কন্দ (জনগোষ্ঠী)
ইতিহাস
উনিশ শতকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে কন্দ জাতির বসবাস শুরু হয়। মূলত রেললাইন স্থাপন ও চা বাগানে কাজের জন্য উড়িষ্যা অঞ্চল (বর্তমানে ভারতের ওড়িশা রাজ্য) থেকে কন্দদের এ দেশে আনা হয়।[1]
ভাষা
বাংলাদেশে কন্দ সম্প্রদায় কন্দফারসি নামক ভাষাকে তাদের আদি ভাষা হিসেবে মনে করে থাকে। বর্তমান প্রজন্মের কন্দ ছেলেমেয়েরা এ ভাষায় কথা বলতে পারে না। তবে বয়স্কদের মধ্যে কেউ কেউ এখনো এ ভাষায় কথা বলতে পারেন। বর্তমানে কন্দরা উড়িয়া ভাষায় কথা বলে।[1]
তথ্যসূত্র
- বাংলাদেশের নানান ভাষা; মুহাম্মদ হাবিবুর রহমান; পৃষ্ঠা নম্বর – ৮৩; প্রথমা প্রকাশন; প্রথম প্রকাশ – অমর একুশে বইমেলা ২০১৪
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.