ঐশ্বর্যা সখুজা
ঐশ্বর্যা সখুজা হচ্ছেন একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৬ সালে মিস ইন্ডিয়ার চূড়ান্ত প্রতিযোগী ছিলেন।[1] ২০১০ সালে, তিনি সনি টিভিতে সম্প্রচারিত ধারাবাহিক সাস বিনা সসুরালে টোস্টি চরিত্রে অভিনয় করেছেন।[2] তিনি অমিতাভ বচ্চনের উপস্থাপনায় জনপ্রিয় কুইজ প্রতিযোগিতা কৌন বনেগা ক্রোড়পতির ৪র্থ আসরের একটি পর্বে একজন অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন।[3] তিনি ম্যায় না বোলুঙ্গিতে অভিনয় করেছেন। তিনি ২০১৭ সালে, সাব টিভিতে সম্প্রচারিত ত্রিদেবিয়ায় অভিনয় করেছেন।
ঐশ্বর্যা সখুজা | |
---|---|
ऐश्वर्या सखुजा | |
![]() ২০১৪ সালে ঐশ্বর্যা সখুজা | |
জন্ম | ওয়েলিংটন, তামিল নাড়ু, ভারত | ৪ জানুয়ারি ১৯৮৫
জাতীয়তা | ![]() |
অন্যান্য নাম | অ্যাশ |
শিক্ষা | ইংরেজিতে স্নাতক ডিগ্রি |
যেখানের শিক্ষার্থী | দিল্লি বিশ্ববিদ্যালয় |
পেশা | মডেল, অভিনেত্রী |
কার্যকাল | ২০১০–বর্তমান |
পরিচিতির কারণ | সাস বিনা সসুরালে তানিয়া ও টোস্টি |
আদি নিবাস | দিল্লি, ভারত |
উচ্চতা | 1.74 m |
দাম্পত্য সঙ্গী | রোহিত নাগ (বি. ২০১৪) |
পিতা-মাতা |
|
পরিবার | শ্যাম সখুজা (ভাই) |
তিনি ২০১৪ সালের ৫ই ডিসেম্বর তার দীর্ঘকালীন প্রেমিক রোহিত নাগের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[4]
টেলিভিশন
সাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল | উল্লেখ |
---|---|---|---|---|
২০১০ | লিফট কারা দে | স্বভূমিকা | সনি টিভি | |
রিশতা.কম | সুখ্রিত সিং | |||
কৌন বনেগা ক্রোড়পতি | স্বভূমিকা | |||
২০১০–১২ | সাস বিনা সসুরাল | তানিয়া তেজ প্রকাশ চতুর্বেদী (টোস্টি) | ||
২০১৩–১৪ | ম্যায় না বোলুঙ্গি | শিখা অবিনাশ গুপ্তা/ সামায়রা শেঠ | ||
২০১৩ | নাচ বলিয়ে শ্রীমান বনাম শ্রীমতি | উপস্থাপক | স্টার প্লাস | [6] |
ওয়েলকাম – বাজি মেহ্মান নাওয়াজি কি | স্বভূমিকা | লাইফ ওকে | ||
২০১৪ | ইতনা কারো না মুঝসে পেয়ার | সনি টিভি | ||
২০১৫ | নাচ বলিয়ে ৭ | প্রতিযোগী | স্টার প্লাস | |
কমেডি ক্লাসেস | স্বভূমিকা | লাইফ ওকে | ||
২০১৬ | ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৭ | প্রতিযোগী | কালারস | |
খিড়কি | অঞ্জু | সাব টিভি | ||
২০১৬–১৭ | ত্রিদেবীয়া | ধনশ্রী সৌরেয়া চৌহান "ধনু"/ এজেন্ট লাল কিলা | ||
২০১৭ | সারাভাই বনাম সারাভাই: টেক ২ | সনিয়া | হটস্টার |
তথ্যসূত্র
- Mulchandani, Amrita (আগস্ট ৩০, ২০১১)। "Aishwarya Sakhuja is a movie buff!"। Times of India। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২০, ২০১২।
- "Main Na Bhoolungi's Aishwarya Sakhuja Happy About Her Choice Of Shows! - Oneindia Entertainment"। Entertainment.oneindia.in। ২০১৪-০১-০৪। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২১।
- "Diwali dhamaka with Big B and the stars"। The Times of India। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩।
- "Aishwarya Sakhuja, Rohit Nag wedding date revealed!"। The Times of India। মে ১, ২০১৪। সংগ্রহের তারিখ মে ২১, ২০১৪।
- "U R My Jaan movie preview"। glamsham.com। ২০১১-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২১।
- "Nach Baliye with a twist"। মার্চ ৩০, ২০১৩। সংগ্রহের তারিখ জানুয়ারি ২১, ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ঐশ্বর্যা সখুজা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.