সলোমন

সোলায়মান (আঃ) [2] নবী দাউদ (আঃ) ও বাথসেবার সন্তান এবং একজন প্রত্যাদিষ্ট নবী । হিব্রু বাইবেল অনুসারে, তিনি ছিলেন ইসরায়েলের প্রথম এবং গুরুত্বপূর্ণ একজন রাজা। তার জন্ম আনুমানিক ১০১১ খ্রীষ্টপূর্বাব্দে এবং মৃত্যু আনুমানিক ৯৩১ খ্রীষ্টপূর্বাব্দে এবং তার রাজত্ব কাল ছিল প্রায় ৯৭০ থেকে ৯৩০ খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী। কথিত আছে তিনিই জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। ধর্মীয় বিশ্বাসমতে সোলায়মান ছিলেন পুরো বিশ্বের সম্রাট। খ্রিস্টপূর্ব ৯৭০-৯৩১ পর্যন্ত টানা ৪০ বছর সোলায়মান পুরো পৃথিবী শাসন করেন। তিনি শুধু মানুষেরই নয় উদ্ভিদ ও প্রাণীকূলেরও সম্রাট ছিলেন। সোলায়মান জীব-জগতের সকলের ভাষা হৃদয়ঙ্গম করতে পারতেন।

সোলায়মান ("সোলায়মান ও তার ইচ্ছা")
ইসরাইলের রাজত্ব (সংযুক্ত রাজতন্ত্র)
Doré, Gustave (১৯ শতক), সলোমনের বিচার (খোদাইকৃত) এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
রাজত্বকালc. ৯৭০-৯৩১ খ্রিস্টপূর্ব
জন্মস্থানজেরুজালেম
মৃত্যুস্থানজেরুজালেম
পূর্বসূরিদাউদ
উত্তরসূরিRehoboam
দাম্পত্যসঙ্গীNaamah, Pharaoh's Daughter, around 700 other wives and 300 concubines[1]
সন্তানাদিRehoboam
রাজবংশHouse of ডেভিড
পিতাদাউদ
মাতাবাথসেবা

শৈশব

সলোমন জেরুজালেম নগরীতে জন্মগ্রহণ করেন।[3] বাইবেল অনুসারে তিনি দাউদ ও বাথসেবার সন্তান। বাথসেবা ছিলেন ইউরিয়াহ দ্য হিটটিট এর বিধবা। [4]

তথ্যসূত্র

  1. "In Our Time With Melvyn Bragg: King Solomon"Radio 4UK: BBC। ৭ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১২
  2. (হিব্রু ভাষায়: שְׁלֹמֹה, আধুনিক হিব্রু: Šəlomo or Šlomo, আরবি ভাষায়: سليمان সুলায়মান)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.