ঝরা সময়ের গান
ঝরা সময়ের গান বাংলা স্বাধীন রক সঙ্গীত দল মহীনের ঘোড়াগুলির পঞ্চম এবং দ্বিতীয় সম্পাদিত অ্যালবাম। ১৯৯৬ সালে আশা অডিও কর্তৃক ভারতের আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলায় এটি মুক্তি পায়।[1]
ঝরা সময়ের গান | ||||
---|---|---|---|---|
![]() | ||||
মহীনের ঘোড়াগুলি কর্তৃক স্টুডিও অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১৯৯৬ | |||
শব্দধারণের সময় | ১৯৯৬ | |||
ঘরানা |
| |||
দৈর্ঘ্য | ৩৬:৫৬ | |||
ভাষা | বাংলা | |||
সঙ্গীত প্রকাশনী | আশা অডিও | |||
মহীনের ঘোড়াগুলি কালক্রম | ||||
|
পাশাপাশি জানুয়ারি ১৯৯৬ সালে, একই নামে মহীনের ঘোড়াগুলি প্রকাশনা থেকে অ্যালবামটির একটি সংকলন বই আকারে প্রকাশিত হয়। যেটি উৎসর্গ করা হয়েছিলো "যাঁরা গান শুনতে এবং গান গাইতে ভালোবাসেন" তাদেরকে।[1]
গানের তালিকা
নং. | শিরোনাম | লেখক | কন্ঠ | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "মানুষ চেনা যায়কি" | সুব্রত ঘোষ, জয়জিৎ লাহিড়ি | সুব্রত ঘোষ | ৪:১৬ |
২. | "সংবিগ্ন পাখিকূল" | রঞ্জন ঘোষাল | ৩:৪২ | |
৩. | "কিসের এত তাড়া" | |||
৪. | "গাইবো শুধু গান" | |||
৫. | "কে কে যাবি রে" | |||
৬. | "বিনীতা কেমন আছো?" | |||
৭. | "সারা রাত" | |||
৮. | "সেই ফুলের দল" | |||
৯. | "ময়মনসিংহ গীতিকা (মহুয়া সুন্দরী)" | |||
১০. | "তোমায় দিলাম" | |||
১১. | "আমার প্রিয়া কাফে" |
টীকা
- মহীনের ঘোড়াগুলি (জানুয়ারি, ১৯৯৫)। ঝরা সময়ের গান। আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা, কলকাতা: মহীনের ঘোড়াগুলি (প্রকাশনা)। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
তথ্যসূত্র
- মহীনের ঘোড়াগুলি (জানুয়ারি, ১৯৯৫)। ঝরা সময়ের গান। আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা, কলকাতা: মহীনের ঘোড়াগুলি (প্রকাশনা)। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.