স্নেহ দেবী
স্নেহ দেবী (১৯১৬-৫ অক্টোবর, ১৯৯০) ছিলেন একজন অসমীয়া সাহিত্যিক এবং মরোণোত্তর সাহিত্য আকাডেমি পুরস্কার-এ সম্মানিত ব্যক্তি।
স্নেহ দেবী | |
---|---|
স্নেহ দেবী | |
জন্ম | ১৯১৬ সাল |
মৃত্যু | ৫ অক্টোবর, ১৯৯০ সাল |
জাতীয়তা | ভারতীয় |
প্রারম্ভিক জীবন
১৯১৬ সালে আসামের যোরহাটে স্নেহ দেবীর জন্ম হয়। তার পিতার নাম ছিল নন্দধর বরুয়া এবং মাতার নাম ছিল কিরণময়ী দেবী। পঞ্চম শ্রেণীতে তিনি তার আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে ছোটবেলাতেই বিবাহসূত্রে আবদ্ধ হন।
সাহিত্য
১৯৫৩ সালে ‘জোবারর পাছত’ নামে একটা গল্প লিখে রামধেনুর সহযোগিতায় স্নেহ দেবী প্রথমবারের জন্য সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন।
- প্রকাশিত গল্প সংকলন:
- ১৯৫৮ সাল - কৃষ্ণা দ্বিতীয়ার জোনাক
- ১৯৮৭ সাল - স্নেহ দেবীর একুকি গল্প
সম্মান
১৯৯০ সালে তাকে মরোণোত্তরভাবে সাহিত্য আকাডেমি পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়।[1]
মৃত্যু
১৯৯০ সালের ৫ অক্টোবর তারিখে যোরহাটে স্নেহ দেবী মারা যান।
তথ্যসূত্র
- "সাহিত্য আকাডেমি পুরস্কার বিজয়ী অসমীয়াদের তথ্য"। সাহিত্য আকাডেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২।
টেমপ্লেট:Navbox assam biography
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.