জেরিফা ওয়াহিদ

জেরিফা ওয়াহিদ (ইংরেজি: Zerifa Wahid; অসমীয়া: জেরিফা ৱাহিদ) অসমের একজন প্রসিদ্ধ অভিনেত্রী।[1]

জেরিফা ওয়াহিদ
জাহ্নু বরুয়ার দ্বারা পরিচালিত "বান্ধোন-এর মূহুর্তের এক দৃশ্য
জন্ম১৯৭৯
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনয়
প্রতিষ্ঠানঅসমীয়া বোলছবি জগত

শিক্ষা

জেরিফা ওয়াহিদ গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে শীর্ষস্থানে স্নাতক ডিগ্রী লাভ করেন। একই বিষয়ে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এছাড়া তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রীধারী।

অভিনয় জীবন

১৯৮৯ সনে অভিমান চলচ্চিত্রে একটি শিশুর অভিনয় করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

চলচ্চিত্রের নাম

  • অভিমান
  • অতিক্রম
  • হেড মাষ্টর
  • ধোঁয়া
  • অগ্নিগড়
  • তুমি মোর মাথো মোর
  • সেউজী রণী ধুনীয়া
  • অন্য এক যাত্রা
  • নায়ক
  • গুণ গুণ গানে গানে
  • প্রেম গীত
  • অগ্নিসাক্ষী
  • কাদম্বরী
  • অন্তহীন যাত্রা
  • দেউতা দিয়া বিদায়
  • আমি অসমীয়া
  • অহির ভৈরব
  • বান্ধোন
  • দুয়ার

তথ্যসূত্র

  1. "Zerifa moves to theatre - Backstage girl"The Telegraph। ১৩ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১২ মে ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.