বিকাশ চন্দ্র সিংহ
ড. বিকাশ চন্দ্র সিংহ (জন্ম ১৯৪৫) একজন ভারতীয় পদার্থবিদ, তিনি পারমাণবিক পদার্থবিজ্ঞান এবং উচ্চ শক্তি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সক্রিয় রয়েছেন। বিকাশ সিংহ পারমাণবিক পদার্থবিজ্ঞান ও ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন কেন্দ্রের সাহা ইনস্টিটিউটের পরিচালক [1][2] এবং জুন ২০০৫ পর্যন্ত জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট, দুর্গাপুরের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৯ সালের জুনে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার এবং নিউক্লিয়ার ফিজিক্সের সাহা ইনস্টিটিউটের পরিচালক হিসাবে চাকরি থেকে অবসর গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের হোমি ভাভা চেয়ার অধ্যাপক। তিনি ভারতের প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডেরও সদস্য। তিনি ২০০১ সালে পদ্মশ্রী পেয়েছেন[3] এবং ২০১০ সালে পদ্মভূষণ পেয়েছেন।[4]
ড. বিকাশ চন্দ্র সিংহ | |
---|---|
জন্ম | ১৯৪৫ ব্রিটিশ ভারত |
বাসস্থান | কলকাতা |
জাতীয়তা | ভারতীয় |
কর্মক্ষেত্র | পদার্থবিদ্যা |
প্রাক্তন ছাত্র | লন্ডন বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল |
পরিচিতির কারণ | উচ্চ শক্তি পদার্থবিজ্ঞান, পারমাণবিক পদার্থবিদ্যা, হিলিয়াম এক্সপ্লোরেশন, ভূমিকম্প পূর্বাভাস গবেষণা |
জীবনী
সিংহ ১৯৯৪ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের এসএন বোস জন্মশতবার্ষিকী পুরস্কারপ্রাপ্ত হন। সিংহ ১৯৭৬ সালে ইংল্যান্ড থেকে ফিরে আসার পরে ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্রে যোগদান করেছিলেন এবং ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের পরিচালক ছিলেন। পদার্থবিজ্ঞানে তাঁর অসামান্য গবেষণার স্বীকৃতি হিসাবে তিনি মর্যাদাপূর্ণ ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হন (১৯৮৯)।
তিনি ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস, এলাহাবাদ (১৯৯৩) এবং ভারতীয় বিজ্ঞান একাডেমী, বেঙ্গালুরু (২০০৪) এর ফেলোও রয়েছেন। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, দুর্গাপুর (এনআইটি দুর্গপুর) বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান।
২৭ জানুয়ারি ২০০৫ থেকে সিংহকে প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়েছিল। ২০০৯ সালের ডিসেম্বর থেকে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছিল।[5]
প্রদর্শিত সম্মানাদি
বিকাশ সিংহকে ডি.এ.ই. - ড. রাজা রমনা পুরস্কার ২০০১ এবং পান্ডা এন্ডোমেন্ট লেকচার অ্যাওয়ার্ড, আইপিএ, ২০০১ এবং রইস আহমেদ মেমোরিয়াল লেকচার অ্যাওয়ার্ড, আলীগড়, ২০০১ প্রদান করা হয়।
তিনি ২০০২ সাল থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য এবং খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির সিনেটের সদস্য। তিনি ২০০২ সালে ইতালি, তৃতীয় বিশ্ব বিজ্ঞান একাডেমি এবং ভারতীয় বিজ্ঞান, বেঙ্গালুরু, ২০০৪ এর ফেলো হয়েছেন। সম্প্রতি তিনি ইনস্টিটিউট অব ফিজিক্স, ইউকের ফেলো নির্বাচিত হয়েছিলেন, বিকাশ সিংহ তার নিয়মিত দায়িত্ব ছাড়াও ফেব্রুয়ারি ২০০৩ থেকে ১৮ ডিসেম্বর ২০০৩ পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভারত সরকারের মন্ত্রিপরিষদের বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন। সিংহকে পদার্থবিদ্যায় এক্সিলেন্সের জন্য আরডি বিড়লা পুরষ্কার ২০০২ প্রদান করা হয়।
সম্প্রতি সিংহ ইউক্রেনের জাতীয় বিজ্ঞান একাডেমি (২০০৫) থেকে পদার্থবিজ্ঞানে সম্মনসূচক ডক্টরেট পুরষ্কার পেয়েছেন। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ২০০৫ সালের জুনে সিংহকে ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থান, কলকাতার স্থানীয় কমিটির চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়। ২০০৫ সালের নভেম্বরে জার্মানির আলেকজান্ডার ভন হাম্বোল্ট ফাউন্ডেশন তাকে হাম্বোল্ট গবেষণা পুরস্কার দিয়েছিল। তিনি ভারতের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস থেকে মেঘনাদ সাহা মেমোরিয়াল লেকচার অ্যাওয়ার্ড (২০০৭) পেয়েছিলেন ২৮ আগস্ট ২০০৭ তারিখে এবং তিনি ২০০৭ সালের নভেম্বর মাসে ইন্ডিয়ান ফিজিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কলকাতার বিধান মেমোরিয়াল ট্রাস্ট থেকে ২০০৮ সালের ১ জুলাই তাঁকে সম্মানজনক "বিধান স্মৃতি সম্মান" দেওয়া হয়। সম্প্রতি সিংহ ১৯৯৯ সালের ৯ মার্চ কেমব্রিজের ক্রিস্ট কলেজ কর্তৃক বিশিষ্ট ভিজিটিং স্কলার হিসাবে নিয়োগ পেয়েছিলেন এবং ২০০৯ সালের মার্চ মাসে লন্ডনের ইনস্টিটিউট অব ফিজিক্সের ফেলোনির্বাচিত হন।
বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিকাশ সিংহ ২০১০ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। ড. সিংহ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, শিলচর ২০১০, বর্ধমান বিশ্ববিদ্যালয় ২০১২, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ২০১৩ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি আগরতলা ২০১৩ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে।
তথ্যসূত্র
- VECC and SINP
- "Post-Pokharan effect: 'Hackers missed vital info at BARC'"। The Indian Express। ২ মার্চ ১৯৯৯। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১১।
- "Padma Awards" (PDF)। Padma Awards। ২০১৪। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৪।
- "Padma Awards (2010)"। padmaawards.gov.in। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৬।
- "Prime Minister's Scientific Advisory Council"। ১৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৫।