয়ের হাইতি১১.৫২q
৩১সেময় হ্যাকেট ত্রিনিদাদ ও টোবাগো১১.৫৩q
৩২১০নাতালিয়া মুরিনোভিচ রাশিয়া১১.৫৫q
৩২সাশা স্প্রিঙ্গার-জোন্স ত্রিনিদাদ ও টোবাগো১১.৫৫q, SB
৩৪লুসিমার ডি মৌরা ব্রাজিল১১.৬০q
৩৪নাতালিয়া পোরেবনিয়াক ইউক্রেন১১.৬০q
৩৬ফ্র্যাঙ্কা ইডোকো নাইজেরিয়া১১.৬১q
৩৬নাতালিয়া রুসাকোভা রাশিয়া১১.৬১q
৩৮রুডি জ্যাং মিলামা গ্যাবন১১.৬২Q
৩৯মরিয়াম লিওনি মানি ক্যামেরুন১১.৬৪Q
৪০শেরি ফ্লেচার গ্রেনাডা১১.৬৫
৪০লরা টার্নার গ্রেট ব্রিটেন১১.৬৫
৪০থি হুওং ভু ভিয়েতনাম১১.৬৫Q
৪৩ইনা এফতিমোভা বুলগেরিয়া১১.৬৭
৪৪মে কোইমি পাপুয়া নিউগিনি১১.৬৮
৪৫তেজান নাইমোভা বুলগেরিয়া১১.৭০
৪৬হালিমাত ইসমাইলা নাইজেরিয়া১১.৭২
৪৭কাইসাতো ফুকুশিমা জাপান১১.৭৪
৪৮আফো আমান্ডাইন আলৌ কোত দিভোয়ার১১.৭৫
৪৯পিয়া তাজনিকার স্লোভেনিয়া১১.৮২
৪৯জুটামাস থাভোঞ্চারোন থাইল্যান্ড১১.৮২SB
৫১ওয়াং জিং চীন১১.৮৭
৫২আহামদা ফেটা কোমোরোস১১.৮৮
৫৩ভ্যালেন্টিনা নাজারোভা তুর্কমেনিস্তান১১.৯৪
৫৪সোনিয়া উইলিয়ামস অ্যান্টিগুয়া ও বার্বুডা১২.০৪
৫৫নিরিনাহারিফিডি রামিলিজাওনা মাদাগাস্কার১২.০৭
৫৬টিমিকা ক্লার্ক বাহামা দ্বীপপুঞ্জ১২.১৬
৫৭১০শার্লিন অ্যাটার্ড মাল্টা১২.২০
৫৮ফাতৌ তিয়ানা গাম্বিয়া১২.২৫PB
৫৯ডানা আব্দুলরাজাক ইরাক১২.৩৬PB
৬০কিন ঈ ওয়ান হংকং১২.৩৭
৬১সাদাফ সিদ্দিকি পাকিস্তান১২.৪১
৬২বিউটি নাজমুন নাহার বাংলাদেশ১২.৫২
৬৩১০মাইকেলা কার্গবো সিয়েরা লিওন১২.৫৪
৬৪হিনিক্সিয়া আলবার্টিন জিকার্ট চাদ১২.৫৫
৬৫ফ্র্যাঙ্কা মাগালি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র১২.৫৭PB
৬৬১০মিলেনা মিলাসেভিচ মন্টিনিগ্রো১২.৬৫
৬৭মঁসেরা পুজোল অ্যান্ডোরা১২.৭৩
৬৮অ্যানি খাচিকেয়ান আর্মেনিয়া১২.৭৬
৬৯আইভ্যানা রোজম্যান উত্তর মেসিডোনিয়া১২.৯২
৭০তিতলিন্দা সৌ কম্বোডিয়া১২.৯৮PB
৭১ঘারিদ ঘ্রৌফ ফিলিস্তিন১৩.০৭NR
৭২জেসিকা অ্যাগুইলেরা নিকারাগুয়া১৩.১৫
৭২১০চন্দ্র কলা থাপা নেপাল১৩.১৫
৭৪পেওরিয়া কোশিবা পালাউ১৩.১৮
৭৫পাউলিন কোয়ালিয়া সলোমন দ্বীপপুঞ্জ১৩.২৮PB
৭৬কোরা আলিক্টো গুয়াম১৩.৩১PB
৭৬এলিস ল্যাপেনমাল ভানুয়াটু১৩.৩১
৭৮ওয়াসীলা সাদ ইয়েমেন১৩.৬০NR
৭৯বৌঙ্কৌ কামারা মৌরিতানিয়া১৩.৬৯
৮০মারিয়া ইকেলাপ মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য১৩.৭৩SB
৮১ফিলেল্যাক স্যাকপাসিউথ লাওস১৩.৮৬
৮২বুথাইনা আল-ইয়াকুবি ওমান১৩.৯০
৮৩আসেনাত মানোয়া টুভালু১৪.০৫NR
৮৪ফাথিয়া আলি বুরেল জিবুতি১৪.২৯
৮৫রবিনা মুকিমার আফগানিস্তান১৪.৮০

রাউন্ড ২

প্রত্যেক হিটের প্রথম তিনজন (Q) ও সবমিলিয়ে পরবর্তী সেরা (q) একজনকে নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

ক্রমহিটপ্রতিযোগিনীরাষ্ট্রসময়টিকা
ক্যারন স্টুয়ার্ট জ্যামাইকা১০.৯৮Q
শ্যারন সিম্পসন জ্যামাইকা১১.০২Q
শেলি-অ্যান ফ্রেজার জ্যামাইকা১১.০৬Q
লরিন ঊইলিয়ামস মার্কিন যুক্তরাষ্ট্র১১.০৭Q
মুনা লি মার্কিন যুক্তরাষ্ট্র১১.০৮Q
কিম গেভার্ট বেলজিয়াম১১.১০Q
ইভজেনিয়া পলিয়াকোভা রাশিয়া১১.১৩Q, SB
য়ুলিয়া নেস্টসিয়ারেঙ্কা বেলারুশ১১.১৪q, SB
চন্দ্রা স্টুরাপ বাহামা দ্বীপপুঞ্জ১১.১৬Q
১০জ্যানেট কোয়াকি গ্রেট ব্রিটেন১১.১৮Q, PB
১১ডেবি ফার্গুসন বাহামা দ্বীপপুঞ্জ১১.২১Q
১২ওলুডামোলা ওসায়ুমি নাইজেরিয়া১১.২৮Q
১৩টোরি এডওয়ার্ডস মার্কিন যুক্তরাষ্ট্র১১.৩১Q
১৪ভিডা অ্যানিম ঘানা১১.৩২Q
১৫লিনা গ্রিঙ্কিকাইট লিথুয়ানিয়া১১.৩৩Q, PB
১৬ক্রিস্টিন অ্যারন ফ্রান্স১১.৩৬
১৬তাহেসিয়া হ্যারিগান ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ১১.৩৬SB
১৮মন্টেল ডগলাস গ্রেট ব্রিটেন১১.৩৮
১৯ভার্জিন বেনাভিডেস কিউবা১১.৪০SB
১৯আইভেট লালোভা বুলগেরিয়া১১.৪০Q
২১দারিয়া কোরজিন্স্কা পোল্যান্ড১১.৪১
২২কেলি-অ্যান ব্যাপটিস্ট ত্রিনিদাদ ও টোবাগো১১.৪২
২৩ভার্জিল হজ সেন্ট কিট্‌স ও নেভিস১১.৪৫
২৩ইজিন ওকপারেবো নরওয়ে১১.৪৫
২৫সেময় হ্যাকেট ত্রিনিদাদ ও টোবাগো১১.৪৬
২৬গুজেল খুব্বিয়েভা উজবেকিস্তান১১.৪৯
২৬নাতালিয়া রুসাকোভা রাশিয়া১১.৪৯
২৮নাতালিয়া মুরিনোভিচ রাশিয়া১১.৫১
২৯ল্যাভার্ন জোন্স-ফেরেট ভার্জিন দ্বীপপুঞ্জ১১.৫৫
২৯নাতালিয়া পোরেবনিয়াক ইউক্রেন১১.৫৫
৩১বারবারা পিয়ের হাইতি১১.৫৬
৩২অ্যানিটা পিস্টন ইতালি১১.৫৬
৩৩রুডি জ্যাং মিলামা গ্যাবন১১.৫৯
৩৪মরিয়াম লিওনি মানি ক্যামেরুন১১.৬৫
৩৫ইয়োমারা হিনেস্ট্রোজা কলম্বিয়া১১.৬৬
৩৫ফ্র্যাঙ্কা ইডোকো নাইজেরিয়া১১.৬৬
৩৭জেড বেইলি বার্বাডোস১১.৬৭
৩৭লুসিমার ডি মৌরা ব্রাজিল১১.৬৭
৩৯থি হুওং ভু ভিয়েতনাম১১.৭০
৪০সাশা স্প্রিঙ্গার-জোন্স ত্রিনিদাদ ও টোবাগো১১.৭১

সেমিফাইনাল

প্রত্যেক হিটের প্রথম চারজনকে (Q) নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়।

ক্রমহিটপ্রতিযোগিনীরাষ্ট্রসময়টিকা
শেলি-অ্যান ফ্রেজার জ্যামাইকা১১.০০Q
ক্যারন স্টুয়ার্ট জ্যামাইকা১১.০৫Q
মুনা লি মার্কিন যুক্তরাষ্ট্র১১.০৬Q
লরিন ঊইলিয়ামস মার্কিন যুক্তরাষ্ট্র১১.১০Q
শ্যারন সিম্পসন জ্যামাইকা১১.১১Q
টোরি এডওয়ার্ডস মার্কিন যুক্তরাষ্ট্র১১.১৮Q
জ্যানেট কোয়াকি গ্রেট ব্রিটেন১১.১৯Q
ডেবি ফার্গুসন বাহামা দ্বীপপুঞ্জ১১.২২Q
চন্দ্রা স্টুরাপ বাহামা দ্বীপপুঞ্জ১১.২২
১০য়ুলিয়া নেস্টসিয়ারেঙ্কা বেলারুশ১১.২৬
১১কিম গেভার্ট বেলজিয়াম১১.৩০
১২ইভজেনিয়া পলিয়াকোভা রাশিয়া১১.৩৮
১৩ওলুডামোলা ওসায়ুমি নাইজেরিয়া১১.৪৪
১৪লিনা গ্রিঙ্কিকাইট লিথুয়ানিয়া১১.৫০
১৫আইভেট লালোভা বুলগেরিয়া১১.৫১
১৫ভিডা অ্যানিম ঘানা১১.৫১

ফাইনাল

ক্রম প্রতিযোগিনী রাষ্ট্র প্রতিক্রিয়ার
সময়
সময় টিকা
শেলি-অ্যান ফ্রেজার জ্যামাইকা ০.১৯০ ১০.৭৮ PB
শ্যারন সিম্পসন জ্যামাইকা ০.১৫৫ ১০.৯৮
ক্যারন স্টুয়ার্ট জ্যামাইকা ০.২৩২ ১০.৯৮
লরিন ঊইলিয়ামস মার্কিন যুক্তরাষ্ট্র ০.১৪৯ ১১.০৩
মুনা লি মার্কিন যুক্তরাষ্ট্র ০.২৩৪ ১১.০৭
জ্যানেট কোয়াকি গ্রেট ব্রিটেন ০.১৬১ ১১.১৪ PB
ডেবি ফার্গুসন বাহামা দ্বীপপুঞ্জ ০.১৬৭ ১১.১৯
টোরি এডওয়ার্ডস মার্কিন যুক্তরাষ্ট্র ০.১৭৯ ১১.২০

তথ্যসূত্র

  1. "Olympic Athletics Competition Schedule"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪
  2. "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"IAAF। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪
  3. "Results Women's 100m Final"BOCOG। ২০ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৭
  4. Scott M. Reid (২০০৮)। "Torri Edwards hesitates for false start call, finishes last in 100 sprint"। NBC Beijing Olympics 2008। ১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৮
  5. Fraser leads Jamaica 100m sweep - BBC Sport
  6. When is a false start not a false start?. Reuters India. August 18, 2008. সংগৃহীত হয়েছে ২০০৮-০৮-২৪
  7. 100 Metres - Women's Final. IAAF. 17 August 2008. সংগৃহীত হয়েছে ২০০৮-০৮-২৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.