২০০৬ দক্ষিণ এশীয় গেমস
২০০৬ দক্ষিণ এশীয় গেমস (দশম দক্ষিণ এশীয় গেমস) ২০০৬ সালের ১৮ আগস্ট শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হয় এবং ২৮ আগস্ট, ২০০৬ সালে শেষ হয়।[1]
১০ম দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
![]() | |||
স্বাগতিক শহর | কলম্বো, ![]() | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৮ | ||
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ১৫৫৪ | ||
বিষয়সমূহ | ২০ টি খেলা | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ১৮ আগস্ট, ২০০৬ | ||
সমাপ্তি অনুষ্ঠান | ২৮ আগস্ট, ২০০৬ | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | মাহিন্দা রাজাপক্ষে | ||
প্রধান মিলনস্থন | সুগাথাদাসা স্টেডিয়াম | ||
|
অংশগ্রহনকারী দেশ
২০০৬ দক্ষিণ এশীয় গেমসে ৮টি দেশ অংশগ্রহণ করে।[2]
পদক তালিকা
* স্বাগতিক জাতি (শ্রীলঙ্কা)
ক্রম | জাতি | স্বর্ণ | রোপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ![]() | ১১৮ | ৫৯ | ৩৭ | ২১৪ |
২ | ![]() | ৪৬ | ৭১ | ৬৭ | ১৮৪ |
৩ | ![]() | ৩৭ | ৬৩ | ৭৮ | ১৭৮ |
৪ | ![]() | ১৫ | ১৪ | ৩১ | ৬০ |
৫ | ![]() | ৬ | ৭ | ১৮ | ৩১ |
৬ | ![]() | ৩ | ১৫ | ৩২ | ৫০ |
৭ | ![]() | ০ | ৩ | ১০ | ১৩ |
৮ | ![]() | ০ | ০ | ০ | ০ |
মোট (৮টি জাতি) | ২২৫ | ২৩২ | ২৭৩ | ৭৩০ |
তথ্যসূত্র
- "Info. About 2006 SAF Games"। ৫ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৩।
- "COLOMBO 2006"। ১৩ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.