গৌতম চট্টোপাধ্যায়

গৌতম চট্টোপাধ্যায় (জুন ১, ১৯৪৮ - জুন ২০, ১৯৯৯) ছিলেন একজন বাঙালি সঙ্গীতঙ্গ, গায়ক, গীতিকার, থিয়েটার ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা এবং নৃতাত্তিক, যিনি মহীনের ঘোড়াগুলি ফোক-রক ব্যন্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচত।

গৌতম চট্টোপাধ্যায়
মানুষ গৌতম, গাছ গৌতম
জন্ম
গৌতম চট্টোপাধ্যায়

(১৯৪৮-০৬-০১)১ জুন ১৯৪৮
মৃত্যু২০ জুন ১৯৯৯(1999-06-20) (বয়স ৫১)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
সমাধিকলকাতা
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামমনি
নাগরিকত্বভারত
যেখানের শিক্ষার্থীপ্রেসিডেন্সি কলেজ
পেশা
  • সঙ্গীতজ্ঞ
  • গায়ক
  • সঙ্গীত প্রোগ্রামার
কার্যকাল১৯৬০১৯৯৯
দাম্পত্য সঙ্গীমিনতি চট্টোপাধ্যায় (বি. ১৯৭০; মৃত্যু পর্যন্ত ২০০০)
আত্মীয়
সঙ্গীত কর্মজীবন
ধরনবাংলা লোক রক
বাদ্যযন্ত্রসমূহ
  • কণ্ঠ
  • গিটার
  • স্যাক্সোফোন
সহযোগী শিল্পী
ওয়েবসাইটgautamchattopadhyay.com

প্রাথমিক জীবন

কিছু সংলাপ কিছু প্রলাপ চলচ্চিত্রে গৌতম চট্টোপাধ্যায়।

গৌতম ১৯৬০-এর দশকে প্রেসিডেন্সি কলেজে মনোবিজ্ঞান বিষয়ে অধ্যয়নকালীন সময়ে তার অ্যাংলো-ইন্ডিয়ান বন্ধুদের নিয়ে 'দ্য আর্জ' নামে একটি ব্যন্ড গঠন করেন।[1]

নকশাল আন্দোলন

১৯৬৯-৭০ সালের দিকে নকশাল আন্দোলনের সাথে গৌতম মনেপ্রাণে জড়িত হয়ে পড়েন। ফলে তিনি গ্রেপ্তার ও নির্যাতিত হন। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ লক-আপে পাওয়া যায়। যদিও এতো নির্যাতনের পরও তিনি কোন প্রকার তথ্য প্রকাশ করেননি। বাংলা জীবনমুখী গানের ধারার আদিস্রষ্টা। ১৯৯৯ সালে মৃত্যুবরন করেন।

উদৃতি

  1. সতারু ওঝা। "Song of the stallion"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১২, ২০১৫

আরো পুড়ুন

  • গৌতমকলকাতা: এ মুখার্জী এ্যান্ড কোম্পানি। ২০০০। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.