সমুদয়কাঠি ইউনিয়ন
সমুদয়কাঠি বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত নেছারাবাদ উপজেলার একটি ইউনিয়ন।
সমুদয়কাঠি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() সমুদয়কাঠি ![]() ![]() সমুদয়কাঠি | |
স্থানাঙ্ক: ২২°৪০′৪১.৯৯৯″ উত্তর ৯০°৬′৬.০০১″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | পিরোজপুর জেলা |
উপজেলা | নেছারাবাদ উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৪২১৩ হেক্টর (১০৪১১ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১৩,৪০০ |
• জনঘনত্ব | ৩২০/কিমি২ (৮২০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৯ ৮৭ ৫৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন ও অবস্থান
সমুদয়কাঠি ইউনিয়নের আয়তন ১০,৪১১ একর।[1] এ ইউনিয়নের পূর্বে কীর্তিপাশা ইউনিয়ন, পশ্চিমে দৈহারী ইউনিয়ন, উত্তরে জলাবাড়ী ইউনিয়ন এবং দক্ষিণে শেখেরহাট ইউনিয়ন ও আমড়াজুড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সমুদয়কাঠি ইউনিয়ন নেছারাবাদ উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নেছারাবাদ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৭নং নির্বাচনী এলাকা পিরোজপুর-১ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সমুদয়কাঠি ইউনিয়নের মোট জনসংখ্যা ১৩,৪০০ জন। এর মধ্যে পুরুষ ৬,৫৪৪ জন এবং মহিলা ৬,৮৫৬ জন। মোট পরিবার ৩,৪৪৩টি।[1]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সমুদয়কাঠি ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৮%।[1] এ ইউনিয়নে ১টি কলেজ, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ২টি জাপানি স্কুল, ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কিন্ডারগার্টেন ও ২টি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে।
খাল ও নদী
দর্শনীয় স্থান
- হযরত শাহ কামাল (রা.) এর মাজার শরীফ (সেহাংগল দরগাহ বাড়ি)
- দীলবাজ খা মাজার (সেহাংগল সাত রাস্তা খান বাড়ি)
- খান বাহাদুর হাশেম অলী খান এর বাড়ি (সেহাংগল)
কৃতি ব্যক্তিত্ব
- জুয়েল আইচ—একুশে পদক প্রাপ্ত যাদু শিল্পী।
- খান বাহাদুর হাশেম অলী খান—অবিভক্ত বাংলার মন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবি ও সমাজসেবক।
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।