যোগেশ দাস
যোগেশ দাস (ইংরেজি: Jogesh Das; অসমীয়া: যোগেশ দাস) অসমের একজন ছোটগল্প লেখক, উপন্যাস লেখক ও সাংবাদিক। ১৯২৭ সনের ১ এপ্রিল তারিখে তার জন্ম হয়।[2][3] ১৯৮০ সনে পৃথিবীর অসুখ নামক গল্পের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[3]। ১৯৮৫ সনে তিনি অসম সাহিত্য সভার বিহুপুরিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন।[4] তিনি অসমের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সহিত জড়িত ছিলেন।[2]
যোগেশ দাস | |
---|---|
জন্ম | ১ এপ্রিল, ১৯২৭ অসম |
মৃত্যু | ৯ সেপ্টেম্বর, ১৯৯৯ |
পেশা | লেখক, সাংবাদিক, অধ্যাপক |
ভাষা | অসমীয়া |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
শিক্ষা | এম.এ. |
শিক্ষা প্রতিষ্ঠান | গুয়াহাটি বিশ্ববিদ্যালয় |
সময়কাল | ১৯৫৩-১৯৯৯ |
ধরন | কাল্পনিক |
উল্লেখযোগ্য রচনাবলি | পৃথিবীর অসুখ ডায়র আরু নাই |
উল্লেখযোগ্য পুরস্কার | ১৯৮০: সাহিত্য অকাদেমি[1] ১৯৯৪: অসম উপত্যকা সাহিত্য পুরস্কার |
শিক্ষা ও চাকরি জীবন
১৯৫৩ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে অসমীয়া সাহিত্যে এম.এ ডিগ্রী লাভ করেন। তিনি সাংবাদিক কর্মজীবন গ্রহণ করার পরও অধ্যাপনার বৃত্তি অব্যাহত রাখেন ও গুয়াহাটির বি.বরুয়া মহাবিদ্যালয়ে অসমীয়া বিভাগের প্রধান প্রবক্তা রুপে অবসর গ্রহণ করেন।[2]
লেখক জীবন
যোগেশ দাশ পঞ্চাশ দশকে নিজেকে লেখক রুপে আত্মপ্রকাশ করেন। ছোট গল্প ও উপন্যাস তিনি সমান দক্ষতায় লেখেন। ১৯৫৩ সনে তার প্রথম উপন্যাস কলপটুয়ার মৃত্যু প্রকাশ পায়। ১৯৫৫ সনে তার দ্বিতীয় উপন্যাস ডায়র আরু নাই তাকে শক্তিশালী উপন্যাসিক রুপে প্রতিষ্ঠা করে। এই গ্রন্থটি ন্যাশনাল বুক ট্রাষ্ট দ্বারা ভারতের প্রধান ভাষাসমূহে অনুবাদিত হয়।[2] তার অন্যতম বিখ্যাত ছোট গল্পের সংকলন হচ্ছে পৃথিবীর অসুখ।'[3] তার Folklore of Assam গ্রন্থে অসমের লোক-সংস্কৃতি সমন্ধে সরল ও বিস্তৃত বিবরন পাওয়া যায়।[2]।
মৃত্যু
১৯৯৯ সনের ৯ সেপ্টেম্বর তারিখে যোগেশ দাশের মৃত্যু হয়।
সাহিত্য কর্ম
|
|
পুরস্কার
- ১৯৮০ সনে পৃথিবীর অসুখ নামক গল্পের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার[3]
- ১৯৯৪ অসম উপত্যকা পুরস্কার[5]
তথ্যসূত্র
- "সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপ্ত অসমীয়াদের তথ্য"। সাহিত্য অকাদেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২।
- Dutta, Amaresh (২০০৬)। The Encyclopaedia Of Indian Literature। 1। Sahitya Akademi। পৃষ্ঠা 869। আইএসবিএন 9788126018031।
- "Assamese literature"। India on web। ২৪ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১০।
- ১৯১৭ সন থেকে অসম সাহিত্য সভার সভাপতিদের নামের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে অসম সাহিত্য সভার ওয়েবসাইট, আহরণ: ১৮ আহরন, ২০১২।
- Express News Service (Tuesday, January 2, 2001)। "Assam Valley literary award for Assamese poet"। Indian Express। সংগ্রহের তারিখ 3 February 2010। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)