গৌতম চট্টোপাধ্যায়
গৌতম চট্টোপাধ্যায় (জুন ১, ১৯৪৮ - জুন ২০, ১৯৯৯) ছিলেন একজন বাঙালি সঙ্গীতঙ্গ, গায়ক, গীতিকার, থিয়েটার ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা এবং নৃতাত্তিক, যিনি মহীনের ঘোড়াগুলি ফোক-রক ব্যন্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচত।
গৌতম চট্টোপাধ্যায় | |
---|---|
![]() মানুষ গৌতম, গাছ গৌতম | |
জন্ম | গৌতম চট্টোপাধ্যায় ১ জুন ১৯৪৮ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
মৃত্যু | ২০ জুন ১৯৯৯ ৫১) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | (বয়স
সমাধি | কলকাতা |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | মনি |
নাগরিকত্ব | ভারত |
যেখানের শিক্ষার্থী | প্রেসিডেন্সি কলেজ |
পেশা |
|
কার্যকাল | ১৯৬০–১৯৯৯ |
দাম্পত্য সঙ্গী | মিনতি চট্টোপাধ্যায় (বি. ১৯৭০; মৃত্যু পর্যন্ত ২০০০) |
আত্মীয় |
|
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | বাংলা লোক রক |
বাদ্যযন্ত্রসমূহ |
|
সহযোগী শিল্পী |
|
ওয়েবসাইট | gautamchattopadhyay |
প্রাথমিক জীবন
.jpg)
কিছু সংলাপ কিছু প্রলাপ চলচ্চিত্রে গৌতম চট্টোপাধ্যায়।
গৌতম ১৯৬০-এর দশকে প্রেসিডেন্সি কলেজে মনোবিজ্ঞান বিষয়ে অধ্যয়নকালীন সময়ে তার অ্যাংলো-ইন্ডিয়ান বন্ধুদের নিয়ে 'দ্য আর্জ' নামে একটি ব্যন্ড গঠন করেন।[1]
নকশাল আন্দোলন
১৯৬৯-৭০ সালের দিকে নকশাল আন্দোলনের সাথে গৌতম মনেপ্রাণে জড়িত হয়ে পড়েন। ফলে তিনি গ্রেপ্তার ও নির্যাতিত হন। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ লক-আপে পাওয়া যায়। যদিও এতো নির্যাতনের পরও তিনি কোন প্রকার তথ্য প্রকাশ করেননি। বাংলা জীবনমুখী গানের ধারার আদিস্রষ্টা। ১৯৯৯ সালে মৃত্যুবরন করেন।
উদৃতি
- সতারু ওঝা। "Song of the stallion"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১২, ২০১৫।
আরো পুড়ুন
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে গৌতম চট্টোপাধ্যায় সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.