১৯৯৯ দক্ষিণ এশীয় গেমস

১৯৯৯ দক্ষিণ এশীয় গেমস বা ৮ম দক্ষিণ এশীয় গেমস যা ২৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ১৯৯৯ পর্যন্ত কাঠমুন্ডু, নেপালে অনুষ্ঠিত হয়। রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব এই গেমস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

৮ম দক্ষিণ এশীয় গেমস
স্বাগতিক শহর কাঠমুন্ডু, নেপাল
অংশগ্রহণকারী জাতিসমূহ
বিষয়সমূহ১২টি
উদ্বোধনী অনুষ্ঠান২৫ সেপ্টেম্বর
সমাপ্তি অনুষ্ঠান৪ অক্টোবর ১৯৯৯
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেননেপালের বীরেন্দ্র
প্রধান মিলনস্থনদশরথ রঙ্গশালা স্টেডিয়াম
<  ১৯৯৫ ২০০৪  >

সার্কের সাতটি দেশ থেকে ১০৬৯ জন খেলোয়াড় বারোটি ক্রীড়ায় অংশগ্রহণ করেন। ৩২ স্বর্ণ পদক নিয়ে এই আসরে নেপাল তার দক্ষিণ এশীয় গেমস ইতিহাসের সেরা সাফল্য অর্জন করে।

অংশগ্রহণকারী দেশ

১৯৯৯ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।

ক্রীড়া

৮ম দক্ষিণ এশীয় গেমসে আনুষ্ঠানিকভাবে ১২টি ক্রীড়া ছিল। এই আসরে কারাতে এবং তায়কোয়ান্দো নতুন যোগ হয়।

পদক তালিকা

  *   স্বাগতিক জাতি (নেপাল)

ক্রমজাতিস্বর্ণরোপ্যব্রোঞ্জমোট
 ভারত (IND)১০২৫৮৩৭১৯৭
 নেপাল (NEP)*৩২১০২৪৬৬
 শ্রীলঙ্কা (SRI)১৬৪২৬২১২০
 পাকিস্তান (PAK)১০৩৬৩০৭৬
 বাংলাদেশ (BAN)১০৩৫৪৭
 ভূটান (BHU)১৪
 মালদ্বীপ (MDV)
মোট (৭টি জাতি)১৬৩১৬২১৯৯৫২৪

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.