১৯৮৫ দক্ষিণ এশীয় গেমস
১৯৮৫ দক্ষিণ এশীয় গেমস, অফিসিয়ালভাবে ২য় দক্ষিণ এশীয় গেমস ২০শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয়।[1]
২য় দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
![]() | |||
স্বাগতিক শহর | ![]() | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৭ | ||
বিষয়সমূহ | ৭টি খেলা | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ২০ ডিসেম্বর | ||
সমাপ্তি অনুষ্ঠান | ২৬ ডিসেম্বর | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | হুসেইন মুহাম্মদ এরশাদ | ||
প্রধান মিলনস্থন | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ||
|
অংশগ্রহণকারী দেশ
১৯৯৩ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।
ক্রীড়া
২য় দক্ষিণ এশীয় গেমসের জন্য অফিসিয়ালভাবে ৭টি ক্রীড়া ছিল।
অ্যাথলেটিক্স মুষ্টিযুদ্ধ ফুটবল সাঁতার ভারোত্তোলন কুস্তি (অভিষেক) কাবাডি (অভিষেক)
পদক তালিকা
* স্বাগতিক জাতি (বাংলাদেশ)
ক্রম | জাতি | স্বর্ণ | রোপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ![]() | ৬১ | ৩২ | ১৪ | ১০৭ |
২ | ![]() | ২১ | ২৬ | ১২ | ৫৯ |
৩ | ![]() | ৯ | ১৭ | ৩৮ | ৬৪ |
৪ | ![]() | ২ | ৭ | ৯ | ১৮ |
৫ | ![]() | ১ | ৯ | ২২ | ৩২ |
৬ | ![]() | ০ | ০ | ৪ | ৪ |
৭ | ![]() | ০ | ০ | ০ | ০ |
মোট (৭টি জাতি) | ৯৪ | ৯১ | ৯৯ | ২৮৪ |
তথ্যসূত্র
- National Sports Council, Nepal "South Asian Games" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০১০ তারিখে
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.