মগ (জাতিগোষ্ঠী)
বাংলাদেশের একটি উপজাতি। বর্মার আরাকান জাতির মানুষ (বা তাদের বংশধর) যারা ১৫০০- ১৭০০ খ্রিষ্টাব্দ নাগাদ জলদস্যু বা আরাকান রাজ্যবিস্তারের উদ্যেশ্যে বাংলাদেশের চট্টগ্রাম এবং তার আশেপাশের উপকূলবর্তী কিছু অংশে আক্রমণ চালায় ও স্থানীয় মানুষদের ধরে নিয়ে গিয়ে বাটাভিয়াতে (ওলন্দাজ ইস্ট ইণ্ডিয়া কম্পানী অধিকৃত জাকার্তা) ক্রীতদাস হিসাবে চালান করে। মারমা শব্দটি ‘মারমজা’ বা ‘ম্রাইমাচা’ নামক উপমাহাদেশীয় প্রাচীন ব্রাহ্মী হস্তাক্ষর থেকে উদ্ভূত। মারমারা প্রাচীনে ‘মগ’ নামেই পরিচিত ছিল। মগদের নিজস্ব ভাষা রয়েছে। মগ ভাষা মূলত আরাকানি ও বাংলা ভাষার মিশ্রিত একটি ভাষা।সমতল এলাকায় রাখাইন উপজাতি স্থানীয়ভাবে মগ নামে পরিচিত। এদের আদি নিবাস রাখাইন প্রদেশে। রাখাইন তথা মগরা কক্সবাজার এবং পটুয়াখালী বসবাস করলেও বান্দরবন, রাঙামাটি অঞ্চলেও তাদের দেখা যায়।
আরও দেখুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.