অপূর্ব শর্মা

অপূর্ব শর্মা(ইংরেজি: Apurba Sharma; অসমীয়া: অপূর্ব শর্মা) সৌরভ কুমার চলিহা প্রবর্তন করা অসমীয়া গল্প-সাহিত্যের আধুনিকতাবাদী ধারার অন্যতম শ্রেষ্ঠ গল্পকার।[2] তিনি একজন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক।

অপূর্ব শর্মা
জন্ম১৯৪৩ চন
অসম
পেশাসাহিত্যিক, সাংবাদিক, সমালোচকগল্পকার
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
উল্লেখযোগ্য রচনাবলিবাঘে টাপুর রাতি, অসমীয়া চলচিত্রর ছাঁ-পোহর
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্য অকাদেমি পুরস্কার, ২০০০[1]

কর্মজীবন

গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করে সাংবাদিক হিসেবে কর্মজীবন আরম্ভ করেন। পরবর্তী সময়ে তিনি নগাঁও ছোয়ালী মহাবিদ্যালয়ে অধ্যাপক রুপে যোগদান করেন ও সেই বিদ্যালয়ের অধ্যক্ষ হন।

উল্লেখযোগ্য পুরস্কার

  1. বাঘে টাপুর রাতি গল্প সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার
  2. সূর্য কমল

সাহিত্যিক অবদান

  • বন্ধুর পথর কেইজনমান ডেকা মানুহ(১৯৭৭ সন)
  • শুভবার্তা(১৯৮৫ সন)
  • বাঘে টাপুর রাতি ও অন্যান্য কাহিনী(১৯৯৬ সন)
  • অসমীয়া চলচ্চিত্রর ছাঁ-পোহর
  • JYOTI PRASAD AS A FILM MAKER [3]

তথ্যসূত্র

  1. "সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী অসমীয়াদের তথ্য"। সাহিত্য অকাদেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২
  2. বিশ্বকোষ, অসম সাহিত্য সভা, চতুর্থ খণ্ড, ১ম প্রকাশ, ২০০৩
  3. "Gauhati Cine Club"। ২৪ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.