পার্বতী ওমানাকুত্তান

পার্বতী ওমানাকুত্তান (জন্ম ১৩ মার্চ ১৯৮৭) একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং সুন্দরি প্রতিযোগিতায় খেতাবজয়ী, যিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০০৮ প্রতিযোগিতার শিরোপা জিতে নেন এবং মিস ওয়ার্ল্ড ২০০৮ এ ২য় স্থান অধিকার করেন। এর সাথে তাকে মিস ওয়ার্ল্ড ২০০৮ এ "মিস ওয়ার্ল্ড এশিয়া এবং ওশেনিয়া" পুরস্কার প্রদান করা হয়।[1]

পার্বতী ওমানাকুত্তান
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
জন্ম (1987-03-13) ১৩ মার্চ ১৯৮৭
ছানগণেশ্বরী, কেরালা, ভারত
পেশাঅভিনেত্রী, মডেল, উদ্যোক্তা
চুলের রংকালো বাদামি
চোখের রংকালো বাদামি
শিরোপা(সমূহ)ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০০৮
ফেমিনা মিস ইন্ডিয়া সাউথ ২০০৮
প্রধান প্রতিযোগিতা(সমূহ)মিস ইন্ডিয়া সাউথ ২০০৮
(বিজয়ী)
(সবথেকে সুন্দর চুল)
(সবথেকে সুন্দর হাটা)
ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০০৮
(বিজয়ী)
(সবথেকে সুদর্শিত)
(সবথেকে সুন্দর চুল)
(সবথেকে সুন্দর ব্যক্তিত্ব)
মিস ওয়ার্ল্ড ২০০৮
(২য় স্থান অধিকারকারী)
(মিস ওয়ার্ল্ড এশিয়া এন্ড ওশেনিয়া)
(৩য় স্থান অধিকারী শ্রেষ্ঠ মডেল)
(শেষ্ঠ ৫ সবথেকে সুন্দর তট দেহ)

জীবনী

পার্বতী ওমারাকুত্তান মালায়ালি নায়ার পরিবারে জন্মগ্রহণ করেন, তারা কেরালা থেকে মুম্বাই এসেছেন। তিনি শেঠ চুন্নিলাল ধামোরদাস উচ্চ বিদ্যালয় এ পড়াশোনা করেন এবং পরে মিথিবাই কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পূর্ণ করেন।

সুন্দরি ইতিহাস

মিস ওয়ার্ল্ড ২০০৮

পার্বতী জোহানসবার্গ, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ৫৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১৩ ডিসেম্বর ২০০৮ সালে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০০৮ এর গ্র‍্যান্ড ফিনালেতে তাকে ২য় স্থান অধিকারকারী ঘোষণা করা হয়। মিস ওয়ার্ল্ড ২০০০ সালে প্রিয়াংকা চোপড়ার পর এটা ভারতের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরা সাফল্য, যা ২০১৭ সালে মানুষী ছিল্লার এর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জেতার পূর্ব পর্যন্ত উল্লেখ ছিলো। সুন্দরি হিসেবে পার্বতী ২য় সেরা মডেল এবং পঞ্চম সেরা তট সুন্দরি হয়েছেন। এর সাথে তাকে "মিস ওয়ার্ল্ড এশিয়া এবং ওশেনিয়া" হিসেবে পুরস্কৃত করা হয়।

মিস ইন্ডিয়া ২০০৮

ফেমিনা মিস ইন্ডিয়া মুকুট জেতার পর পার্বতী (মাঝে)

পার্বতী ২০০৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জিতে নেন। ২০০৭ সাল থেকে মিস ইন্ডিয়ার বিন্যাস বদলে যায়, যেখানে বিজয়ী মিস ওয়ার্ল্ড এ তার দেশের প্রতিনিধিত্ব করবে, পার্বতীকে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০০৮ খেতাব প্রধান করা হয় এবং তিনি বিশ্বের সবথেকে সম্মানিত সুন্দরি প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড এ তার দেশের প্রতিনিধিত্ব করেন। পার্বতী তার সাথে মিস সবথেকে সুদর্শন, মিস সবথেকে সুন্দর ব্যক্তিত্ব এবং মিস সবথেকে সুন্দর চুল এর খেতাবো জিতে নেন এই প্রতিযোগিতায়।

মিস ইন্ডিয়া সাউথ ২০০৮

পার্বতী ডিসেম্বর ২০০৭ এ হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন এ অনুষ্ঠিত প্রথম প্যান্টালুন্স ফেমিনা মিস ইন্ডিয়া সাউথ ২০০৮ এর মুকুট জিতে নেন। পিএফেমআইএস এর প্রথম ১০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় সরাসরি অংশ নেন। তার সাথে তিনি পিএফএমআইএস ২০০৮ এ সবথেকে সুন্দর চুল এবং সবথেকে সুন্দর হাটার খেতাব জিতে নেন।

অভিনয় জীবন

বিশাল আর্য সিং পরিচালিত বলিউড ফ্লিক ইউনাইটেড সিক্স এর মাধ্যমে পার্বতী সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন।[2] ২০১২ সালে গ্যাংস্টার ফিল্ম বিল্লা ২ এর মাধ্যমে তিনি তামিল চলচ্চিত্রের আত্মপ্রকাশ করেছিলেন,[3] তিনি এতে জেসমিন এর চরিত্রে অভিনয় করেছিলেন।[4] ২০১৩ সালে তাকে তার প্রথম মালায়ালাম ছবি 'কেকিউ' তে দেখা গিয়েছিল, যেখানে তিনি সাংবাদিক হিসাবে অভিনয় করেছিলেন।[5] আগস্ট ২০১৩ সালে তিনি হিন্দি চলচ্চিত্র "পিজ্জার" (২০১৪) শুটিং শুরু করেন, যা তামিল চলচ্চিত্র "পিজ্জার" (২০১২) পুনঃনির্মাণ ছিলো। চলচ্চিত্রটি ২৬ জুলাই ২০১৪ সালে মুক্তি পায়, কিন্তু চলচ্চিত্রটি বক্স অফিসে মুখ থুবরে পড়ে।[6]

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রভূমিকাভাষাটিকা
২০১১ইউনাইটেড সিক্সশাইনাহিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ
২০১২বিল্লা ২জেসমিনতামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ
২০১৩কেকিউসুনায়নামালয়ালম চলচ্চিত্রে আত্মপ্রকাশ
২০১৪পিজ্জানিকিতাহিন্দি
২০১৬নাম্বিয়ারথারানিতামিলঅতিথি চরিত্র
২০১৬ফিয়ার ফ্যাক্টর: খত্রো কা খিলাড়ি ৭প্রতিযোগীহিন্দিরিয়ালিটি শো
২০১৮ ধোবারা পার্বতী হিন্দি ক্ষুদ্র চলচ্চিত্র
২০১৯ইমসাই আরাসান ২৪ পুলিকেচেইপ্রধান চরিত্রতামিল[7]

তথ্যসূত্র

  1. "Pantaloons Femina Miss India 2008"। India Times। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০০৮
  2. Actress Parvathy Omanakuttan speaks on 'Billa 2' – IBNLive. Ibnlive.in.com (17 May 2012). Retrieved on 2015-06-08.
  3. "Parvathy is Ajiths heroine in Billa-2"। sify। ২৯ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১১
  4. Meet David Billa’s Jasmine, Sameera – The Times of India. Articles.timesofindia.indiatimes.com (14 June 2012). Retrieved on 2015-06-08.
  5. Parvathy Omanakuttan to make her M-Town debut – The Times of India. Articles.timesofindia.indiatimes.com (15 November 2012). Retrieved on 2015-06-08.
  6. Pizza Review. Bollywood Hungama. Retrieved on 8 June 2015.
  7. "Imsai Arasan 24am Pulikecei first look posters: Vadivelu film starts rolling, 2.0 makers bankroll the project"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-২৩। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২৩

বহিঃসংযোগ

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
সারাহ-জেনে ডিয়াস
ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড
২০০৭
উত্তরসূরী
পূজা চোপড়া
পূর্বসূরী
যাঙ্গ জিলিন
মিস ওয়ার্ল্ড এশিয়া এবং ওশেনিয়া
২০০৮
উত্তরসূরী
কিম জুরি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.