মনিকা দোগরা
মনিকা দোগরা (ইংরেজি: Monica Dogra; জন্ম: ২৫ অক্টোবর ১৯৮২) একজন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন[1] গায়িকা, অভিনেত্রী এবং মডেল।[2][3] তিনি মুম্বই-ভিত্তিক ইলেক্ট্রো রক মানিকজোড় শা'ইর এবং ফাঙ্কের বোন। তিনি ধোবি ঘাট চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার আত্মপ্রকাশ ঘটান।
মনিকা দোগরা | |
---|---|
![]() দোগরা, ল্যাকমি ফ্যাশন সপ্তাহ ২০১৭ সালে | |
জন্ম | মনিকা দোগরা ২৫ অক্টোবর ১৯৮২ বাল্টিমোর, মেরিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | অভিনেত্রী, গায়ক, মডেল |
কার্যকাল | ২০০৬-বর্তমান |
ওয়েবসাইট | monicadogra |
প্রাথমিক জীবন
মনিকা দোগরা'র চাচা দোগরি ফোক গায়ক প্রকাশ শর্মা। মনিকা তার শৈশব কাটান বাল্টিমোর, ম্যারিল্যান্ড এ এবং ওয়াকলেই এলিমেন্টারি স্কুল, মন্টেসরি তে পড়াশোনা করেন। অতঃপর তিনি ভর্তি হন দোলানেই হাই স্কুল এ। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সঙ্গীত বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।
চলচ্চিত্র তালিকা
বছর | শিরোনাম | চরিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০০৮ | রক অন!! | শাইর | হিন্দি | |
২০১১ | ধোবি ঘাট | শাই | হিন্দি | |
২০১২ | ফায়ারফ্লাইস | মিশেল | হিন্দি | [4] |
২০১৩ | ডেভিড | নূর | হিন্দি | [4] |
২০১৪ | গ্যাঙ্গলর্ডস অব ১৯৮৫ | নাদা | হিন্দি | [5] |
২০১৫ | তেরা সুরুর | এলি জর্ডান | ||
২০১৫ | দ্য স্প্যাক্টেকুলার জিহাদ অব তাজ রাহিম | সাবরিনা জিবান | ||
২০১৬ | রিল্যপ্স |
সঙ্গীত ভিডিওয় উপস্থিতি
বছর | শিরোনম | শিল্পী | সূত্র. |
---|---|---|---|
২০১৬ | লে ইউ ডাউন | ডিজে নানক | [6] |
প্লেব্যাক তালিকা
বছর | শিরোনাম | চলচ্চিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০০৮ | দুরিয়া ভি হ্যায় জরুরি | ব্রেক কি বাদ | হিন্দি | [7] |
২০০৮ | শাস বহু অর সেনসেক্স | হিন্দি | [5] |
আরও দেখুন
তথ্যসূত্র
- Addiego, Walter (জানুয়ারি ২১, ২০১১)। "'Mumbai Diaries' review: a long way from Bollywood"। San Francisco Chronicle। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৪, ২০১১।
- "Monica Dogra: Bollywood is changing"। Times of India। IANS। জানুয়ারি ২২, ২০১১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৪, ২০১১।
- Puente, Maria (জানুয়ারি ২০, ২০১১)। "Could 'Mumbai Diaries' represent a Bollywood reboot?"। USA Today। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৪, ২০১১।
- Pai, Megha (এপ্রিল ১৯, ২০১২)। "'I have a lot on my plate'"। Khaleej Times। সংগ্রহের তারিখ মে ৮, ২০১২।
- "গ্যাঙ্গলর্ডস অব ১৯৮৫"। আইএমডিবি। ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৬।
- "Monica Dogra And Anushka Manchanda Play Same Sex Lovers In This New Music Video"। HuffPost। India। ডিসেম্বর ৫, ২০১৬। সংগ্রহের তারিখ মে ১৪, ২০১৮।
- "ব্রেক কি বাদ"। আইএমডিবি। ২০০৮। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৬।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে মনিকা দোগরা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মনিকা দোগরা (ইংরেজি)
- ইন্সটাগ্রামে মনিকা দোগরা
- {{টুইটার}} টেমপ্লেটে আইডি অনুপস্থিত ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই।
- ফেসবুকে মনিকা দোগরা
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.