সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক
সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক বাংলা স্বাধীন রক সঙ্গীত দল মহীনের ঘোড়াগুলির প্রথম অ্যালবাম।[1] ১৯৭৭ সালে গাথনি রেকর্ডস কর্তৃক ভারতের কলকাতায় এটি মুক্তি পায়।[2] এই অ্যালবামটি উৎসর্গ করা হয় ধূর্জটি চট্টোপাধ্যায়কে।[3]
সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক | ||||
---|---|---|---|---|
![]() | ||||
মহীনের ঘোড়াগুলি কর্তৃক স্টুডিও অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১৯৭৭ | |||
শব্দধারণের সময় | ১৯৭৭ | |||
ঘরানা |
| |||
দৈর্ঘ্য | ১২:১১ | |||
ভাষা | বাংলা | |||
সঙ্গীত প্রকাশনী | গাথনি রেকর্ডস | |||
মহীনের ঘোড়াগুলি কালক্রম | ||||
|
এই অ্যালবামে মোট চারটি গান অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে রঞ্জন ঘোষাল এককভাবে একটি এবং গৌতম চট্টোপাধ্যায়, তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়ের সাথে যৌথভাবে তিনটি গান লিখেছেন। এই অ্যালবামের চতুর্থ গান হায় ভালোবাসি পরবর্তীতে মায়া অ্যালবামে নতুন করে প্রকাশিত হয়। এতে কন্ঠ দিয়েছেন, গৌতম চট্টোপাধ্যায়, রাজা ব্যানার্জী, বনি এবং ঋতুপর্না।
গানের তালিকা
নং. | শিরোনাম | লেখক | কন্ঠ | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "ভেসে আসে কলকাতা" | রঞ্জন ঘোষাল, তাপস দাস | তাপস দাস, তপেশ বন্দ্যোপাধ্যায় | ২:৩০ |
২. | "মেরূন সন্ধ্যালোক" | গৌতম চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল | গৌতম চট্টোপাধ্যায় | ৩:৪৮ |
৩. | "সংবিগ্ন পাখিকূল" | রঞ্জন ঘোষাল | তপেশ বন্দ্যোপাধ্যায় | ২:৩৪ |
৪. | "হায় ভালোবাসি" | রঞ্জন ঘোষাল, তাপস দাস, তপেশ বন্দ্যোপাধ্যায় | তাপস দাস, তপেশ বন্দ্যোপাধ্যায় | ৩:১৯ |
কর্মিবৃন্দ
- গৌতম চট্টোপাধ্যায় – লিড ভোকাল, লিড গিটার
- প্রদীপ চট্টোপাধ্যায় – নেপথ্য কন্ঠ, গিটার
- রঞ্জন ঘোষাল – নেপথ্য কন্ঠ
- তাপস দাস – কণ্ঠ, নেপথ্য কন্ঠ
- তপেশ বন্দ্যোপাধ্যায় – কণ্ঠ, নেপথ্য কন্ঠ
- বিশ্বনাথ চট্টোপাধ্যায় – কোরাস
টীকা
- Rokanuzzaman (১৩ মার্চ ২০১১)। "Moheener Ghoraguli: Wild Horses of Musical Conviction"। Dhaka: The Daily Star। ১৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
- Ghoshal, Ranjon, সম্পাদক (৫ জানুয়ারি ২০০৮)। Abaar Bochhor Trish Pawre (Bengali ভাষায়)। পৃষ্ঠা 11।
- মহীনের ঘোড়াগুলি। সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক। কলকাতা, ভারত: দি রেডিয়েন্ট প্রসেস।
তথ্যসূত্র
- মহীনের ঘোড়াগুলি। সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক। কলকাতা, ভারত: দি রেডিয়েন্ট প্রসেস।
বহিসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.