সোনিয়া উইলিয়ামস
সোনিয়া অলিভিয়া উইলিয়ামস (জন্ম ২৮শে মে, ১৯৭৯) একজন মহিলা স্প্রিন্টার যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে অ্যান্টিগুয়া ও বার্বুডার প্রতিনিধিত্ব করেন।[1]
![]() | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | সোনিয়া অলিভিয়া উইলিয়ামস |
জাতীয়তা | অ্যান্টিগুয়া ও বার্বুডা |
জন্ম | ২ ফেব্রুয়ারি ১৯৭৯ |
ক্রীড়া | |
ক্রীড়া | দৌড়বাজী |
উইলিয়ামস বেইজিং-এ অনুষ্ঠিত ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যান্টিগুয়া ও বার্বুডার প্রতিনিধিত্ব করেন। তিনি ১০০মিটার দৌড়বাজীতে অংশ নিয়ে প্রথম রাউন্ডে ষষ্ঠ স্থান অধিকার করেন; তাই আর এগোতে পারেননি। তার দৌড়াতে সময় লাগে ১২.০৪সেকেন্ড।[1]
জন্ম ও শিক্ষাজীবন
কর্মজীবন
পুরস্কার ও সম্মাননা
তথ্যসূত্র
- sports-reference
- সোনিয়া উইলিয়ামসের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
- Athlete biography: Sonia Williams, beijing2008.cn, ret: ২০০৮-০৮-২৭
বহি:সংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.