ঝরা সময়ের গান

ঝরা সময়ের গান বাংলা স্বাধীন রক সঙ্গীত দল মহীনের ঘোড়াগুলির পঞ্চম এবং দ্বিতীয় সম্পাদিত অ্যালবাম। ১৯৯৬ সালে আশা অডিও কর্তৃক ভারতের আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলায় এটি মুক্তি পায়।[1]

ঝরা সময়ের গান
মহীনের ঘোড়াগুলি কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ১৯৯৬
শব্দধারণের সময়১৯৯৬
ঘরানা
  • বাংলা গান
দৈর্ঘ্য৩৬:৫৬
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীআশা অডিও
মহীনের ঘোড়াগুলি কালক্রম
আবার বছর কুড়ি পরে
(১৯৯৫)আবার বছর কুড়ি পরে১৯৯৫
ঝরা সময়ের গান
(১৯৯৬)
মায়া
(১৯৯৭)মায়া১৯৯৭

পাশাপাশি জানুয়ারি ১৯৯৬ সালে, একই নামে মহীনের ঘোড়াগুলি প্রকাশনা থেকে অ্যালবামটির একটি সংকলন বই আকারে প্রকাশিত হয়। যেটি উৎসর্গ করা হয়েছিলো "যাঁরা গান শুনতে এবং গান গাইতে ভালোবাসেন" তাদেরকে।[1]

গানের তালিকা

নং.শিরোনামলেখককন্ঠদৈর্ঘ্য
১."মানুষ চেনা যায়কি"সুব্রত ঘোষ, জয়জিৎ লাহিড়িসুব্রত ঘোষ৪:১৬
২."সংবিগ্ন পাখিকূল"রঞ্জন ঘোষাল ৩:৪২
৩."কিসের এত তাড়া"   
৪."গাইবো শুধু গান"   
৫."কে কে যাবি রে"   
৬."বিনীতা কেমন আছো?"   
৭."সারা রাত"   
৮."সেই ফুলের দল"   
৯."ময়মনসিংহ গীতিকা (মহুয়া সুন্দরী)"   
১০."তোমায় দিলাম"   
১১."আমার প্রিয়া কাফে"   

টীকা

  1. মহীনের ঘোড়াগুলি (জানুয়ারি, ১৯৯৫)। ঝরা সময়ের গানআন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা, কলকাতা: মহীনের ঘোড়াগুলি (প্রকাশনা) এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.