অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব বাংলা স্বাধীন রক সঙ্গীত দল মহীনের ঘোড়াগুলির দ্বিতীয় অ্যালবাম। ১৯৭৮ সালে হিন্দুস্তান রেকর্ডস কর্তৃক ভারতের কলকাতায় এটি মুক্তি পায়।
অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব | ||||
---|---|---|---|---|
![]() | ||||
মহীনের ঘোড়াগুলি কর্তৃক স্টুডিও অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১৯৭৮ | |||
শব্দধারণের সময় | ১৯৭৮ | |||
ঘরানা |
| |||
দৈর্ঘ্য | ৬:২৫ | |||
ভাষা | বাংলা | |||
সঙ্গীত প্রকাশনী | হিন্দুস্তান রেকর্ডস | |||
মহীনের ঘোড়াগুলি কালক্রম | ||||
|
এই অ্যালবামে মোট দুইটি গান অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে রঞ্জন ঘোষাল এককভাবে দুটি গান লিখেছেন। অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন প্রদীপ চট্টোপাধ্যায় এবং গৌতম চট্টোপাধ্যায়।
গানের তালিকা
নং. | শিরোনাম | লেখক | কন্ঠ | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব" | রঞ্জন ঘোষাল | প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, তপেশ বন্দ্যোপাধ্যায় | ৩:১৭ |
২. | "সুধীজন শোনো" | রঞ্জন ঘোষাল | তপেশ বন্দ্যোপাধ্যায়, তাপস দাস, রঞ্জন ঘোষাল | ৩:০৮ |
কর্মিবৃন্দ
- গৌতম চট্টোপাধ্যায় – লিড গিটার
- প্রদীপ চট্টোপাধ্যায় – কণ্ঠ
- রঞ্জন ঘোষাল – কন্ঠ
- তাপস দাস – কণ্ঠ
- তপেশ বন্দ্যোপাধ্যায় – কণ্ঠ
টীকা
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.