আবার বছর কুড়ি পরে

আবার বছর কুড়ি পরে বাংলা স্বাধীন রক সঙ্গীত দল মহীনের ঘোড়াগুলির চতুর্থ এবং প্রথম সম্পাদিত অ্যালবাম। ১৯৯৫ সালে আশা অডিও কর্তৃক ভারতের কলকাতা আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলায় এটি মুক্তি পায়।[1]

আবার বছর কুড়ি পরে
মহীনের ঘোড়াগুলি কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখজানুয়ারি, ১৯৯৫
শব্দধারণের সময়১৯৯৫
ঘরানা
  • বাংলা গান
দৈর্ঘ্য৪০:৩৫
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীআশা অডিও
মহীনের ঘোড়াগুলি কালক্রম
দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি
(১৯৭৯)দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি১৯৭৯
আবার বছর কুড়ি পরে
(১৯৯৫)
ঝরা সময়ের গান
(১৯৯৬)ঝরা সময়ের গান১৯৯৬

পাশাপাশি জানুয়ারি ১৯৯৫ সালে একই নামে মহীনের ঘোড়াগুলি প্রকাশনা থেকে অ্যালবামটির একটি সংকলন বই আকারে প্রকাশিত হয়। যেটি উৎসর্গ করা হয়েছিলো দীপক মজুমদার এবং বারীন সাহাকে[1]

এই অ্যালবামে মোট আটটি গান অন্তর্ভুক্ত হয়েছে। যা অধিকাংশই মহীনের ঘোড়াগুলি কর্তৃক সুরারোপিত করা হয় নি, এবং তাদের সদস্য কর্তৃক গাওয়াও হয় নি। মূলত কিছু আসন্ন সঙ্গীতশিল্পী এবং সঙ্গীতদলকে তাদের প্রতিভা প্রচারের মাধ্যম তৈরি করে দেয়ার জন্যে মহীনের ঘোড়াগুলি পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে।

প্রকৃতপক্ষে এই অ্যালবাম নাম নেয়া হয়েছে আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশের বনলতা সেন (১৯৩৫) কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা "কুড়ি বছর পরে" কবিতার প্রথম লাইন থেকে। কবিতার প্রথম দুটি পঙ্ক্তি হলো:

আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!
আবার বছর কুড়ি পরে

রেকর্ডিং

অ্যালবামের ক্রমান্বয়ে আটটি গান ধারণ করা হয়েছে পশ্চিমবঙ্গের "প্রেস্তো" রেকর্ডিং স্টুডিওতে এবং সঙ্গীত পরিচালনা করেছেন দেবজিৎ বিশ্বাসএলো কি অসময় গানটি এই অ্যালবামের তৎকালীন সময়ে ডিজিটাল পদ্ধতিতে পুনমুদ্রিত হয়।[1]

গানের তালিকা

মূল অ্যালবাম
এক
নং.শিরোনামলেখককন্ঠদৈর্ঘ্য
১."পড়াশোনার জলাঞ্জলি ভেবে"গৌতম চট্টোপাধ্যায়, তাপস দাসলক্ষ্মীছাড়া৪:২০
২."ধাঁধার থেকে জটিল"সুব্রত ঘোষ, জয়জিৎ লাহিড়িগড়ের মাঠ৩:৪২
৩."কথা দিয়া বন্ধু"অণুপ বিশ্বাস, বাদল সরকারগৌতম চট্টোপাধ্যায়৪:৫২
৪."এলো কি অসময়"গৌতম চট্টোপাধ্যায়, তাপস দাসঅন্তরা চৌধুরী৬:৩৬
দুই
নং.শিরোনামলেখককন্ঠদৈর্ঘ্য
১."গঙ্গা"অরুণেন্দুু দাসঋতুপর্ণা দাশ, চন্দ্রিমা মিত্র, পরমা বন্দ্যোপাধ্যায়, প্রবীর দাস৪:২০
২."আমি ডানদিকে রই"সুরজিৎ চট্টোপাধ্যায়সুরজিৎ চট্টোপাধ্যায়৫:১১
৩."আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি"দিব্য মুখোপাধ্যায়দিব্য মুখোপাধ্যায়৫:২৭
৪."পৃথিবীটা নাকি ছোট হতে হতে"গৌতম চট্টোপাধ্যায়, পল্লব রায়ক্রস উইন্ডস৬:০৪

১৯৯৫ সালে আশা অডিও কর্তৃক অ্যালবামটি পুনমুক্তি দেয়া হয় যেখানে অতিরিক্ত সাতটি গান সংকলিত হয়েছে। এর মধ্যেে কয়েকটি গান মহীনের ঘোড়াগুলির শুরুর দিকের গানের পুন-রেকডিং ছিলো।

পুনমুক্তির অ্যালবাম 1999
নং.শিরোনামকন্ঠদৈর্ঘ্য
১."শোনো সুধীজন"ক্রস উইন্ডস৪:২৪
২."ঘরে ফেরার গান"চন্দ্রানী বন্দোপাধ্যায়৫:৫৬
৩."ক্রিকেট"অর্ণব চট্টোপাধ্যায়৩:৪৫
৪."তাকে যতো তাড়াই দূরে"তপেশ বন্দ্যোপাধ্যায়৪:৪৬
৫."সবাই তো ইনসান"অণুপ বিশ্বাস, বাদল সরকার৪:৩০
৬."সাততলা বাড়ি"প্রদীপ চট্টোপাধ্যায়৩:৪৬
৭."পাখিদের সুরে গান"ক্রস উইন্ডস৪:৫৫

কর্মিবৃন্দ

একক
সঙ্গীতদল
  • লক্ষ্মীছাড়া
  • গড়ের মাঠ
  • ক্রস উইন্ডস

টীকা

  1. মহীনের ঘোড়াগুলি (জানুয়ারি, ১৯৯৫)। আবার বছর কুড়ি পরেআন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা, কলকাতা: মহীনের ঘোড়াগুলি (প্রকাশনা) এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.