মোশি

মোশি বা মুসা (ইংরেজি: Moses, হিব্রু ভাষায়: מֹשֶׁה, আরবি: موسى) হলেন ইহুদিধর্ম, খ্রিস্টধর্ম, এবং ইসলাম ধর্মে স্বীকৃত পয়গম্বর। কোরআনে হজরত মূসা (আ.)-এর নাম অন্যান্য নবীদের তুলনায় বেশি সংখ্যক বার উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় যে মোশি ১২০ বছর বেঁচে ছিলেন। মোশির সম্প্রদায়ের নাম ছিল ইস্রায়েল।

মোশি
শান্তিপ্রাপ্য মোশি ইস্রায়েলীয়দের নির্দেশনা দিচ্ছেন (১৯০৭ সালে প্রকাশিত lithography Bible Card থেকে চয়িত)
প্রত্যাদিষ্ট , আজ্ঞাপ্রচারক
জন্মগশেন , নিম্নমিশর
মৃত্যুনেবোপর্বত , মোয়াব
সম্মানিতইহুদিধর্ম
খ্রিষ্টধর্ম
ইসলাম
যাকে প্রভাবিত করেছেনঅজস্র
ইহুদি , খ্রিষ্টানমুসলমান

বাইবেলের গল্প

জন্ম ও শৈশব

নীলনদের কূলে স্নানরতা ফেরাউন রেমেসিসকন্যা বাত্য (Batya) ভেসে আসা শিশু মূছাকে তুলে নিলো ( ১৮৮৬ সালে এডুয়ার্ড লং এর আঁকা )

হিব্রু বাইবেল অনুসারে মুসা মিশরে লিবাইট নামের ইসরাইলি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন । তার পিতার নাম আমরাম আর মায়ের নাম জোশিবেদ । তখন মিশরের সম্রাট ছিল ফেরাউন রামেসিস । কয়েকজন জ্যোতিষী গণনা করে রামেসিসকে বলেছিলেন , ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিসরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে । তাই ফেরাউন আদেশ দিলেন কোনো ইহুদি পরিবারে সন্তান জন্মগ্রহণ করলেই যেন তাকে হত্যা করা হয়।

ফলে শিশু মুসা জন্মের পর মা জোশিবেদ সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশুসন্তানকে বড় করে তুলতে লাগলেন । এভাবে তিন মাস যাওয়ার পর সন্তানকে গোপন রাখা আর সম্ভব পর হচ্ছিল না তখন আমরাম এবং জোশিবেদ শিশু মুসাকে একটা ছোট ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দিল । নদীর পাড় ধরে শিশুবাহী ঝুড়িটিকে অনুসরণ করে চললেন মুসা বোন মিরিয়াম । ঝুড়িটি গিয়ে পৌছল এমন একটি ঘাটে যেখানে ফারাও রাজকন্যা বাত্য (Batya) স্নান করছিল । ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে একা পড়ে থাকতে দেখে তার মায়া হলো । তাকে তুলে নিয়ে এলো রাজপ্রাসাদে । সেটা দেখতে পেল মিরিয়াম । মিরিয়াম রাজকণ্যার কাছে গিয়ে জানতে চাইলো বাচ্চাটার লালন পালনের জন্য তার কোন হিব্রু মহিলা প্রয়োজন হবে কিনা , রাজকন্যা বাত্য সম্মত হলে জোশিবেদকেই মুসার ধাত্রী হিসেবে নিযু্ক্ত হল । নিজের পরিচয় গোপন করে রাজপ্রাসাদে মুসাকে দেখাশোনা করতে থাকে জোশিবেদ । ফারাও রাজ প্রাসাদে বড় হতে থাকে মূছা

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    টেমপ্লেট:JewishEncyclopedia

    মোশি
    Levite
    পূর্বসূরী
    NA
    Lawgiver উত্তরসূরী
    Joshua
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.