সিদ্ধার্থ ভরদ্বাজ

সিদ্ধার্থ ভরদ্বাজ (জন্ম: ৩ মার্চ ১৯৮৭) হলেন একজন ভারতীয় অভিনেতা, মডেল এবং ভিজে। তিনি এমটিভি ইন্ডিয়ায় সম্প্রচারিত ডেটিং আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান এমটিভি স্প্লিটসভিলা ২ জয়লাভ করেছেন। তিনি উক্ত অনুষ্ঠানে সাক্ষী প্রধানের সাথে জুটিবদ্ধ হয়ে ৫,০০,০০০ রুপি জয়লাভ করেছেন। ২০১১ সালে, তিনি কালারসে সম্প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান বিগ বসের দ্বিতীয় আসরে ২য় রানার-আপ হয়েছেন।

সিদ্ধার্থ ভরদ্বাজ
২০১২ সালে সিদ্ধার্থ
জন্ম (1987-03-03) ৩ মার্চ ১৯৮৭
পেশাঅভিনেতা, মডেল, ভিজে

টেলিভিশন

সালঅনুষ্ঠানচরিত্রভাষাটীকা
২০০৯এমটিভি স্প্লিটসভিলা ২প্রতিযোগীএমটিভি ইন্ডিয়াবিজয়ী
২০১১বিগ বস ৫কালারস২য় রানার-আপ
২০১৫ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৬১৫তম স্থান
২০১৬বক্স ক্রিকেট লীগ ২খেলোয়াড়

চলচ্চিত্রের তালিকা

সালচলচ্চিত্রচরিত্রভাষাটীকা
২০১৪কুকু মাথুর কি ঝন্ড হো গায়িহিমানশুহিন্দি

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.