দশরথ রঙ্গশালা স্টেডিয়াম

দশরথ রঙ্গশালা স্টেডিয়াম নেপালের কাঠমান্ডু, ত্রিপুরেশ্বরে একটি বহুমুখী স্টেডিয়াম। এটি নেপালের সবচেয়ে বড় স্টেডিয়াম। বর্তমানে এটি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক ও বিনোদন কর্মসূচীতে বেশি ব্যবহৃত হয়। স্টেডিয়াম ধারণ ক্ষমতা ২৫,০০০ এবং আসন সংখ্যা ৫,০০০। স্টেডিয়ামটি ১৯৫৬ সালে নির্মিত হয়। নেপালের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অধিকাংশই এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নেপালের জাতীয় ফুটবল লিগ প্রতি বছর এই স্টেডিয়ামে হয়। দশরথ চাদ, ​​নেপালের শহীদের নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়।

দশরথ স্টেডিয়াম
দশরথ স্টেডিয়াম
পূর্ণ নামদশরথ স্টেডিয়াম
অবস্থানত্রিপুরেশ্বর, কাঠমান্ডু, নেপাল
স্থানাঙ্ক
মালিকনেপাল সরকার
পরিচালকএএনএফএ
ধারণক্ষমতা৩০,০০০
উপরিভাগপ্রাকৃতিক ঘাস
নির্মাণ
নির্মিত১৯৫৬
ভাড়াটিয়া
নেপাল জাতীয় ফুটবল দল
Several Martyr's Memorial League teams

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.