পাড়েরহাট ইউনিয়ন
পাড়েরহাট বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত ইন্দুরকানী উপজেলার একটি ইউনিয়ন।
পাড়েরহাট | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() পাড়েরহাট ![]() ![]() পাড়েরহাট | |
স্থানাঙ্ক: ২২°৩১′৭.০০০″ উত্তর ৮৯°৫৭′৪৬.০০১″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | পিরোজপুর জেলা |
উপজেলা | ইন্দুরকানী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ গোলাম সারোয়ার বাবুল |
আয়তন | |
• মোট | ২১২৩ হেক্টর (৫২৪৬ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১৮,৪৮৮ |
• জনঘনত্ব | ৮৭০/কিমি২ (২৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৯ ৯০ ৪৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
পাড়েরহাট ইউনিয়নের আয়তন ৫,২৪৬ একর।[1]
প্রশাসনিক কাঠামো
পাড়েরহাট ইউনিয়ন ইন্দুরকানী উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ইন্দুরকানী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৮নং নির্বাচনী এলাকা পিরোজপুর-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- নলবুনিয়া
- গদারহওলা
- বাটাজোড়
- ষোলঘর
- লক্ষীদিয়া
- বাড়ৈখালী
- হোগলাবুনিয়া
- উমেদপুর
- টগড়া
- গাজীপুর
- দরিচর গাজীপুর
- লাহুরী
- চর লাহুরী
- ইকড়বুনিয়া
- দরিচর ইকড়বুনিয়া
- চর বাড়ৈখালী
- চর টগড়া
- টেংড়াখালী
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাড়েরহাট ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ৯,১৬৯ জন এবং মহিলা ৯,৩১৯ জন। মোট পরিবার ৪,২৮০টি।[1]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাড়েরহাট ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.১%।[1]
দর্শনীয় স্থান
- লালা বাবুর জমিদার বাড়ি
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ গোলাম সারোয়ার বাবুল
ক্রমিক | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | মোহাম্মদ হাসেন আলী হাওলাদার | ১৯৭৭-১৯৮৩ |
০২ | মোহাম্মদ হেমায়েত উদ্দিন শেখ | ১৯৮৩-১৯৮৮ |
০৩ | মোহাম্মদ আলাউদ্দিন খান | ১৯৮৮-১৯৯৩ |
০৪ | মোহাম্মদ আবদুল করিম হাওলাদার | ১৯৯৩-১৯৯৮ |
০৫ | মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার | ১৯৯৮-২০১১ |
০৬ | মোহাম্মদ গোলাম সারোয়ার বাবুল | ২০১১-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.