২০১৯ দক্ষিণ এশীয় গেমস

২০১৯ দক্ষিণ এশীয় গেমস দক্ষিণ এশিয়ার বহু-ক্রীড়া প্রতিযোগিতা ও সর্ববৃহৎ ক্রীড়া আসর দক্ষিণ এশীয় গেমসের ১৩তম আসর, যা আনুষ্ঠানিকভাবে ১৩তম দক্ষিণ এশীয় গেমস নামে পরিচিত। ক্রীড়া আসরটি ২০১৯ সালের ৯-১৮ মার্চ নেপালের কাঠমুন্ডু, পোখরা ও জানপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়। ১-১০ ডিসেম্বর তারিখ নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখরাতে অনুষ্ঠিত হবে।[1] নতুন তারিখ ১ মার্চ ২০১৯ সালে ব্যাংককে দক্ষিণ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের নির্বাহী বোর্ডের সভায় নিশ্চিত করা হয়েছিল।

১৩তম দক্ষিণ এশীয় গেমস
স্বাগতিক শহরকাঠমুন্ডু, পোখরা
দেশনেপাল
অংশগ্রহণকারী জাতিসমূহ
উদ্বোধনী অনুষ্ঠান১ ডিসেম্বর
সমাপ্তি অনুষ্ঠান১০ ডিসেম্বর
<  ২০১৬ ২০২০  >

মাঠ

এই আসরের বিভিন্ন খেলাধুলা নেপালের কাঠমন্ডু, পোখরা ও জনকপুরে অনুষ্ঠিত হয়।[2]

পোখরা
কাঠমন্ডু
জনকপুর
দক্ষিণ এশীয় গেমস ২০১৯ -এর ভেন্যু সমুহ
দশরথ রঙ্গশালা স্টেডিয়াম, কাঠমন্ডু
পোখরা স্টেডিয়াম

কাঠমন্ডু

Venue Sport(s)
দশরথ স্টেডিয়ামঅ্যাথলেটিকস
ফুটবল (পুরুষ)
আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স, সাতদোবাতোবক্সিং
কারাতে
শ্যুটিং
স্কোয়াশ
সাঁতার
তায়কোয়ান্দো
টেনিস
কভার্ড হল, ত্রিপুরেশ্বরবাস্কেটবল
ভলিবল
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ক্রিকেট মাঠ

ক্রিকেট(পুরুষ)
শহীদ পার্ক, গোকর্ণসাইক্লিং (মাউন্টেইন বাইকিং)
রিং রোডসাইক্লিং (রোড)
কভার্ড হল, নয়া বাজার, কীর্তিপুরঅসি চালনা
খো-খো
গোকর্ণ ফরেস্ট রিসোর্টগলফ
আর্মি ফিজিকাল ফিটনেস সেন্টার, লগনখেলজুডো
উশু
এপিএফ হল, হলচককাবাডি
টেবিল টেনিস হল, লাইনচউরটেবিল টেনিস
Nepal vs Bangladesh SAG 2019 Group Stage Match. Nepal with 1 - 0 score.

পোখরা

ভেন্যু ক্রীড়া
ব্যাডমিন্টন কভার্ড হল, পোখরাব্যাডমিন্টন
পোখরা ক্রিকেট মাঠক্রিকেট(মহিলা)
পোখরা স্টেডিয়ামতীরন্দাজী
ফুটবল(মহিলা)
পোখরা কভার্ড হলহ্যান্ডবল
বসুন্ধরা পার্কট্রায়াথলন
ফেওয়া লেক[3]বীচ ভলিবল
মাতেপানিভারোত্তোলন

জনকপুর

ভেন্যু ক্রীড়া
জনকপুর কভার্ড হলকুস্তি

খেলা

গেমসে ২৭টি ক্রীড়ায় প্রতিদ্বন্দ্বিতা জন্য নির্ধারিত হয়েছে। এবারের আসরে ৮ বছর পর আবারও ক্রিকেটের অভিষেক হবে।[4] গলফ ও কারাতে এ দুটি ক্রীড়া স্বাগতিকের পছন্দ অনুযায়ী খেলায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

অংশগ্রহনকারী

প্রতিযোগিতায় সাতটি দেশের ২,৭১৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে।

  •  বাংলাদেশ (470)
  •  ভূটান (116)
  •  ভারত (487)
  •  মালদ্বীপ (216)
  •  নেপাল (596)
  •  পাকিস্তান (266)
  •  শ্রীলঙ্কা (564)

পদক তালিকা

ক্রমজাতিস্বর্ণরোপ্যব্রোঞ্জমোট
 ভারত (IND)১৭২৯৩৪৫৩১০
 নেপাল (NEP)*৫১৫৯৯৪২০৪
 শ্রীলঙ্কা (SRI)৪০৮২১২৮২৫০
 পাকিস্তান (PAK)৩১৪১৫৯১৩১
 বাংলাদেশ (BAN)১৯৩৩৯০১৪২
 মালদ্বীপ (MDV)
 ভূটান (BHU)
মোট (৭টি জাতি)৩১৪৩০৮৪১৯১০৪১

তথ্যসূত্র

  1. রিপোর্টার, স্পোর্টস। "এসএ গেমস ডিসেম্বরে" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৪
  2. "13th South Asian Games officially begins in Kathmandu"The Himalayan Times (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২
  3. "Sri Lankan Men's and Women's Teams Storm Into 13th South Asian Games Semi-Finals"www.asianvolleyball.net/Asian Volleyball Confederation। ৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯
  4. "মার্চে এসএ গেমস, যুক্ত হলো ক্রিকেট"। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.