লোপামুদ্রা রাউত

লোপামুদ্রা রাউত হচ্ছেন ভারতের মহারাষ্ট্রের একজন ভারতীয় মডেল এবং সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী।[3] তিনি ২০১৬ সালে মিস ইউনাইটেড মহাদেশ ভারত ২০১৬-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং সেখানে ২য় রানার-আপ হন।[4] তিনি ভারতের জন্য সেরা "শ্রেষ্ঠ জাতীয় পরিচ্ছদ" পুরস্কারও জয়লাভ করেছিলেন। এই পুরস্কারটি তার পূর্বে ২০১৪ সালে গাইল নিকোল দা সিলভা এবং ২০১৫ সালে সুশ্রী শ্রেয়া মিশ্রা জয়লাভ করেছেন।[5] তিনি ২০১৬ সালে কালারসে সম্প্রচারিত জনপ্রিয় ভারতীয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ১০-এ অংশগ্রহণ করেন, সেখানে তিনি ২য় রানার-আপ হয়েছিলেন।

লোপামুদ্রা রাউত
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
লোপামুদ্রা রাউত
শিক্ষা প্রতিষ্ঠানজি. এইচ. রাইসনি কলেজ অফ প্রকৌশল নাগপুর[1][2]
পেশামডেল, প্রকৌশলী
শিরোপা(সমূহ)মিস ইউনাইটেড মহাদেশ ভারত ২০১৬
প্রধান প্রতিযোগিতা(সমূহ)বিগ বস ১০
মিস ইউনাইটেড মহাদেশ ভারত ২০১৬
(২য় রানার-আপ)
(শ্রেষ্ঠ জাতীয় পরিচ্ছদ)
মিস ইউনাইটেড মহাদেশ ভারত ২০১৬
(বিজয়ী)
ইয়ামাহা ফ্যাসিনো ক্যালেন্ডার গার্ল ২০১৫
(বিজয়ী)
মিস ডিভা ২০১৪
(শীর্ষ ৫)
ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৪
(৩য় রানার-আপ)
(মিস পারফেক্ট বডি)
ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩
(চূড়ান্ত প্রতিযোগী)
ফেমিনা মিস ইন্ডিয়া গোয়া ২০১৩
(বিজয়ী)
(মিস বডি বিউটিফুল)
(ইয়ামাহা রে মিস অ্যাডভেঞ্চারাস)
(মিস অসাম লেগ)

শিক্ষা

লোপামুদ্রা রাউত হচ্ছেন একজন তড়িৎ প্রকৌশলী। তিনি ২০১৪ সালে জি. এইচ. রাইসনি কলেজ অফ প্রকৌশল নাগপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি.এ. সম্পন্ন করেন।[2]

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল ফলাফল
২০১৬–১৭বিগ বস ১০প্রতিযোগীকালারস২য় রানার-আপ
২০১৭ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৮৬ষ্ঠ স্থান
এন্টারটেইনমেন্ট কি রাতঅতিথি

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Raut at an event at Raisoni College in Nagpur"। ১৯ এপ্রিল ২০১৫।
  2. "G.H. Raisoni College,Nagpur"
  3. "Miss Diva finalist Biography Wiki Profile of Lopamudra"। ২৯ মে ২০১৫।
  4. "Miss United Continents India 2016 is Lopamudra Raut !!"। ২৯ আগস্ট ২০১৬।
  5. "Best national costume award won by Miss United Continents India 2016 Lopamudra Raut"। ২০ সেপ্টেম্বর ২০১৬।

বহিঃসংযোগ

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী

সুশ্রী শ্রেয়া মিশ্রা
মিস ইউনাইটেড মহাদেশ ভারত
২০১৬
উত্তরসূরী

সানা দুয়া
পূর্বসূরী

সুশ্রী শ্রেয়া মিশ্রা
মিস ইউনাইটেড মহাদেশ - শ্রেষ্ঠ জাতীয় পরিচ্ছদ
২০১৬
উত্তরসূরী

আউম ফিংচামরাত
পূর্বসূরী

মাইরিয়াম আরেভালোস
মিস ইউনাইটেড মহাদেশ - ২য় রানার-আপ
২০১৬
উত্তরসূরী

রকসানা রেয়েস
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.