মাসুদ আজিজি
মাসুদ আজিজি (জন্ম ২রা ফেব্রুয়ারী ১৯৮৫) একজন আফগান দৌড়বীর।[1] ২০০৫ সালের এপ্রিল মাসে মক্কায় ১০০মিটার দৌড়ে তার ব্যক্তিগত সেরা সময় ১১.১১সেকেন্ড।
![]() | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয়তা | আফগানিস্তান |
জন্ম | ২ ফেব্রুয়ারি ১৯৮৫ |
ক্রীড়া | |
ক্রীড়া | দৌড়বাজী |
সাফল্য ও খেতাব | |
ব্যক্তিগত সেরা | ১০০মিটার: ১১.১১ ২০০মিটার : ২৩.৩৩ |
আজিজি আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন অ্যাথেন্সে অনুষ্ঠিত ২০০৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে। সেখানে তিনি ১০০মিটার দৌড়ে হিটে সর্বশেষ স্থান গ্রহণ করেন ১১.৬৬সেকেন্ড সময়ে।[2] ২০০৫ সালের এশীয় চ্যাম্পিয়নশিপে তিনি ১১।৩৮সেকেন্ডে দৌড়ে ৭ম স্থান অধিকার করেন। তিনি বেইজিং-এ অনুষ্ঠিত ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুনরায় দেশের প্রতিনিধিত্ন করেন।[3] ১০০মিটার দৌড়ের হিটে ১১.৪৫সেকেন্ড সময় করে তিনি ৮ম স্থান অধিকার করেন।[4]
ব্যক্তিগত সেরা
বহিঃবিভাগ
দূরত্ব | সময় | হাওয়া | স্থান / তারিখ |
---|---|---|---|
১০০মিটার | ১১.১১সেকেন্ড | + ০.০ mps | মক্কা / ১২ই এপ্রিল ২০০৫ |
২০০মিটার | ২৩.৩৩ সেকেন্ড | - ১.৩ mps | দোহা / ১০ই ডিসেম্বর ২০০৬ |
অন্তঃবিভাগ
দূরত্ব | সময় | স্থান / তারিখ |
---|---|---|
৬০মিটার | ৭.৪০ সেকেন্ড | তেহরান / ৬ই ফেব্রুয়ারি ২০০৪ |
পাদটিকা
- মাসুদ আজিজির আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
- "Afghan Woman Runs Toward Olympics Despite Jeers, Potential Danger" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ অক্টোবর ২০১২ তারিখে, Associated Press, March 16, 2008
- Results of the men's 100m sprint, CNN
- "Afghan Athletes Train for Beijing Olympic ", Afghan embassy to the United States, April 29, 2008
- Athlete biography: Massoud Azizi, beijing2008.cn, ret: Aug 25, 2008
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.