ইন্দ্রনীল সেন
ইন্দ্রনীল সেন (ইংরেজি: Indranil Sen) হলেন একজন ভারতীয় বাঙালী পুরুষ শিল্পী, অভিনেতা এবং প্রযোজক।[2] মূলতঃ তিনি ভারতীয় বাংলা গানের শিল্পী হলেও জীবনমুখী, রবীন্দ্র সঙ্গীত এবং লোকগীতিতে সুনাম রয়েছে। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক হিসেবে বিএফজেএ পুরস্কার সহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন।
ইন্দ্রনীল সেন | |
---|---|
জন্ম নাম | ইন্দ্রনীল সেন[1] |
উদ্ভব | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
ধরন | জীবনমুখী, আধুনিক বাংলা গান, রবীন্দ্র সঙ্গীত এবং লোকগীতি |
পেশা | গায়ক, গীতিকার, সুরকার, চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা |
কার্যকাল | ১৯৮২ - বর্তমান |
লেবেল | বিশ্বভারতী, অ্যাটলান্টিস সঙ্গীত, প্রাইম মিউজিক, সাগরিকা ও টি-সিরিজ |
পুরস্কার ও সম্মাননা
বছর | পুরস্কার | বিভাগ | ফলাফল | উত্স |
---|---|---|---|---|
১৯৯৯ | বিএফজেএ পুরস্কার - শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক | শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক | বিজয়ী | [2] |
তথ্যসূত্র
- "Playlist: Best songs of birthday boy Indranil Sen"
- Lopamudra Maitra (১০ মার্চ ২০০৫)। "That Bangali longing for music"। Pune Newsline। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০০৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.