২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের ১০০ মিটার

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ১০০মিটার সবেগে দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৫ ও ১৬ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[1] ফাইনাল ৯.৬৯সেকেন্ড সময়ে বিশ্বরেকর্ড গড়ে জেতেন জামাইকান উসেইন বোল্ট

XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ১০০মিটার

১০০মিটার ফাইনাল জয়ের পর বোল্ট
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ১৫ই আগস্ট (হিট)
১৬ই আগস্ট (সেমিফাইনাল ও ফাইনাল)
প্রতিযোগী ৮০জন প্রতিযোগী
পদকবিজয়ী
 
 
 
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ

দৌড়ের ৭০মিটারের মাথাতেই বোল্ট বাকিদের থেকে এতটাই এগিয়ে পড়েন, যে উল্লাসে তিনি দুহাত ছড়িয়ে দিয়ে বুকে চাপড় মারতে থাকেন। বোল্ট ওরকমভাবে প্রতিযোগিতার মাঝপথে বুক চাপড়ে বাড়াবাড়ি করেছেন বলে তার সমালোচনা করে ক্রিস আকাবুসি বলেন, এর জন্য তিনি আরও ভাল সময়ের রেকর্ড করার সুযোগ হারালেন।[2] IOC প্রেসিডেন্ট জাক রোজও এই ঘটনাকে অসম্মানজনক বলে নিন্দা করেন।[3][4] বোল্ট যদিও অভিযোগ অস্বীকার করে নিজের স্বপক্ষে যুক্তিতে বলেন, "আমি কোনো আস্ফালন করিনি। যখন আমি দেখলাম আশে-পাশে কেউ নেই, তখন দারুণ আনন্দ হয়েছিল।"[5]

রেকর্ড

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড উসেইন বোল্ট (JAM)৯.৭২সেকেন্ডনিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র৩১শে মে ২০০৮
অলিম্পিক রেকর্ড ডোনোভান বেইলি (CAN)৯.৮৪সেকেন্ডআটলান্টা, যুক্তরাষ্ট্র২৭শে জুলাই ১৯৯৬

এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।

তারিখবিভাগনামসময়ORWR
১৬ই আগস্টফাইনাল উসেইন বোল্ট (JAM)৯.৬৯সেকেন্ডORWR

যোগ্যতামান

প্রত্যেক জাতীয় অলিম্পিক কমিটি (NOC) সর্বাধিক তিনজন প্রতিযোগীকে পাঠাতে পারে যদি তারা যোগ্যতানির্ণায়ক সময়কালে (১লা জানুয়ারী ২০০৭ থেকে ২৩শে জুলাই ২০০৮) A মান অর্জন করে। অন্যথায়, তারা একই যোগ্যতানির্ণায়ক সময়কালে যাচাই করা B মানের (১০.২৮) একজন প্রতিযোগী পাঠাতে পারে।[6]

ফলাফল

এখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -

  • Q = হিটে নির্দিষ্ট স্থানের ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী (qualification by place)
  • q = হিটে সময়ের ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী (qualification by time)
  • DNS = শুরু করেননি (did not start)
  • DNF = শেষ করেননি (did not finish)
  • DSQ = অপসৃত (disqualification)
  • PB = ব্যক্তিগত সেরা (personal best)
  • SB = মরশুম সেরা (season best)
  • NR = জাতীয় রেকর্ড (national record)
  • CR = মহাদেশীয় রেকর্ড (continental record)
  • WR = বিশ্ব রেকর্ড (world record)

হিট

প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় ১৫ই আগস্ট। প্রত্যেক হিটের প্রথম তিনজন ও সবমিলিয়ে পরবর্তী সেরা দশজনকে নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।

হিট ১

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
উসেইন বোল্ট জ্যামাইকা০.১৮৬১০.২০Q
ড্যানিয়েল বেইলি অ্যান্টিগুয়া ও বার্বুডা০.১৯৮১০.২৪Q
ভিনসেন্ট ডি লিমা ব্রাজিল০.১৬৮১০.২৬=SBQ
হেনরি ভিজকেইনো কিউবা০.১৫৭১০.২৮q
ফ্যাবিও সেরুত্তি ইতালি০.১৩৬১০.৪৯
জুরগেন থিমেন সুরিনাম০.১৭৯১০.৬১PB
মোজেস কামুট ভানুয়াটু০.১৮১১০.৮১
ফ্রান্সিস মনিওরু সলোমন দ্বীপপুঞ্জ০.১৯৭১১.০৯
বায়ু: -০.২মিটার/সেকেন্ড

হিট

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
আসাফা পাওয়েল জ্যামাইকা০.১৪২১০.১৬Q
কিম কলিন্স সেন্ট কিট্‌স ও নেভিস০.১৬২১০.১৭Q
ক্রেইগ পিকারিং গ্রেট ব্রিটেন০.১৭৪১০.২১Q
ড্যানিয়েল গ্রুসো কলম্বিয়া০.১৭৮১০.৩৫q
দারিয়াজ কুচ পোল্যান্ড০.১৪৪১০.৪৪q
বির‌্যাঙ্গার বোস মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র০.১৪৪১০.৫১SB
আইশা তোহি টোঙ্গা০.১৫৯১১.১৭
রোমান উইলিয়াম ক্রেস মার্শাল দ্বীপপুঞ্জ০.১৯০১১.১৮
বায়ু: ০.০মিটার/সেকেন্ড

হিট ৩

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
রিচার্ড থম্পসন ত্রিনিদাদ ও টোবাগো০.১৮৮১০.২৪Q
মার্শাল ব্যানজক ফ্রান্স০.১৬২১০.২৬Q
সিমোন কোলিও ইতালি০.১৪০১০.৩২Q
আজিজ জাকারি ঘানা০.১৭৭১০.৩৪q
অ্যান্ড্রু হাইন্ডস বার্বাডোস০.১৪০১০.৩৫q
সুর্য্য আগুং উইবো ইন্দোনেশিয়া০.১৭৫১০.৪৬
জেরাড লিউইস সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ০.১২৩১১.০০
রাবাঙ্গাকি নাওয়াই কিরিবাস০.১৫২১১.২৯SB
বায়ু: ০.০মিটার/সেকেন্ড

হিট ৪

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
মাইকেল ফ্রেটার জ্যামাইকা০.১৫৬১০.১৫Q
পিয়ের ব্রাউন কানাডা০.১৪১১০.২২Q
ড্যারেল ব্রাউন ত্রিনিদাদ ও টোবাগো০.১৩৯১০.২২Q
নোবুহারু আসাহারা জাপান০.১৬০১০.২৫q
হোল্ডার ডা সিলভা গিনি-বিসাউ০.১৮৪১০.৫৮
ইদ্রিসা সানো বুর্কিনা ফাসো০.১৭১১০.৬৩
ঘাইদ-কারমেলিস-হোলি ওলোঙ্গোট কঙ্গো প্রজাতন্ত্র০.১৭২১১.০১
মাসুদ আজিজি আফগানিস্তান০.১৬০১১.৪৫
বায়ু: ০.২মিটার/সেকেন্ড

হিট ৫

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
টাইসন গে মার্কিন যুক্তরাষ্ট্র০.১৪৮১০.২২Q
ওলুসোজি এ. ফাসুবা নাইজেরিয়া০.১৫৬১০.২৯Q
হোসে কার্লোস মোরেইরা ব্রাজিল০.১৯২১০.২৯Q
অ্যাঞ্জেল ডেভিড রডরিগেজ স্পেন০.১৪৫১০.৩৪q
লুকাস মিলো চেক প্রজাতন্ত্র০.১৪৫১০.৫২
হাজো ইউসুফ কোমোরোস০.১৭০১০.৬২PB
ড্যানি ডিসুজা সেশেল০.১৮০১১.০০
শানাহান সানিটোয়া আমেরিকান সামোয়া০.১৫৮১২.৬০
বায়ু: ০.৭মিটার/সেকেন্ড

হিট ৬

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
টাইরন এডগার গ্রেট ব্রিটেন০.১৩৮১০.১৩Q
ডার্ভিস প্যাটন মার্কিন যুক্তরাষ্ট্র০.১৪৯১০.২৫Q
রোনাল্ড পগনন ফ্রান্স০.১৬৭১০.২৬Q
হু কাই চীন০.১৫২১০.৩৯q
আবদুল্লা আল-সুলি ওমান০.১৫৩১০.৫৩PB
দেসিস্লাভ গুনেভ বুলগেরিয়া০.১৫২১০.৬৬
আলি শারিফ মালদ্বীপ০.১৭১১১.১১NR
সুকসাভান টোনসাকথিভা লাওস০.১৮৩১১.৫১
বায়ু: ০.৯মিটার/সেকেন্ড

হিট ৭

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
ফ্রান্সিস ওবিকুয়েলা পর্তুগাল০.১৯০১০.২৫Q
ওবিন্না মেটু নাইজেরিয়া০.১৭৬১০.৩৪Q
ওয়াল্টার ডিক্স মার্কিন যুক্তরাষ্ট্র০.১৬৭১০.৩৫Q
আনসন হেনরি কানাডা০.১৩৮১০.৩৭q
দিমিত্রো হ্লাশচেঙ্কো ইউক্রেন০.২০০১০.৫৭
কেলভিন কাং লি লুং সিঙ্গাপুর০.১৪০১০.৭৩
জেসি টামাঙ্গ্রো পালাউ০.১৪৬১১.৩৮PB
রেজিনাল্ডো মিচা নডং বিষুবীয় গিনি০.২৪২১১.৬১
বায়ু: -১.৪মিটার/সেকেন্ড

হিট ৮

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
ডেরিক অ্যাটকিন্স বাহামা দ্বীপপুঞ্জ০.১৬২১০.২৮Q
আন্দ্রেই ইয়েপিশিন রাশিয়া০.১৭২১০.৩৪Q
জয়সুমা সাইদি নডুর নরওয়ে০.১৬৪১০.৩৭Q
উচেন্না এমেডোলু নাইজেরিয়া০.১৯২১০.৪৬
সুয়াইবৌ সানে গাম্বিয়া০.১৫৭১০.৫২
স্যান্ড্রো ভিয়ানা ব্রাজিল০.১৬০১০.৬০
লাই চুন হো হংকং০.১৯৯১০.৬৩
মোহামেদ আবু আবদুল্লা বাংলাদেশ০.১৭৪১১.০৭
বায়ু: -০.১মিটার/সেকেন্ড

হিট ৯

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
স্যামুয়েল ফ্রান্সিস কাতার০.১৫৩১০.৪০Q
মার্ক বার্নস ত্রিনিদাদ ও টোবাগো০.১৬০১০.৪৬Q
ম্যাটিক ওসোভনিকার স্লোভেনিয়া০.১৮৭১০.৪৬Q
রোল্যান্ডো পালাসিওস হন্ডুরাস০.১৮৯১০.৪৯
রুসলান আব্বাসভ আজারবাইজান০.১৫৪১০.৫৮
সেবাস্টিয়েন গ্যাটুসো মোনাকো০.১৬৪১০.৭০
জ্যাক হাওয়ার্ড মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য০.২০৪১১.০৩
গর্ডন হিথার কুক দ্বীপপুঞ্জ০.২১৪১১.৪১PB
বায়ু: -১.৭মিটার/সেকেন্ড

হিট ১০

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
চুর‌্যান্ডি মার্টিনা নেদারল্যান্ডস এন্টিলস০.১৬৪১০.৩৫Q
নাওকি সুকাহারা জাপান০.১৬৯১০.৩৯Q
সিমিওন উইলিয়ামসন গ্রেট ব্রিটেন০.১৮৩১০.৪২Q
টোবিয়াস উঙ্গের জার্মানি০.১৬১১০.৪৬q
ফ্র্যাঙ্কলিন নাজারেনো ইকুয়েডর০.১৭৮১০.৬০
উইলফ্রেড বিঙ্গ্যাঙ্গোয়ে গ্যাবন০.১৭১১০.৮৭
মৌমি সেবার্গু চাদ০.২১০১১.১৪
ওকিলানি টিনিলাউ টুভালু০.১৭৪১১.৪৮NR
বায়ু: -১.৩মিটার/সেকেন্ড
Q - হিটে প্রথম ৩জনের মধ্যে থেকে যোগ্যতাঅর্জনকারী
q - পরবর্তী ১০জন দ্রুততম প্রতিযোগীর অন্যতম হিসাবে যোগ্যতাঅর্জনকারী

কোয়ার্টার ফাইনাল

১৫ই আগস্ট কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রত্যেক হিটের প্রথম তিন জন প্রতিযোগী ও সেইসঙ্গে সবমিলিয়ে পরবর্তী দ্রুততম প্রতিযোগী সেমিফাইনালের যোগ্যতাঅর্জন করে।

কোয়ার্টার ফাইনাল ১

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
চুর‌্যান্ডি মার্টিনা নেদারল্যান্ডস এন্টিলস০.১৪২৯.৯৯NRQ
মাইকেল ফ্রেটার জ্যামাইকা০.১৫৪১০.০৯Q
নাওকি সুকাহারা জাপান০.১৫৬১০.২৩SBQ
সিমিওন উইলিয়ামসন গ্রেট ব্রিটেন০.১২৭১০.৩২
হেনরি ভিজকেইনো কিউবা০.১৬৭১০.৩৩
পিয়ের ব্রাউন কানাডা০.১৪৪১০.৩৬
দারিয়াজ কুচ পোল্যান্ড০.১৭৬১০.৪৬
ড্যারেল ব্রাউন ত্রিনিদাদ ও টোবাগো০.১১৯১০.৯৩
বায়ু: -০.১মিটার/সেকেন্ড

কোয়ার্টার ফাইনাল ২

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
রিচার্ড থম্পসন ত্রিনিদাদ ও টোবাগো০.১৭০৯.৯৯Q
টাইসন গে মার্কিন যুক্তরাষ্ট্র০.১৪৬১০.০৯Q
মার্শাল ব্যানজক ফ্রান্স০.১৬০১০.১৬Q
ওলুসোজি এ. ফাসুবা নাইজেরিয়া০.১৪৭১০.২১
অ্যান্ড্রু হাইন্ডস বার্বাডোস০.১৪৮১০.২৫
হোসে কার্লোস মোরেইরা ব্রাজিল০.১৯৩১০.৩২
সিমোন কোলিও ইতালি০.১৩৮১০.৩৩
ড্যানিয়েল গ্রুসো কলম্বিয়া০.১৯৩১০.৩৭
বায়ু: ০.০মিটার/সেকেন্ড

কোয়ার্টার ফাইনাল ৩

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
মার্ক বার্নস ত্রিনিদাদ ও টোবাগো০.১৭৪১০.০৫Q
কিম কলিন্স সেন্ট কিট্‌স ও নেভিস০.১৫০১০.০৭=SBQ
টাইরন এডগার গ্রেট ব্রিটেন০.১৩০১০.১০Q
স্যামুয়েল ফ্রান্সিস কাতার০.১৬৪১০.১১q
রোনাল্ড পগনন ফ্রান্স০.১৬৭১০.২১
ম্যাটিক ওসোভনিকার স্লোভেনিয়া০.১৭১১০.২৪
টোবিয়াস উঙ্গের জার্মানি০.১৩৬১০.৩৬
নোবুহারু আসাহারা জাপান০.১৪৫১০.৩৭
বায়ু: -০.২মিটার/সেকেন্ড

কোয়ার্টার ফাইনাল ৪

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
উসেইন বোল্ট জ্যামাইকা০.১৬৫৯.৯২Q
ডার্ভিস প্যাটন মার্কিন যুক্তরাষ্ট্র০.১৫৯১০.০৪Q
ফ্রান্সিস ওবিকুয়েলা পর্তুগাল০.১৬৮১০.০৯Q
জয়সুমা সাইদি নডুর নরওয়ে০.১৩৩১০.১৪
ক্রেইগ পিকারিং গ্রেট ব্রিটেন০.১৪৪১০.১৮
ওবিন্না মেটু নাইজেরিয়া০.১৭৪১০.২৭
আনসন হেনরি কানাডা০.১৪২১০.৩৩
অ্যাঞ্জেল ডেভিড রডরিগেজ স্পেন০.১৫৪১০.৩৫
বায়ু: ০.১মিটার/সেকেন্ড

কোয়ার্টার ফাইনাল ৫

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
আসাফা পাওয়েল জ্যামাইকা০.১৪৯১০.০২Q
ওয়াল্টার ডিক্স মার্কিন যুক্তরাষ্ট্র০.১৬৩১০.০৮Q
ডেরিক অ্যাটকিন্স বাহামা দ্বীপপুঞ্জ০.১৭৯১০.১৪Q
ড্যানিয়েল বেইলি অ্যান্টিগুয়া ও বার্বুডা০.১৪৯১০.২৩
আজিজ জাকারি ঘানা০.১৬৭১০.২৪
আন্দ্রেই ইয়েপিশিন রাশিয়া০.১৫৮১০.২৫
ভিনসেন্ট ডি লিমা ব্রাজিল০.১৫৭১০.৩১
হু কাই চীন০.১৬৫১০.৪০
বায়ু: -০.১মিটার/সেকেন্ড

সেমিফাইনাল

আগস্টের ১৬ তারিখে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রত্যেক সেমিফাইনালের প্রথম চারজন প্রতিযোগী ফাইনালের যোগ্যতা অর্জন করে।

সেমিফাইনাল ১

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
উসেইন বোল্ট জ্যামাইকা০.১৬১৯.৮৫Q
ওয়াল্টার ডিক্স মার্কিন যুক্তরাষ্ট্র০.১৪৩৯.৯৫SBQ
মার্ক বার্নস ত্রিনিদাদ ও টোবাগো০.১২৪৯.৯৭=SBQ
মাইকেল ফ্রেটার জ্যামাইকা০.১৬৩১০.০১Q
কিম কলিন্স সেন্ট কিট্‌স ও নেভিস০.১৬৩১০.০৫SB
ডেরিক অ্যাটকিন্স বাহামা দ্বীপপুঞ্জ০.১৫৯১০.১৩
টাইরন এডগার গ্রেট ব্রিটেন০.১৪৩১০.১৮
স্যামুয়েল ফ্রান্সিস কাতার০.১৪৬১০.২০
বায়ু: -০.১মিটার/সেকেন্ড

সেমিফাইনাল ২

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকাযোগ্যতাঅর্জন
আসাফা পাওয়েল জ্যামাইকা০.১619.91Q
রিচার্ড থম্পসন ত্রিনিদাদ ও টোবাগো০.১৭৫৯.৯৩=PBQ
চুর‌্যান্ডি মার্টিনা নেদারল্যান্ডস এন্টিলস০.১৩৮৯.৯৪NRQ
ডার্ভিস প্যাটন মার্কিন যুক্তরাষ্ট্র০.১৪৯১০.০৩Q
টাইসন গে মার্কিন যুক্তরাষ্ট্র০.১৪৫১০.০৫
ফ্রান্সিস ওবিকুয়েলা পর্তুগাল০.১৫৭১০.১০
নাওকি সুকাহারা জাপান০.১৪৩১০.১৬SB
মার্শাল ব্যানজক ফ্রান্স০.১৪৮১০.১৮
বায়ু: ০.৩মিটার/সেকেন্ড

ফাইনাল

১০০মিটার ফাইনালে প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে বোল্ট।

আগস্টের ১৬ তারিখে ফাইনাল আয়োজিত হয়।

ক্রমলেননামরাষ্ট্রপ্রতিক্রিয়ার সময়সময়টিকা
উসেইন বোল্ট জ্যামাইকা০.১৬৫৯.৬৯WR
রিচার্ড থম্পসন ত্রিনিদাদ ও টোবাগো০.১৩৩৯.৮৯PB
ওয়াল্টার ডিক্স মার্কিন যুক্তরাষ্ট্র০.১৩৩৯.৯১PB
চুর‌্যান্ডি মার্টিনা নেদারল্যান্ডস এন্টিলস০.১৬৯৯.৯৩NR
আসাফা পাওয়েল জ্যামাইকা০.১৩৪৯.৯৫
মাইকেল ফ্রেটার জ্যামাইকা০.১৪৭৯.৯৭PB
মার্ক বার্নস ত্রিনিদাদ ও টোবাগো০.১৪৫১০.০১
ডার্ভিস প্যাটন মার্কিন যুক্তরাষ্ট্র০.১৪২১০.০৩
বায়ু: ০.০মিটার/সেকেন্ড

তথ্যসূত্র

  1. "Olympic Athletics Competition Schedule"IAAF। ২০০৮-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪
  2. Akabusi, Kriss (২০০৮-০৮-১৯)। "Bolt's showboating is a slap for us idealists"The Guardian। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৯
  3. IOC Rips Bolt for Lack of 'Respect', Associated Press, ২০০৮-০৮-২১, ২০০৮-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২১
  4. Broadbent, Rick (২০০৮-০৮-২১)। "Deluded Jacques Rogge fails to see the champion in উসেইন বোল্ট"। London: The Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২১
  5. Landells, Steve (২০০৮-০৮-১৬)। ""It was crazy, phenomenal" - Bolt's 9.69 100 metres stuns the Bird's Nest"IAAF। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৮
  6. "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"IAAF। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.