২০১৯ দক্ষিণ এশীয় গেমস
২০১৯ দক্ষিণ এশীয় গেমস দক্ষিণ এশিয়ার বহু-ক্রীড়া প্রতিযোগিতা ও সর্ববৃহৎ ক্রীড়া আসর দক্ষিণ এশীয় গেমসের ১৩তম আসর, যা আনুষ্ঠানিকভাবে ১৩তম দক্ষিণ এশীয় গেমস নামে পরিচিত। ক্রীড়া আসরটি ২০১৯ সালের ৯-১৮ মার্চ নেপালের কাঠমুন্ডু, পোখরা ও জানপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়। ১-১০ ডিসেম্বর তারিখ নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখরাতে অনুষ্ঠিত হবে।[1] নতুন তারিখ ১ মার্চ ২০১৯ সালে ব্যাংককে দক্ষিণ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের নির্বাহী বোর্ডের সভায় নিশ্চিত করা হয়েছিল।
১৩তম দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
![]() | |||
স্বাগতিক শহর | কাঠমুন্ডু, পোখরা | ||
দেশ | নেপাল | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৭ | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ১ ডিসেম্বর | ||
সমাপ্তি অনুষ্ঠান | ১০ ডিসেম্বর | ||
|
মাঠ
এই আসরের বিভিন্ন খেলাধুলা নেপালের কাঠমন্ডু, পোখরা ও জনকপুরে অনুষ্ঠিত হয়।[2]






কাঠমন্ডু
Venue | Sport(s) |
---|---|
দশরথ স্টেডিয়াম | অ্যাথলেটিকস ফুটবল (পুরুষ) |
আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স, সাতদোবাতো | বক্সিং কারাতে শ্যুটিং স্কোয়াশ সাঁতার তায়কোয়ান্দো টেনিস |
কভার্ড হল, ত্রিপুরেশ্বর | বাস্কেটবল ভলিবল |
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ক্রিকেট মাঠ |
ক্রিকেট(পুরুষ) |
শহীদ পার্ক, গোকর্ণ | সাইক্লিং (মাউন্টেইন বাইকিং) |
রিং রোড | সাইক্লিং (রোড) |
কভার্ড হল, নয়া বাজার, কীর্তিপুর | অসি চালনা খো-খো |
গোকর্ণ ফরেস্ট রিসোর্ট | গলফ |
আর্মি ফিজিকাল ফিটনেস সেন্টার, লগনখেল | জুডো উশু |
এপিএফ হল, হলচক | কাবাডি |
টেবিল টেনিস হল, লাইনচউর | টেবিল টেনিস |

পোখরা
ভেন্যু | ক্রীড়া |
---|---|
ব্যাডমিন্টন কভার্ড হল, পোখরা | ব্যাডমিন্টন |
পোখরা ক্রিকেট মাঠ | ক্রিকেট(মহিলা) |
পোখরা স্টেডিয়াম | তীরন্দাজী ফুটবল(মহিলা) |
পোখরা কভার্ড হল | হ্যান্ডবল |
বসুন্ধরা পার্ক | ট্রায়াথলন |
ফেওয়া লেক[3] | বীচ ভলিবল |
মাতেপানি | ভারোত্তোলন |
জনকপুর
ভেন্যু | ক্রীড়া |
---|---|
জনকপুর কভার্ড হল | কুস্তি |
খেলা
গেমসে ২৭টি ক্রীড়ায় প্রতিদ্বন্দ্বিতা জন্য নির্ধারিত হয়েছে। এবারের আসরে ৮ বছর পর আবারও ক্রিকেটের অভিষেক হবে।[4] গলফ ও কারাতে এ দুটি ক্রীড়া স্বাগতিকের পছন্দ অনুযায়ী খেলায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
তীরন্দাজী (10) (বিশদ) অ্যাথলেটিকস (36) (বিশদ) ব্যাডমিন্টন (7) (বিশদ) বাস্কেটবল (2) (বিশদ) মুষ্টিযুদ্ধ (16) (বিশদ) ক্রিকেট (2) (বিশদ) সাইক্লিং (বিশদ)- মাউন্টেন বাইকিং (4)
- রোড (4)
অসিচালনা (12) (বিশদ) ফুটবল (2) (বিশদ) গলফ (4) (বিশদ) হ্যান্ডবল (2) (বিশদ) জুডো (15) (বিশদ) কাবাডি (2) (বিশদ) কারাতে (19) (বিশদ) খো খো (2) (বিশদ) শ্যুুটিং (11) (বিশদ) স্কোয়াশ (4) (বিশদ) সাঁতার (38) (বিশদ) টেবিল টেনিস (7) (বিশদ) তায়কোয়ান্দো (29) (বিশদ) টেনিস (7) (বিশদ) ট্রায়াথলন (বিশদ)- ডুয়েথলন (2)
- ট্রায়াথলন (3)
- ভলিবল
ভারোত্তোলন (20) (বিশদ) কুস্তি (20) (বিশদ) উশু (22) (বিশদ)
অংশগ্রহনকারী
প্রতিযোগিতায় সাতটি দেশের ২,৭১৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ (470) ভূটান (116) ভারত (487) মালদ্বীপ (216) নেপাল (596) পাকিস্তান (266) শ্রীলঙ্কা (564)
পদক তালিকা
ক্রম | জাতি | স্বর্ণ | রোপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ![]() | ১৭২ | ৯৩ | ৪৫ | ৩১০ |
২ | ![]() | ৫১ | ৫৯ | ৯৪ | ২০৪ |
৩ | ![]() | ৪০ | ৮২ | ১২৮ | ২৫০ |
৪ | ![]() | ৩১ | ৪১ | ৫৯ | ১৩১ |
৫ | ![]() | ১৯ | ৩৩ | ৯০ | ১৪২ |
৬ | ![]() | ১ | ০ | ৩ | ৪ |
৭ | ![]() | ০ | ০ | ০ | ০ |
মোট (৭টি জাতি) | ৩১৪ | ৩০৮ | ৪১৯ | ১০৪১ |
তথ্যসূত্র
- রিপোর্টার, স্পোর্টস। "এসএ গেমস ডিসেম্বরে" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৪।
- "13th South Asian Games officially begins in Kathmandu"। The Himalayan Times (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- "Sri Lankan Men's and Women's Teams Storm Into 13th South Asian Games Semi-Finals"। www.asianvolleyball.net/। Asian Volleyball Confederation। ৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯।
- "মার্চে এসএ গেমস, যুক্ত হলো ক্রিকেট"। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৪।