খ্রিষ্টান

খ্রিষ্টান (ইংরেজি: Christian) বলতে খ্রিষ্টধর্মাবলম্বীদের বোঝায়। খ্রিষ্টধর্ম একটি একেশ্বরবাদী আব্রাহামীয় ধর্ম যার মূল ভিত্তি নাজারেথীয় যিশুর জীবন ও শিক্ষা। খ্রিষ্টানরা যিশুকে আদি বাইবেল/হিব্রু বাইবেল কথিত মসিহা (গ্রিক শব্দ থেকে ব্যুৎপন্ন খ্রিষ্ট) এবং ঈশ্বরপুত্র মনে করেন।[1][2] বিশেষণ হিসেবে "খ্রিষ্টান" শব্দটির অর্থ "খ্রিষ্টধর্ম সম্বন্ধীয়"; আবার প্রবাদ অর্থে এই শব্দটির অর্থ "যা কিছু মহান, শুভ ও খ্রিষ্ট-প্রতিম"।[3]

গ্রিক শব্দ Χριστιανός (christianos; অর্থ, "খ্রিষ্টের অনুগামী") কথাটি এসেছে Χριστός (christos; অর্থ, "তৈলাভিষিক্ত ব্যক্তি") শব্দটি থেকে। শেষোক্ত শব্দটির সঙ্গে একটি লাতিন বিশেষণমূলক অনুসর্গ যুক্ত হয়ে এই শব্দটি এসেছে।[4] গ্রিক সেপ্টুজেইন্ট-এ christos শব্দটি হিব্রু מָשִׁיחַ (Mašíaḥ, মসিহা, অর্থ "[যিনি] তৈলাভিষিক্ত") শব্দের অনুবাদে ব্যবহৃত হয়েছে।[5] ফরাসি 'Chrétien', স্প্যানিশ 'Cristiano' বা ইংরেজি 'Christian' ইত্যাদি ইউরোপীয় নামগুলিও গ্রিক ভাষা থেকেই গৃহীত হয়েছে।

আরও দেখুন

  • খ্রিষ্টরাজ্য
  • খ্রিষ্টান চার্চ
  • সিম্পল চার্চ
  • খ্রিষ্টধর্মে ধর্মান্তরণ
  • খ্রিষ্টানদের তালিকা
  • রাইস খ্রিষ্টান, যিনি পার্থিব সুবিধা আদায়ের জন্য নিজেকে খ্রিষ্টান বলে উল্লেখ করেন।

তথ্যসূত্র

  1. define.asp?key=13408&dict=CALD&topic=followers-of-religious-groups "Definition of Christian" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)Cambridge Advanced Learner's Dictionary। Cambridge University Press। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১০
  2. "BBC — Religion & Ethics — Christianity at a glance", BBC
  3. Schaff, Philip। "V. St. Paul and the Conversion of the Gentiles (Note 496)"। History of the Christian Church
  4. Bickerman, Elias J. (এপ্রিল ১৯৪৯)। "The Name of Christians"The Harvard Theological Review42 (2): 109–124। Generally, the formations derive from a proper name or title and denote the followers, supporters, adherents, or partisans of a person, as in Brutianus, Augustianus, Caesarianus, and so on.
  5. Messiah at Etymology Online
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.