ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৬

ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৬ হচ্ছে ভারতীয় আপাতবাস্তব, শারীরিক কসরতভিত্তিক টেলিভিশন রিয়ালিটি অনুষ্ঠান ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ির ৬ষ্ঠ আসর।[1][2][3][4] এই আসরের প্রথম পর্ব ২০১৫ সালের ৭ই ফেব্রুয়ারি তারিখ হতে কালারসে প্রচারিত হয়েছে। এই আসরের শিরোনাম রাখা হয়েছিল ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি – ডর কা ব্লকবাস্টার রিটার্নস। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচারিত হয়েছিল। এই আসরের উপস্থাপক ছিলেন রোহিত শেঠী এবং দক্ষিণ আফ্রিকায় এই আসরের সকল কসরত শুটিং করা হয়েছে। ২০১৫ সালের ১২ই এপ্রিল তারিখে, আশিষ চৌধুরী এই আসরের বিজয়ী হিসেবে শিরোপা জয়লাভ করেছেন।

ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৬
ফিয়ার ফ্যাক্টর- খাত্রোঁ কে খিলাড়ি ৬-এর পোস্টার
আরও যে নামে পরিচিতফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি – ডর কা ব্লকবাস্টার রিটার্নস
ধরণআপাতবাস্তব, শারীরিক কসরত
নির্মাতাএন্ডেমল
উপস্থাপকরোহিত শেঠী
অভিনয়েনিচে দেখুন
প্রস্তুতকারক দেশ ভারত
মূল ভাষাহিন্দি
নির্মাণ
অবস্থান দক্ষিণ আফ্রিকা
ক্যামেরা সেটআপবহু-ক্যামেরা
ব্যাপ্তিকালপ্রায় ১ ঘণ্টা
প্রোডাকশন কোম্পানিএন্ডেমল ভারত
পরিবেশকভায়াকম ১৮
সম্প্রচার
মূল চ্যানেলকালারস
ছবির ফরম্যাট৫৭৬আই (এসডিটিভি)
১০৮০আই (এইচডিটিভি)
মূল প্রদর্শনী ফেব্রুয়ারি ২০১৫ (2015-02-07) – ১২ এপ্রিল ২০১৫ (2015-04-12)
ক্রমধারা
পূর্ববর্তী৫ম আসর
পরবর্তী৭ম আসর
বহিঃসংযোগ
ওয়েবসাইট

প্রতিযোগীগণ

প্রতিযোগী বয়স পেশা চূড়ান্ত স্থান নোট তারিখ
আশিষ চৌধুরী ৩৬ চলচ্চিত্র অভিনেতা ১ম বিজয়ী ১২ এপ্রিল ২০১৫
মেয়াং চ্যাং ৩২ টেলিভিশন উপস্থাপক ২য় ১ম রানার-আপ
মোহাম্মদ ইকবাল খান ৩৩ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা ৩য় ২য় রানার-আপ
সাগরিকা ঘাটকে ২৯ চলচ্চিত্র অভিনেত্রী ৪র্থ ৩য় রানার-আপ
আশা নেগি ২৫ টেলিভিশন অভিনেত্রী ৫ম অপনীত ১১ এপ্রিল ২০১৫
হুসাইন কুয়াজরওয়ালা ৩৭ টেলিভিশন উপস্থাপক ৬ষ্ঠ
রাকেশ কুমার ৩২ কাবাডি খেলোয়াড় ৭ম
নন্দীশ সন্ধু ৩২ টেলিভিশন অভিনেতা ও মডেল ৮ম
রাশমি দেসাই ২৮ টেলিভিশন অভিনেত্রী ৯ম অপনীত (পুনঃপ্রবেশ) ৫ এপ্রিল ২০১৫
সানা খান ২৬ চলচ্চিত্র অভিনেত্রী ১০ম অপনীত
সালমান ইউসুফ খান ২৯ নৃত্যশিল্পী ১১তম অব্যাহতি ২২ মার্চ ২০১৫
নাতালিয়া কৌর ২৪ মডেল ও অভিনেত্রী ১২তম অপনীত
রিধি ডোগরা ৩০ টেলিভিশন অভিনেত্রী ১৩তম ১৫ মার্চ ২০১৫
অর্চনা বিজয়া ২৯ মডেল ও টেলিভিশন উপস্থাপক ১৪তম ১ মার্চ ২০১৫
সিদ্ধার্থ ভরদ্বাজ ২৭ মডেল ও অভিনেতা ১৫তম ২২ ফেব্রুয়ারি ২০১৫
হর্ষদ আরোরা ২৭ টেলিভিশন অভিনেতা ১৬তম ১৫ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.