ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৭
ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৭ হচ্ছে ভারতীয় আপাতবাস্তব, শারীরিক কসরতভিত্তিক টেলিভিশন রিয়ালিটি অনুষ্ঠান ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ির ৭ম আসর। এই আসরের প্রথম পর্ব ২০১৬ সালের ৩০শে জানুয়ারি তারিখ হতে কালারসে প্রচারিত হয়েছে। এই আসরের শিরোনাম রাখা হয়েছিল ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি – কাভি পীড়া, কাভি কিড়া। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচারিত হয়েছিল। এই আসরটি এন্ডেমল ভারতের দীপক ধর দ্বারা প্রযোজিত হয়েছে।[1] এই আসরের উপস্থাপক ছিলেন অর্জুন কাপুর এবং আর্জেন্টিনায় এই আসরের সকল কসরত শুটিং করা হয়েছে।[2][3][4] ২০১৬ সালের ৩রা এপ্রিল তারিখে, সিদ্ধার্থ শুক্লা এই আসরের বিজয়ী হিসেবে শিরোপা জয়লাভ করেছেন।[5][6]
![]() ফিয়ার ফ্যাক্টর- খাত্রোঁ কে খিলাড়ি ৭-এর পোস্টার | |
আরও যে নামে পরিচিত | ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি – কাভি পীড়া, কাভি কিড়া |
---|---|
ধরণ | আপাতবাস্তব, শারীরিক কসরত |
নির্মাতা | দীপক ধর |
উপস্থাপক | অর্জুন কাপুর |
অভিনয়ে | নিচে দেখুন |
প্রস্তুতকারক দেশ | ![]() |
মূল ভাষা | হিন্দি |
নির্মাণ | |
প্রযোজক | দীপক ধর |
অবস্থান | ![]() |
ক্যামেরা সেটআপ | বহু-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | প্রায় ১ ঘণ্টা |
প্রোডাকশন কোম্পানি | এন্ডেমল ভারত |
পরিবেশক | ভায়াকম ১৮ |
সম্প্রচার | |
মূল চ্যানেল | কালারস |
ছবির ফরম্যাট | ৫৭৬আই (এসডিটিভি) ১০৮০আই (এইচডিটিভি) |
মূল প্রদর্শনী | ২১ জানুয়ারি ২০১৬ – ৩ এপ্রিল ২০১৬ |
প্রতিযোগীগণ
প্রতিযোগী | বয়স | পেশা | চূড়ান্ত স্থান | নোট | তারিখ | |
---|---|---|---|---|---|---|
সিদ্ধার্থ শুক্লা | ৩৫ | টেলিভিশন অভিনেতা | ১ম | বিজয়ী (পুনঃপ্রবেশ) | ৩ এপ্রিল ২০১৬ | |
সানা সাঈদ | ২৭ | নৃত্যশিল্পী | ২য় | ১ম রানার-আপ | ||
মুক্তি মোহন | ২৮ | চলচ্চিত্র অভিনেত্রী ও নৃত্যশিল্পী | ৩য় | ২য় রানার-আপ | ||
তানিশা মুখার্জী | ৩৮ | চলচ্চিত্র অভিনেত্রী | ৪র্থ | ৩য় রানার-আপ | ||
ভিভিয়ন ডীসেনা | ২৭ | টেলিভিশন অভিনেতা | ৫ম | (ওয়াইল্ড কার্ড প্রবেশ, ৪র্থ চূড়ান্ত প্রতিযোগী) | ||
রাঘব জুয়াল | ২৪ | নৃত্যশিল্পী | ৬ষ্ঠ | ৫ম চূড়ান্ত প্রতিযোগী | ||
ভিভান ভাটেনা | ৩৭ | অভিনেতা ও মডেল | ৭ম | অপনীত | ২৭ মার্চ ২০১৬ | |
পার্বতী ওমানাকুত্তান | ২৯ | মিস ওয়ার্ল্ড (রানার-আপ), মিস ইন্ডিয়া, অভিনেত্রী ও মডেল |
৮ম | ২৬ মার্চ ২০১৬ | ||
জয় ভানুশালী | ৩১ | চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক | ৯ম | অব্যাহতি | ||
মাহী বিজ | ৩৪ | টেলিভিশন অভিনেত্রী | ১০তম | অপনীত | ২০ মার্চ ২০১৬ | |
ঐশ্বর্যা সখুজা | ২৯ | টেলিভিশন অভিনেত্রী | ১১তম | ১৩ মার্চ ২০১৬ | ||
টিনা দত্ত | ২৯ | টেলিভিশন অভিনেত্রী | ১২তম | ৬ মার্চ ২০১৬ | ||
ফাইজাল খান | ১৭ | নৃত্যশিল্পী | ১৩তম | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ | ||
যুবরাজ বাল্মীকি | ২৬ | হকি খেলোয়াড় | ১৪তম | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | ||
হিমানশু মালহোত্রা | ৩৪ | অভিনেতা ও নাচ বলিয়ে বিজয়ী | ১৫তম | ৩১ জানুয়ারি ২০১৬ |
নির্মূলের তালিকা
প্রতিযোগী | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সিদ্ধার্থ | নিম্ন ৩ | জয়ী | জয়ী | নিম্ন ৩ | নিম্ন ৩ | অপনীত | সুরক্ষিত | নিম্ন ৩ | সুরক্ষিত | বিজয়ী | ||||||||||
সানা | জয়ী | জয়ী | জয়ী | জয়ী | নিম্ন ৩ | সুরক্ষিত | সুরক্ষিত | জয়ী | সুরক্ষিত | ১ম রানার-আপ | ||||||||||
মুক্তি | নিম্ন ৩ | নিম্ন ৩ | জয়ী | নিম্ন ৩ | সুরক্ষিত | জয়ী | সুরক্ষিত | নিম্ন ৩ | সুরক্ষিত | জয়ী | সুরক্ষিত | ২য় রানার-আপ | ||||||||
তানিশা | সুরক্ষিত | জয়ী | জয়ী | নিম্ন ৩ | নিম্ন ৩ | নিম্ন ৩ | নিম্ন ৩ | সুরক্ষিত | জয়ী | জয়ী | অপনীত | |||||||||
ভিভিয়ান | প্রতিযোগিতায় নেই | ওয়াইল্ড-কার্ড | নিম্ন ৩ | নিম্ন ৩ | সুরক্ষিত | নিম্ন ৩ | জয়ী | জয়ী | অপনীত | |||||||||||
রাঘব | নিম্ন ৩ | নিম্ন ৩ | নিম্ন ৩ | জয়ী | নিম্ন ৩ | জয়ী | জয়ী | জয়ী | সুরক্ষিত | সুরক্ষিত | অপনীত | |||||||||
ভিভান | নিম্ন ৩ | জয়ী | সুরক্ষিত | জয়ী | সুরক্ষিত | জয়ী | নিম্ন ৩ | জয়ী | সুরক্ষিত | জয়ী | নিম্ন ৩ | অপনীত | ||||||||
পার্বতী | নিম্ন ৩ | জয়ী | নিম্ন ৩ | জয়ী | জয়ী | জয়ী | নিম্ন ৩ | নিম্ন ৩ | নিম্ন ৩ | অপনীত | ||||||||||
জয় | নিম্ন ৩ | নিম্ন ৩ | অপনীত | প্রত্যাবর্তন | নিম্ন ৩ | নিম্ন ৩ | নিম্ন ৩ | সুরক্ষিত | প্রযোজ্য নয় | অব্যাহতি | ||||||||||
মাহি | সুরক্ষিত | নিম্ন ৩ | নিম্ন ৩ | নিম্ন ৩ | জয়ী | জয়ী | নিম্ন ৩ | জয়ী | নিম্ন ৩ | অপনীত | ||||||||||
ঐশ্বর্যা | নিম্ন ৩ | জয়ী | জয়ী | জয়ী | নিম্ন ৩ | জয়ী | নিম্ন ৩ | নিম্ন ৩ | নিম্ন ৩ | অপনীত | ||||||||||
টিনা | নিম্ন ৩ | নিম্ন ৩ | জয়ী | নিম্ন ৩ | সুরক্ষিত | সুরক্ষিত | নিম্ন ৩ | অপনীত | ||||||||||||
ফাইজাল | জয়ী | নিম্ন ৩ | নিম্ন ৩ | জয়ী | নিম্ন ৩ | নিম্ন ৩ | অপনীত | |||||||||||||
যুবরাজ | জয়ী | নিম্ন ৩ | নিম্ন ৩ | অপনীত | ||||||||||||||||
হিমানশু | নিম্ন ৩ | অপনীত |
- এই প্রতিযোগী জয়লাভ করেছে।
- এই প্রতিযোগী রানার আপ হয়েছে।
- এই প্রতিযোগী চূড়ান্ত পর্বে বিদায় নিয়েছে।
- এই প্রতিযোগী "টিকেট টু ফাইনাল" জয়লাভ করেছে।
- অন্য তিনজন চূড়ান্ত প্রতিযোগী।
- এই প্রতিযোগী উক্ত সপ্তাহের কসরত জয়লাভ করেছে।
- এই প্রতিযোগীকে রোহিত বাঁচিয়েছে।
- প্রতিযোগিতায় না থাকা প্রতিযোগীদের নির্দেশ করে।
- প্রতিযোগিতায় ওয়াইল্ড-কার্ড হিসেবে প্রবেশকৃত প্রতিযোগীদের নির্দেশ করে।
- নিম্ন ৩ প্রতিযোগীদের নির্দেশ করে।
- এই প্রতিযোগী ভোটের মাধ্যমে অপনীত হয়েছে।
- এই প্রতিযোগী প্রতিযোগিতা হতে অব্যাহতি নিয়েছে।
বহিঃসংযোগ
তথ্যসূত্র
- "Arjun Kapoor's 'Fear Factor - Khatron Ke Khiladi' Season 7 to Premiere Jan. 30"। India West। ২৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৬।
- "'Khatron Ke Khiladi' packs more power for new season"। Business Standard। ৩০ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫।
- "'Khatron Ke Khiladi 7': Arjun Kapoor is the new host, Sidharth, Jay, Faisal among contestants"। The Indian Express। ৩০ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫।
- "Khatron Ke Khiladi: Chills, Thrills & Much More"। The Times of India। ১ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫।
- "Sidharth Shukla wins Khatron Ke Khiladi season 7"। endemolshineindia.in (হিন্দি ভাষায়)। এন্ডেমল ভারত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
- IANS (৪ এপ্রিল ২০১৬)। "Sidharth Shukla wins Khatron Ke Khiladi season 7" (হিন্দি ভাষায়)। মুম্বই। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.