মুহাম্মদ ইউসুফ কান্ধলভি

মুহাম্মদ ইউসুফ কান্ধলভি (আরবি: مولانا محمد يوسف كاندهلوي ) (হজরতজি বলেও পরিচিত) (জন্ম:১৯১৭–মৃত্যু:১৯৬৫) ছিলেন ভারতের একজন মুসলিম পন্ডিত। পরবর্তীতে তিনি তাবলিগ জামাতের দ্বিতীয় আমির হন। একটি পন্ডিত পরিবারে তার জন্ম হয়। দশ বছর বয়সে তিনি কুরআন হাফিজ হন এবং হাদিস ও ইসলামি অন্যান্য শাখায় পড়াশোনা চালিয়ে যান। লেখালেখি ছাড়াও তাবলিগে তিনি বেশ সময় ব্যয় করেন। তার দুইটি বিখ্যাত বই হল হায়াতুস সাহাবা ও চার খন্ডের মাআনিউল আহবার ফি শারহ। তিনি মুন্তাখাবে হাদিস বইয়েরও রচয়িতা। মুহাম্মদ ইউসুফ কান্ধলভি ৪৮ বছর বয়সে লাহোরে মৃত্যুবরণ করেন।

উলামা
মুহাম্মদ ইউসুফ কান্ধলভি
জন্ম২০ মার্চ ১৯১৭
মৃত্যু১৯৬৫
যুগ২০ শতক
সম্প্রদায়সুন্নি
মাজহাবহানাফি
আন্দোলনদেওবন্দি
মূল আগ্রহইসলামের মূলনীতি ও চর্চা
তাবলিগ জামাতের ২য় আমির
পূর্বসূরীমুহাম্মদ ইলিয়াস কান্ধলভি
উত্তরসূরীইনামুল হাসান কান্ধলভি

আরও দেখুন

তথ্যসূত্র

  • Muhammad Sani Hasani, Sawanih-i Hazrat Muhammad Yusuf Kandhlawi [The Life of Hazrat Muhammad Yusuf Kandhlawi] (Lucknow: Nadwat-il Ulama, n.d.).

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.