মালতী ঘোষাল

মালতী ঘোষাল (ইংরেজি: Malati Ghoshal; ডিসেম্বর ১৭, ১৯০২ – জুলাই ১৭, ১৯৮৪) ছিলেন একজন ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী।[1]

মালতী ঘোষাল
Malati Ghoshal
জন্ম(১৯০২-১২-১৭)১৭ ডিসেম্বর ১৯০২
মৃত্যু১৭ জুলাই ১৯৮৪(1984-07-17) (বয়স ৮১)
জাতীয়তাভারতীয়
পেশাশিল্পী
কার্যকাল১৯৪০-৫২
পরিচিতির কারণরবীন্দ্র সংগীত শিল্পী

প্রাথমিক জীবন

মালতী ভারতের কলকাতার বিশিষ্ট ব্যাবসায়ী হেমেন্দ্রমোহন বসু এর ঘরে জন্মগ্রহণ করেন। মা মৃণালিনী বসু ছিলেন মৈমনসিংহের মসুয়ার বিখ্যাত রায়চৌধুরী পরিবারের কন্যা, প্রবাদপ্রতিম শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছোটবোন। তিনি মনদা সুন্দরী দাশি এর কাছ থেকে টাপ্পা, পুর্নকুমারীর কাছ থেকে কীর্ত্তন এবং গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং শ্যাম সুন্দর মিত্রের কাছ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন।[2] এছাড়াও তিনি সাবলিলভাবে সেতার বাজাতে পারেন। তিনি ১৯৩৫ সালে সুশান্ত ঘোষালকে বিয়ে করেন এবং পরবর্তী তার সঙ্গীত কর্মজীবনের পথ সুগাম হয়। [2]

তথ্যসূত্র

  1. "A singer's tribute"Business Standard। ফেব্রুয়ারি ৫, ২০১১।
  2. Sengupta, Subodh Chandra, সম্পাদক (২০০২) [1976]। Samsad Bangali Charitabhidhan (Bengali ভাষায়)। I। Bose, Anjali (4th সংস্করণ)। Kolkata: Sahitya Samsad Pvt Ltd। পৃষ্ঠা 416–17। আইএসবিএন 81-86806-98-9।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.