বিল গেটস

উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস (জন্ম অক্টোবর ২৮, ১৯৫৫) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও।[1][2] একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯৪ সালের ১লা জানুয়ারী তারিখে মেলিন্ডা ফ্রেঞ্চ- কে বিয়ে করেন।

বিল গেটস
২০১৪ সালের জুলাই মাসে বিল গেটস
জন্ম
উইলিয়াম হেনরী গেটস তৃতীয়

(1955-10-28) অক্টোবর ২৮, ১৯৫৫
যেখানের শিক্ষার্থীহার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ড্রপড আউট, তারপর সেখানে এবং অন্যত্র সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন)
পেশামাইক্রোসফটের প্রযুক্তি উপদেষ্টা,
বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান,
ক্যাসকেড ইনভেস্টমেন্ট এর সিইও,
কোরবিসের চেয়ারম্যান
কার্যকাল১৯৭৫–বর্তমান
বার্ষিক সম্পত্তিইউএস $১০০ বিলিয়ন (মার্চ ২০১৯)
বোর্ড সদস্যমাইক্রোসফট
বার্কশায়ার হ্যাথাওয়ে
দাম্পত্য সঙ্গীমেলিন্ডা গেটস
সন্তান
  • জেনিফার
  • ররি
  • ফৈবি
পিতা-মাতাউইলিয়াম হেনরি গেটস, এসআর.
মেরি ম্যাক্সওয়েল গেটস
ওয়েবসাইটTheGatesNotes.com
স্বাক্ষর

১৯৭৫ সালে বিল গেটস এবং পল এলেন একসাথে "মাইক্রোসফট" কোম্পানির প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বড় পিসি কোম্পানির মর্যাদা পায়।

১৯৯৫ থেকে ২০০৭ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, ২০০৯-২০১৪ এর মধ্যে তার মোট সম্পত্তি $৪০০০ কোটি থেকে $৮২০০ কোটি এ পৌছায়।২০১৩ থেকে ২০১৪ এর মধ্যে তার মোট সম্পত্তিতে $১৫০০ কোটি যোগ হয়।বর্তমানে তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসের হিসাবে তার মোট সম্পত্তির পরিমান $৮৫৬০ কোটি।

২০০০ সালে তিনি "বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন" প্রতিষ্ঠা করেন। জানুয়ারি,২০০০ সালে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পদত্যাগ করেন।

বিল গেটস প্রথম বাংলাদেশ সফর করেন ২০০৫ সালে ডিসেম্বর মাসে ৫ তারিখে (সোমবার)। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাত করে ১২ ঘন্টা সফর শেষে ভারতে গিয়েছিলেন। মার্চ ২০১৯ অনুযায়ী তার বর্তমান সম্পদ ইউএস $১০০ বিলিয়ন।

শৈশব

বিল গেটস সিয়াটল, ওয়াশিংটনে জন্ম গ্রহণ করে। তার পিতার নাম উইলিয়াম হেন্‌রী গেটস সিনিয়র, যিনি একজন প্রসিদ্ধ আইনজীবী (অবসরপ্রাপ্ত)। মাতার নাম মেরি ম্যাক্সয়েল গেটস। গেটসের ক্রিস্টিয়েন নামে এক বড় বোন আর লিব্বি নামের এক ছোট বোন আছে। শৈশবে বাবা-মা তাকে আইনজীবী বানাতে চেয়েছিলেন।[3] ১৩ বছর বয়সে তিনি লেকসাইড স্কুলে ভর্তি হন।[4] এখান থেকে ১৯৭৩ সালে পাশ করেন। তিনি স্যাট পরীক্ষায় ১৬০০ এর মধ্যে ১৫৯০ পান[5] এবং ১৯৭৩ এর শরতে হার্ভার্ড কলেজে ভর্তি হন।[6]

উইন্ডোজ

১৯৮৫ সালের ২০ নভেম্বর মাইক্রোসফট উইন্ডোজ ১.০ সংস্করণ প্রকাশ করে। বর্তমানে উইন্ডোজ পৃথিবীর একটি বিখ্যাত কম্পিউটার অপারেটিং সিস্টেম। সে সময়ে খুব মধ্যে মাইক্রোসফট উইন্ডোজ জনক প্রিয় হয়ে উঠে এবং বাজারে বেশির ভাগ অংশ ও তাদের দখলে চলে যায়।

সেবা মূলক কাজ

বিল গেইস ২০০৪ সালে জনসাধারণের জন্য কাজ করতে নিজের পরো সময় দিয়ে দেন এবং বলা হয় যে বিল গেইস এবং তার স্ত্রী (মেলিন্ডা গেইস) দুজনে মিলে আনুমানিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার তাদের দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় করেন। এছাড়া বিশ্বব্যাপী আরও ৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেন স্বাস্থ্যের উন্নতির জন্য।

সম্মানসূচক ডক্টরেট

  • নায়েনরোড বিজনেস ইউনিভার্সিটিট, ব্রিউকেলেন, নেদারল্যান্ড, ২০০০[7]
  • রয়েল ইন্সটিটিউট অব টেকনোলজি, স্টকহোম, সুইডেন, ২০০২;
  • ওয়াসেদা ইউনিভার্সিটি, টোকিও, জাপান, ২০০৫;
  • সিংহুয়া ইউনিভার্সিটি, বেইজিং, চীন, এপ্রিল ২০০৭[8]
  • হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, জুন ২০০৭[9]
  • ক্যারোলিন্সকা ইন্সটিটিউটেট, স্টকহোম, জানুয়ারী ২০০৮ [10]
  • কেমব্রিজ বিশ্ববিদ্যালয় জুন ২০০৯.[11]

পুরস্কার

ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৯২

তথ্যসূত্র

  1. http://www.banglaamader.com/bill-gates-life-story-in-bangla/
  1. Manes 1994, পৃ. 11।
  2. "Bill Gates (American computer programmer, businessman, and philanthropist)"। সংগ্রহের তারিখ মার্চ ২০, ২০১৩
  3. (Manes 1994, পৃ. 47)
  4. (Manes 1994, পৃ. 24)
  5. "The new—and improved?—SAT"The Week Magazine। ১০ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৩, ২০০৬
  6. name = "wzxoxv">(Gates 1996, পৃ. 15)
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০০৮
  8. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১২
  9. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১২
  10. http://ki.se/ki/jsp/polopoly.jsp?d=130&a=47838&l=en&newsdep=130
  11. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১২

আরও পড়ুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.