১৯৮৭ দক্ষিণ এশীয় গেমস
১৯৮৭ দক্ষিণ এশীয় গেমস, অনুষ্ঠানিকভাবে ৩য় দক্ষিণ এশীয় গেমস ভারতের কলকাতায় ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়।[1] এটি ছিল ভারতে অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশীয় গেমস। এটি ছিল কলকাতা এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হওয়া বৃহত্তম ক্রীড়া ইভেন্ট।
৩য় দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | ![]() | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৭ | ||
বিষয়সমূহ | ১০টি ক্রীড়া | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ২০ নভেম্ভর | ||
সমাপ্তি অনুষ্ঠান | ২৭ নভেম্বর ১৯৮৭ | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | আর. ভেঙ্কটরমন | ||
প্রধান মিলনস্থন | সল্ট লেক স্টেডিয়াম | ||
|
৩য় দক্ষিণ এশীয় গেমসে আনুষ্ঠানিকভাবে ১০টি ক্রীড়া ইভেন্ট ছিল। আগের দুই আসরের মত এই আসরেও ভারত শীর্ষ স্থান ধরে রাখে এবং মোট পদকের ৪৩% জয় করে।
অংশগ্রহণকারী দেশ
১৯৮৭ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।
ক্রীড়া
- পদকের ক্রীড়া (১০)
অ্যাথলেটিক্স বাস্কেটবল (অভিষেক) মুষ্টিযুদ্ধ ফুটবল কাবাডি সাঁতার টেবিল টেনিস (অভিষেক) ভলিবল (অভিষেক) ভারোত্তোলন কুস্তি
- প্রদর্শনী ক্রীড়া (১০)
খো খো
পদক তালিকা
* স্বাগতিক জাতি (ভারত)
ক্রম | জাতি | স্বর্ণ | রোপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ![]() | ৯১ | ৪৫ | ১৯ | ১৫৫ |
২ | ![]() | ১৬ | ৩৯ | ১৪ | ৬৯ |
৩ | ![]() | ৪ | ৭ | ২৩ | ৩৪ |
৪ | ![]() | ৩ | ২০ | ৩১ | ৫৪ |
৫ | ![]() | ২ | ৭ | ৩৩ | ৪২ |
৬ | ![]() | ০ | ১ | ৫ | ৬ |
৭ | ![]() | ০ | ০ | ০ | ০ |
মোট (৭টি জাতি) | ১১৬ | ১১৯ | ১২৫ | ৩৬০ |
তথ্যসূত্র
- "3rd South Asian Federation Games 1987 (Calcutta, India)"। rsssf.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.